এলজিইডি নিয়োগ বিজ্ঞপ্তি 2023 : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর রাজস্ব খাতে নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদনে আহ্বান জানিয়ে এলজিইডি নিয়োগ বিজ্ঞপ্তি 2023 প্রকাশ করেছে । স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর -এর অন্য আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি এই লিংকে পাওয়া যাবে ।
এলজিইডি নিয়োগ বিজ্ঞপ্তি 2023
প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, পদের নাম ও বেতন স্কেল বয়সসহ প্রয়োজনীয় তথ্য জানতে LGED Job Circular 2023 PDF Download করুন ।
[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”LGED Job Circular 2023 PDF Download” attachment_id=”29775″ /]
Local Government Engineering Department (LGED)
বয়সসীমা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের স্থায়ী অধিবাসী হতে হবে এবং ২৫-০৩-২০২০ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/প্রতিবন্ধীর ক্ষেত্রে ২৫-০৩-২০২০ তারিখে বয়সের উর্ধ্বসীমা ৩২(বত্রিশ) বছর। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যাদের ক্ষেত্রে ২৫-০৩-২০২০ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীগণ http://lged.teletalk.com.bd এর ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। LGED Job Circular 2023 PDF এই https://lged.gov.bd/sites/ লিংকে পাওয়া যাবে ।
আবেদনের সময়সীমা : শুরুর তারিখ ও সময়: ০৪-০১-২০২৩ সকাল ৯:০০ টা। শেষ তারিখ ও সময়: ৩১-০১-২০২৩ রাত: ১২:০০ টা।