The news is by your side.

কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ : মতলব দক্ষিনে ছাত্র ছাত্রীদের মানসম্মত শিক্ষাদান ও সু প্রতিষ্ঠান হিসেবে গড়ার লক্ষ নিয়ে গত বছরের ৩০ ডিসেম্বর উদ্ভোদন করা হয়েছে ছাত্র ছাত্রীদের জন্য স্বতন্ত্র কেএফটি কলেজিয়েট স্কুল নামের শিক্ষা প্রতিষ্ঠান। কেএফটি কলেজিয়েট স্কুল এর লক্ষ হচ্ছে, মান সম্মত শিক্ষা ও সু নাগরিক করে গড়ে তোলার জন্য সঠিক পাঠদান। চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভাস্থ ঢাকিরগাঁওয়ে কেএফটি কলেজিয়েট স্কুল সম্প্রতি জনবল নিয়োগের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ ২০২১ নিচে দেয়া হয়েছে। কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যেকেউ। আবেদন করা যাবে আগামী ৩০/০৯/২০২১ পর্যন্ত।

কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১

পদের নামঃ উপাধক্ষ্য
পুরুষঃ ০১ টি
মহিলাঃ ০১ টি

শিক্ষা যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী । শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ জিপিএ ৩.০০ (GPA-3.00) এর কম গ্রহণযোগ্য নয়। ইংরেজি ভার্ষণে শিক্ষকতার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ক্লাস পরিচালনায় সক্ষম হতে হবে।
বেতন-ভাতাঃ বেতন ও ভাতা আলােচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি

পদের নামঃ প্রভাষক
বাংলা (৬টি) ইংরেজি (৬টি) অংক (৪টি) বিজ্ঞান (২টি) বিজিএসটি (২টি) ইংরেজি ভাষা (২টি)আইসিটি (২টি) ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা (২টি) ফিজিক্যাল এডুকেশন (২টি) কালচারাল (১টি) আর্টস এবং ক্রাফটস (১টি)।

শিক্ষা যোগ্যতাঃ যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নূন্যতম দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী । শিক্ষা জীবনে কোন পর্যায়ে তৃতীয় বিভাগ/শ্রেণি/ জিপিএ ৩.০০ (GPA-3.00) এর কম গ্রহণযোগ্য নয়। ইংরেজি ভার্ষণে শিক্ষকতার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই ইংরেজি মাধ্যমে ও সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ক্লাস পরিচালনায় সক্ষম হতে হবে।
বেতন-ভাতাঃ বেতন ও ভাতা আলােচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

See also  জনবল নিচ্ছে, বিশ্বব্যাংক বাংলাদেশে

কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ

পদের নামঃ কম্পিউটার ইঞ্জিনিয়ার – ২টি
শিক্ষা যোগ্যতাঃ সিএসই বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ স্নাতক (অনার্স), কম্পিউটার প্রশিক্ষক হিসেবে অভিজ্ঞতাকে অগ্রধিকার দেয়া হবে।
বেতন-ভাতাঃ বেতন ও ভাতা আলােচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

পদের নামঃ হিসাবরক্ষক (১টি)
শিক্ষা যোগ্যতাঃ ব্যবসা শিক্ষায় স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
বেতন-ভাতাঃ বেতন ও ভাতা আলােচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

করণিক ও মুদ্রাক্ষরিক- (৫টি)
শিক্ষাগত যােগ্যতাঃ ন্যূনতম উচ্চ মাধ্যমিক।
কেয়ারটেকার- (১টি)
শিক্ষাগত যােগ্যতাঃ অবসরপ্রাপ্ত সেনাসদস্য (করপােরাল/সার্জেন্ট) কে অগ্রাধিকার দেয়া হবে। অবসরপ্রাপ্ত সেনাসদস্য ছাড়া অন্যদের শিক্ষাগত যােগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক।
ইলেকট্রিশিয়ান ও পাম্বার- (১টি)
শিক্ষাগত যােগ্যতাঃ সরকার কর্তৃক নিবন্ধিত যেকোন টেকনিক্যাল অথবা ভকেশনাল প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ২ বছরের ডিপ্লোমাধারী।

চাঁদপুর জেলার চাকরির খবর ২০২১

সহ: ইলেকট্রিশিশ্বান ও প্রদর (১টি)
দপ্তরী/এমএলএসএস (৪টি)
পরিচ্ছন্নতাকর্মী (৩টি)
মালি (২টি)
বাবুর্চি (১টি)
গার্ড (৬টি)
গাড়ী মেকানিক (১টি)

শিক্ষাগত যােগ্যতাঃ দপ্তরী/এমএলএসএস, সহ: ইলেকট্রিশিয়ান ও প্ৰাম্বার, গাড়ী মেকানিক, পরিচ্ছন্নতাকর্মী, মালি, বাবুর্চি ও গার্ড- প্রার্থীগণকে ন্যূনতম অষ্টম শ্রেণি/জেএসসি/জেডিসি/সমমান পাশ সহ স্ব-স্ব ক্ষেত্রে যােগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
সকল পদের বেতন ও ভাতা আলােচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

কেএফটি কলেজিয়েট স্কুলে চাকরি

যেভাবে আবেদনঃ আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদনপত্র ও জীবনবৃত্তান্ত অধ্যক্ষ, কেএফটি কলেজিয়েট স্কুল, প্লানার্স টাওয়ার (১২ তলা), ১৩/এ, সি,আর, দত্ত রােজ (সােনারগাঁ রােদ), বাংলামটর, ঢাকা-১০০০ বরাবর ৩০/০৯/২০২১ খ্রিঃ এর মধ্যে পৌঁছাতে হবে। আবেদনপত্রে অবশ্যই যােগাযােগের জন্য Email Address, মােবাইল নম্বর, পাসপাের্ট সাইজের ছবি (২ কপি) এবং খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে। লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে ই-মেইল ও মােবাইলযােগে জানানাে হবে। সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন

কেএফটি কলেজিয়েট স্কুল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে