গণ কল্যাণ ট্রাষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Latest Job Circular 2022 গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা, বিভিন্ন জেলায় ও উপজেলায় ঋণ কর্মসূচীর আওতায় কিছু সংখ্যক উদ্যোগী কর্মী নিয়ােগের লক্ষ্যে গণ কল্যাণ ট্রাষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে । গণ কল্যাণ ট্রাষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহীদের ২৪ মার্চ ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে ।
সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Govt Jobs Circular 2022
গণ কল্যাণ ট্রাষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
পদের নাম: মাঠ কর্মী
পদের সংখ্যা: ৬০ জন
শিক্ষাগত যােগ্যতা: স্নাতক সমপর্যায়ের ডিগ্রী (মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে) কম্পিউটার পরিচালনায় বেসিক ধারনা থাকতে হবে।
বেতন: শিক্ষানবীশ কাল (তিন মাস) ১৩,৫০০/- এবং জিকেটি বিধি মােতাবেক চাকুরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হলে সর্বসাকুল্যে ১৬,৭৫০/-টাকা।
সুবিধাদি: চাকুরি স্থায়ী হওয়ার পর পিএফ, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বােনাস, বৈশাখী ভাতা ও কর্মএলাকায় বিনা খরচে একক আবাসন সুবিধা সহ মূল্যায়নের ভিত্তিতে বাৎসরিক ইনক্রিমেন্ট প্রদান করা হয়।
Gono Kallyan Trust Job Circular 2022
প্রয়ােজনীয় তথ্য: সাক্ষাতের সময়ে প্রয়ােজনীয় মূল কাগজ পত্র সঙ্গে নিয়ে আসতে হবে ও ফটোকপি সত্যায়িত করে আবেদন পত্রের সাথে সংযােগ করতে হবে- পূর্ণ জীবন বৃত্তান্ত (মােবাইল ফোন নম্বর সহ) সকল শিক্ষাগত যােগ্যতার সত্যায়িত সনদপত্র চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক নাগরিকতের সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি,সদ্যতােলা ২(দুই) কপি পাসপাের্ট সাইজ এর সত্যায়িত রঙ্গিন ছবি,সাক্ষাৎ কারীর বয়স আবেদনের শেষ তারিখ পর্যন্ত ১৮ থেকে ৩০ বৎসর হতে হবে (অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযােগ্য) অধ্যায়নরত ছাত্র/ ছাত্রীদের আবেদন করার প্রয়ােজন নাই।
গণ কল্যাণ ট্রাষ্ট (জিকেটি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
চাকরির শর্তসমূহ: সংস্থার নিয়মানুযায়ী ২০,০০০/-(বিশ হাজার) টাকা (ফেরৎ যােগ্য) জামানত জমা করতে হবে। জমাকৃত টাকার উপর বার্ষিক ৬% হারে সুদ প্রদান করা হবে। সাক্ষাৎ কারের পূর্বে রেজিষ্টেশন ফি বাবদ ১০০/-(একশত টাকা) জমা দিতে হইবে। নিয়ােগের সকল কার্যাদি সংস্থার চাকুরী বিধি দ্বারা নিয়ন্ত্রিত।
NGO Job Circular 2022
আবেদনের ঠিকানা: সমন্বয়ক, গণ কল্যাণ ট্রাষ্ট, ১০-১ অমর্ত্য সেন সড়ক, পূর্ব দাশড়া, মানিকগঞ্জ বরাবর প্রয়ােজনীয় কাগজপত্রসহ আগামী ২৪ মার্চ ২০২২ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
আবেদনের সময়সীমা: ২৪ মার্চ ২০২২ তারিখ ।
এনজিও চাকরির খবর ২০২২ থেকে : গাক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | GUK Job Circular 2022