The news is by your side.

রেলওয়েতে খালাসী পদে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে

বাংলাদেশ রেলওয়ে-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার - নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রেলওয়ে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ : বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ খালাসী (গ্রেড-২০, জা:বে:স্কেল/১৫ অনুযায়ী টাকা ৮,২৫০-২০,০১০) পূরণের নিমিত্ত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে ।

রেলওয়ে নিয়োগ ২০২২ জানুয়ারি থেকে : রেলওয়েতে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে চাকরি, পদসংখ্যা ২৮০টি

রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের মেয়াদ বৃদ্ধি করা বিষয়ে, অতিরিক্ত মহাপরিচালক (এমএন্ডসিপি) আহ্বায়ক, বিভাগীয় নির্বাচন/পদোন্নতি কমিটি বাংলাদেশ রেলওয়ে, এ কে এম আব্দুল্লাহ আল বাকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে ।

রেলওয়ে খালাসী পদে নিয়োগে পূর্বে আবেদনপত্র দাখিলের নির্ধারিত সময়সীমা আবেদনপত্র দাখিলের সংশােধিত সময়সীমা ছিলো: আবেদনপত্র জমাদানের শেষ ও সময় : ২৬ জানুয়ারি, ২০২২ বিকাল ০৫.০০ টা ।

রেলওয়ে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

রেলওয়ে খালাসী পদে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তি অনুসারে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ: : ১০ ফেব্রুয়ারি, ২০২২ বিকাল ০৫.০০ টা।

রেলওয়ে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, প্রার্থীগণ http://br.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। তবে আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে পূর্বের নিয়ােগ বিজ্ঞপ্তিতে (নং৫৪.০১.০০০০.৬৮৭.০০৮.০৮.২১-৩৯০, তারিখ : ০৮ ডিসেম্বর, ২০২১) উল্লেখিত অন্য সকল শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

খালাসি পদে নেওয়া হবে ১ হাজার ৮৬ জন। পাবনা ও লালমনিরহাট বাদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এ পদে নিয়োগ পেলে বেতন স্কেল হবে ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)। আবেদন ফি ৫০ টাকা।

বাংলাদেশ রেলওয়ে নিয়োগ ২০২২

রেলওয়ে খালাসী পদে সংশােধিত নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ PDF ডাউনলোড করতে Download বাটনে ক্লিক করুন ।

[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”” attachment_id=”10386″ /]

See also  আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

উল্লেখ্য, ইতােপূর্বে যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র দাখিল করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়ােজন নেই। পূর্বে প্রকাশিত রেলওয়ে খালাসী নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন ।

রেলওয়ে নিয়োগ ২০২২ থেকে : রেলওয়েতে ২৮০ জনের চাকরির সুযােগ, আবেদন অনলাইনে

Source দৈনিক যুগান্তর
Via সেরাজবস ডট কম