কাজী ফার্মস গ্রুপে ৮ম শ্রেণী পাশে চাকরি
Kazi Farms Job Circular 2022
কাজী ফার্মস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ : কাজী ফার্মস গ্রুপ বাংলাদেশের অন্যতম বৃহৎ কৃষিশিল্প প্রতিষ্ঠান যা পােন্দ্রি, হ্যাচারী, ফিডমিল, আইসক্রীম, হিমায়িত খাদ্য, তথ্য প্রযুক্তি ও মিডিয়া খাতে সফলতা এবং সুনামের সাথে ব্যবসা পরিচালনা করছে। প্রবৃদ্ধি বজায় রাখার নিমিত্তে নিম্নলিখিত পদসমূহের জন্যে আবেদনপত্র আহ্বান জানিয়ে কাজী ফার্মস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।
কাজী ফার্মস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
১। ইঞ্জিন ম্যাকানিক (হেভী/লাইট ভেহিকাল)
২। ইঞ্জিন ম্যাকানিক (পে লােডার/বেকহাে-লােডার ট্রাক্টর)
৩। অটো ইলেকট্রিশিয়ান (শুধু মাত্র গড়ির ইলেকট্রিক সিস্টেম)
৪। এসি ইলেকট্রিশিয়ান (শুধুমাত্র গড়ির এসি ইলেকট্রিক সিস্টেম)
৫। পেইন্টার (হেভী/লাইট ভেহিকাল)
৬। হাইড্রলিক মেকানিক
৭। ডেন্টিং মেকানিক
৮। বডি /পাতি /লিফ-স্ত্রীং মেকানিক
শিক্ষাগত যােগ্যতা: ন্যনতম ৮ম শ্রেণী পাশ।
অভিজ্ঞতা: ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স : ১৮-৩৫ বছর।
কর্মস্থল: ঢাকা, সিরাজগঞ্জ, পঞ্চগড়।
বেতন : আলােচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধাদি : কোম্পানীর নিয়ম মােতাবেক প্রদান করা হবে।
Kazi Farms Job Circular 2022
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীগণকে পূর্নাঙ্গ জীবন বৃত্তান্তের সাথে সকল শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতা, চারিত্রিক ও নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের (বাধ্যতামূলক) সত্যায়িত ফটোকপি ও সদ্য তােলা দুই কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি সহ আগামী ২৮/০২/২০২২ ইং তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে আহ্বান করা যাচ্ছে। স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রীধারীদের আবেদন করার প্রয়ােজন নেই।
ডাকযােগে প্রেরিত আবেদনের ক্ষেত্রে খামের উপর পদের নাম এবং ই-মেইল এ আবেদনের ক্ষেত্রে সাবজেক্ট লাইন এ পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা: কাজী ফার্মস্ লিমিটেড, ট্রান্সপাের্ট ওয়ার্কশফ, আশুলিয়া, সরকার মার্কেট (নারী ও শিশু হাসপাতালের পাশে) বেরন, সাভার, ঢাকা। ই-মেইল: jobs.transport@kazifarms.com