খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | khulna shipyard job circular 2022
Khulna Shipyard Limited Job Circular 2022. Job Summary
খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃক পরিচালিত খুলনা শিপইয়ার্ড লিঃ এর রাবার ফ্যাক্টরীতে সম্পূর্ণরূপে অস্থায়ীভাবে (দৈনিক ভিত্তিক) নিম্নেবর্ণিত জনবল নিয়ােগের লক্ষ্যে খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে । খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগ্যতাপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন আপনিও।
খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। পদের নাম: নিম্ন করণিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০১জন
শিক্ষা যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্যিক বিভাগ) পাশসহ প্রতি মিনিটে ৩৫ ও ২৫ শব্দ যথাক্রমে ইংরেজি ও বাংলা টাইপের গতি এবং কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।
কাজের ধরন: চিঠি, নােটশীট, কন্ট্রাক্ট তৈরি, হিসাব সংক্রান্ত কাজ করা ও দরপত্র তৈরি করাসহ যাবতীয় দাপ্তরিক কাজ করা ।
২। পদের নাম: কম্পাউন্ডিং /কেমিক্যাল মিক্সিং ওয়ার্কার
পদের সংখ্যা: ০১ জন
শিক্ষা যোগ্যতা: ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ। রাবার ফ্যাক্টরী অথবা প্লাষ্টিক ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এবং রাবার মিক্সিং, রােলিং, ভালানাইজিং মেশিন চালানাে, ও ক্যামিক্যাল মিক্সিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে।
কাজের ধরন: রাবার কম্পাউন্ডিং তৈরী ও মিক্সিং করার জন্য রােলার রোলাল নিডার ব্যানবারি ও ক্যালেন্ডার মেশিন চালনা করা ।
খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ ২০২২
৩। পদের নাম: ভানাইজিং ওয়ার্কার
পদের সংখ্যা: ০২জন
শিক্ষা যোগ্যতা: ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ। রাবার ফ্যাক্টরী অথবা প্লাষ্টিক ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এবং রাবার মিক্সিং, রােলিং, ভালানাইজিং মেশিন চালানাে, ও ক্যামিক্যাল মিক্সিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিকভাবে সক্ষম ও কায়িক পরিশ্রমে উপযুক্ত হতে হবে।
কাজের ধরন: রাবার স্ট্রীপ কাটার, স্যান্ড ব্লাস্টিং মেশিন চালনা করা।
৪। পদের নাম: রাবার প্রিফরমিং ও ট্রিমিং ওয়ার্কার
পদের সংখ্যা: ০২জন
শিক্ষা যোগ্যতা: ন্যুনতম অষ্টম শ্রেণি পাশ। রাবার ফ্যাক্টরী অথবা প্লাষ্টিক ইন্ডাস্ট্রিতে কাজের অভিজ্ঞতাসম্পন্ন এবং রাবার মিক্সিং, রােলিং, ভালানাইজিং মেশিন চালানাে, ও ক্যামিক্যাল মিক্সিং কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। শারীরিকভাবে সক্ষম ও কায়িক পরিশ্রমে উপযুক্ত হতে হবে।
khulna shipyard limited job circular 2022
আবেদন ফি: বর্ণিত ক নং পদের জন্য টাকা ২০০/- (দুইশত) “খুলনা শিপইয়ার্ড এমপ্লয়ীজ ওয়েলফেয়ার ফাণ্ড, খুলনা” এর অনুকূলে সােনালী ব্যাংকের যে কোন শাখা হতে অফেরৎযােগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আবেদন করতে হবে। এছাড়া খ হতে ঘ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ টাকা ৫০/- (পঞ্চাশ) নগদ (হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশনে) জমা করতঃ ক্যাশ মেমাে গ্রহণ সাপেক্ষে আবেদন জমা করতে হবে।
khulna shipyard job circular 2022
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীগণকে খুশিলি কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে স্পষ্টাক্ষরে স্বহস্তে পূরণপূর্বক ব্যবস্থাপনা পরিচালক, খুলনা শিপইয়ার্ড লিমিটেড, বাংলাদেশ নৌ বাহিনী, খুলনা বরাবর আবেদন করতে হবে। আবেদন ফরম খুশিলির ওয়েবসাইট অথবা সরাসরি হিউম্যান রিসাের্স ম্যানেজমেন্ট সেকশন হতে সংগ্রহ করা যাবে।
আবেদনের সময়সীমা: ২৪ এপ্রিল ২০২২ তারিখ
খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ 2022, খুলনা শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি 2022, শিপইয়ার্ড লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২