রেলওয়েতে খালাসী পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
বাংলাদেশ রেলওয়ে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
রেলওয়ে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ : বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ খালাসী (গ্রেড-২০, জা:বে:স্কেল/১৫ অনুযায়ী টাকা ৮,২৫০-২০,০১০) পূরণের নিমিত্ত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।
রেলওয়ে নিয়োগ ২০২২ জানুয়ারি থেকে : রেলওয়েতে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে চাকরি, পদসংখ্যা ২৮০টি
রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা বিষয়ে, অতিরিক্ত মহাপরিচালক (এমএন্ডসিপি) আহ্বায়ক, বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটি বাংলাদেশ রেলওয়ে, এ কে এম আব্দুল্লাহ আল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ।
রেলওয়ে খালাসী পদে নিয়োগে পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা আবেদনপত্র দাখিলের সংশােধিত সময়সীমা ছিলো: আবেদনপত্র জমাদানের শেষ ও সময় : ২৬ জানুয়ারি, ২০২২ বিকাল ০৫.০০ টা ।
রেলওয়ে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
রেলওয়ে খালাসী পদে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: : ১০ ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ০৫.০০ টা।
রেলওয়ে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। তবে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পূর্বের নিয়ােগ বিজ্ঞপ্তিতে (নং৫৪.০১.০০০০.৬৮৭.০০৮.০৮.২১-৩৯০, তারিখ : ০৮ ডিসেম্বর, ২০২১) উল্লেখিত অন্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
খালাসি পদে নেওয়া হবে ১ হাজার ৮৬ জন। পাবনা ও লালমনিরহাট বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)। আবেদন ফি ৫০ টাকা।
বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২২
রেলওয়ে খালাসী পদে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ PDF ডাউনলোড করতে Download বাটনে ক্লিক করুন ।
[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”” attachment_id=”10386″ /]
উল্লেখ্য, ইতােপূর্বে যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই। পূর্বে প্রকাশিত রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন ।
রেলওয়ে নিয়োগ ২০২২ থেকে : রেলওয়েতে ২৮০ জনের চাকরির সুযােগ, আবেদন অনলাইনে