Most Read Jobs Site in Bangladesh

এসএসসি পরীক্ষা শুরু ১৯ জুন, এবারও হবে সংক্ষিপ্ত সিলেবাসে

করােনা পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত বন্ধ । মহামারী কাটিয়ে এবার থাকবে দেশের সব কোচিং। পূর্ণোদ্যমে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেন্টার। দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা।

“পদ্মা সেতুর উদ্বোধনের জন্য রুটিনে পরিবর্তন তিন সপ্তাহ বন্ধ থাকবে কোচিং সেন্টার”

আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত । মহামারী কাটিয়ে উঠলেও চলতি বছরের এসএসসি পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসেই।

গত বছরের চেয়ে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন পরীক্ষার্থী কমে এ বছর পরীক্ষায় বসছে মােট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী।

জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে এসব তথ্য জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। তিনি জানান, ২০২২ সালের সংক্ষিপ্ত সিলেবাসে এ পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সময় তিন ঘণ্টার বদলে দুই ঘণ্টা (বহু নির্বাচনী ২০ মিনিট ও নির্বাচনী ১ ঘণ্টা ৪০ মিনিট) করা হয়েছে। রীক্ষা শেষে ৬০ দিনের মধ্যে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

এ সময় শিক্ষামন্ত্রী জানান, এ বছর সাধারণ নয়টি বাের্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর মধ্যে ঢাকা বাের্ডের আওতায় মােট পরীক্ষার্থী ৩ লাখ ৯৪ হাজার ৯৯৮ জন।

এছাড়া রাজশাহী বাের্ডে ১ লাখ ৯৬ হাজার ৬০০ জন, কুমিল্লায় ১ লাখ ৮৮ হাজার ৭১৪ জন, যশােরে ১ লাখ ৭০ হাজার ৩৭৭ জন, চট্টগ্রামে ১ লাখ ৪৯ হাজার ৭১০ জন, বরিশালে ৯৫ হাজার ৯৭৬ জন, সিলেটে ১ লাখ ১৬ হাজার ৪২৭ জন, দিনাজপুরে ১ লাখ ৭৩ হাজার ৯৬১ জন এবং ময়মনসিংহ বাের্ডে ১ লাখ ১২ হাজার ৯৪৮ জন পরীক্ষার্থী রয়েছে।

অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বাের্ডের অধীনে ৯ হাজার ৯৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। মােট ৭১৫টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন। আর কারিগরি শিক্ষা বাের্ডের অধীনে মােট ২ হাজার ৮১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী দেশের ৮২৮টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে।

See also  আনোয়ার গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Anwar Group of Industries Job Circular 2023

দীপু মনি জানান, ২০২১ সালের তুলনায় চলতি বছর মােট পরীক্ষার্থী কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন। তবে গত বছরের চেয়ে এবার মােট ৫৫৬টি প্রতিষ্ঠান বেড়েছে। এছাড়া মােট পরীক্ষা কেন্দ্র বেড়েছে। ১১১টি এদিকে, দেশের বাইরের ৮টি স্থানে ৩৬৭ জন পরীক্ষার্থীর জন্য এ পরীক্ষার আয়ােজন করা হবে। এর মধ্যে সৌদি আরবের জেদ্দায় ৭০ ও রিয়াদে ৪৮ জন, কাতারের রাজধানী দোহায় ৬৮ জন, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ৫৯ ও দুবাইতে ৩১ জন, বাহরাইনে ৫৩ জন, ওমানে ৩৪ এবং লিবিয়ার। রাজধানী ত্রিপলীতে ৪ জন পরীক্ষার্থী রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও জানান, কেন্দ্রে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে প্রবেশ করতে হবে। যদি কেউ এরপর প্রবেশ করতে চায়, তবে গেটে রেজিস্ট্রার খাতায় দেরির কারণ উল্লেখ করে ভেতরে যেতে হবে। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য অতিরিক্ত মােট ২০ মিনিট বাড়তি সময় দেয়া হবে। এ সময় কোচিং সেন্টার বন্ধের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টারগুলােকে নজরদারির আওতায় আনা হবে।

এমনিতেপরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধ থাকে। তবে যারা গােপনে খােলা রাখেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে। কোচিং সেন্টার স্থায়ীভাবে বন্ধের উদ্যোগ আছে। কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং শিক্ষার্থীদের জন্য ক্ষতিকর তা আমরা বলছি না। সব শিক্ষার্থীর মেধা এক থাকে না। অনেক শিক্ষার্থীর ক্লাসের বাইরে সহযােগিতা প্রয়ােজন। শ্রেণীকক্ষে যাদের সব চাহিদা মেটানাে সম্ভব হয় না তাদের জন্য কোচিং প্রয়ােজন রয়েছে।

তিনি বলেন, কোন কোন শিক্ষক শ্রেণীকক্ষে মনােযােগ না দিয়ে কোচিং নিয়ে ব্যস্ত থাকেন। কোচিং না করলে নম্বর কমিয়ে দেন তাও অনৈতিক। তবে কোচিংয়ের ধরন পাল্টানাে হবে। কোন শিক্ষক যদি শ্রেণীকক্ষের বাইরে ভাল শেখান তা। কি বন্ধ করা সম্ভব? তবে কোন | শিক্ষক যাতে শিক্ষার্থীদের কোচিংয়ে বাধ্য না করেন সেই পদক্ষেপ নেয়া হবে। নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রম এ্যাপভিত্তিক। শিক্ষার্থীদের প্রতিদিন মূল্যায়ন নম্বর দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের প্ল্যান রয়েছে। তা বাস্তবায়ন হলে তারা এতে অভ্যস্থ হয়ে যাবেন।