The news is by your side.

এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – MSS NGO Job Circular 2023

এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : মানবিক সাহায্য সংস্থা (এমএসএস) জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত একটি স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা যা ১৯৭৪ সাল থেকে প্রান্তিক মানুষের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে সংস্থার ১৫৭টি শাখার মাধ্যমে ক্ষুদ্রঋণ এবং মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ কার্যক্রম চলমান রয়েছে। বিভিন্ন জেলায় সংস্থার ঋণ কর্মসূচি সম্প্রসারণের লক্ষ্যে জরুরী ভিত্তিতে নিম্নোক্ত পদে দক্ষ, সৎ, উদ্যমী এবং কর্মঠ প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান জানিয়ে এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে ।

এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পদের নাম: এরিয়া ম্যানেজার (ক্ষুদ্রঋণ)
পদের সংখ্যা: ১০ জন –
আবেদন যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতকোত্তর/সমমান পাশ। MRA সনদ প্রাপ্ত ক্ষুদ্রঋণ | প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে নূন্যতম ১ বছরের অভিজ্ঞতা অথবা ব্রাঞ্চ ম্যানেজার পদে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতাসহ মাঠ পর্যায়ে নূন্যতম ৮ বছর কাজের অভিজ্ঞতা এবং কমপক্ষে ৪টি ক্ষুদ্রঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪২ বৎসর।
বেতন: স্থায়ীকরণের পর মাসিক ৩৮,০০০ – ৪২,০০০ টাকা।

পদের নাম: ব্রাঞ্চ ম্যানেজার (ক্ষুদ্রঋণ)
পদের সংখ্যা: ৫০ জন
আবেদন যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ। MRA সনদ প্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে স্ব-পদে নূন্যতম ১ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৫ বছর অথবা সহকারী শাখা ব্যবস্থাপক পদে শাখা পরিচালনায় নূন্যতম ০৩ বছর অভিজ্ঞতাসহ কমপক্ষে ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বৎসর।
বেতন: স্থায়ীকরণের পর মাসিক ৩৩,০০০ – ৩৬,০০০ টাকা।

পদের নাম: কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (সিডিও)
পদের সংখ্যা: ২০০ জন
আবেদন যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক / স্নাতকোত্তর/সমমান পাশ। MRA সনদ প্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠকর্মী পদে নূন্যতম ০২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বৎসর।
বেতন: স্থায়ীকরণের পর মাসিক ২১,৪০০ – ২৫,০০০ টাকা।

See also  বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজে শিক্ষক পদে চাকরির সুযোগ

এমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি 2023

পদের নাম: শাখা হিসাবরক্ষক
পদের সংখ্যা: ৫০ জন
আবেদন যোগ্যতা: বানিজ্য বিভাগে স্নাতক/স্নাতকোত্তর/সমমান পাশ।
বয়স: সর্বোচ্চ ৩২ বৎসর।
বেতন: শিক্ষানবিশকালে প্রথম তিন মাস ১৪,০০০ – ১৫,০০০ টাকা, পরবর্তী তিন মাস ১৫,০০০ – ১৬,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ১৯,৫০০ – ২০,৬০০ টাকা।

১, ২ ও ৩নং পদের জন্য অধিকতর দক্ষ, অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা শিথিলযোগ্য এবং বেতন আলোচনা সাপেক্ষে)

এমএসএস নিয়োগ অন্যান্য শর্তাবলী

  • সকল পদে শিক্ষানবিশকাল ০৬ মাস, তবে কর্মক্ষেত্রে দক্ষতার ভিত্তিতে শিক্ষানবিশকাল হ্রাস/বৃদ্ধি করা হতে পারে ।
  • সকল পদের প্রার্থীকে সংস্থার যে কোন কর্মএলাকায় কাজ করতে আগ্রহী হতে হবে ।
  •  ১-৩নং পদের প্রার্থীদের শিক্ষানবিশকালে মাসিক বেতন প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারণ করা হবে ।
  • ১-২নং পদের প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ মোটর সাইকেল চালানো বাধ্যতামূলক এবং ৩নং পদের প্রার্থীদের বাই-সাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে ।
  • ০৩নং পদ ব্যতিত সকল পদের প্রার্থীর কম্পিউটারে ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যিক
  • যোগদানের সময় ০১নং পদ ব্যতিত সকল পদের প্রার্থীর জন্য মা/বাবা/আপন ভাই/বোন/নিকটতম আত্মীয়কে ০২ জন জামিনদার হিসাবে নিশ্চয়তা প্রদান করতে হবে ।
  • চাকুরীতে যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ২নং পদের প্রার্থীকে ১৫,০০০/- এবং ৩ ও ৪নং পদের প্রার্থীকে ১০,০০০/- টাকা জামানত হিসাবে প্রদান করতে হবে যা সংস্থা ত্যাগকালে সংস্থার প্রচলিত নিয়মানুযায়ী লভ্যাংশসহ ফেরৎ প্রদান করা হবে
  • ফোন ভাতা, মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভূক্ত নয়।

মানবিক সাহায্য সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

অন্যান্য সুবিধাদি: উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটর সাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা, মোবাইল ফোন ভাতা, চিকিৎসা অনুদান, মৃত্যু / দুর্ঘটনাজনিত (বীমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাই-সাইকেল/মোটর সাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।

See also  BRAC NGO Job Circular 2022 | careers.brac.net to apply online

MSS NGO Job Circular 2023

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ্য করে ২২/০১/২০২৩ইং তারিখের মধ্যে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্তসহ সকল প্রাতিষ্ঠানিক শিক্ষার সনদপত্র ও জাতীয় পরিচয় পত্রের/ জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, বর্তমান/সর্বশেষ কর্মরত প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গীন ছবিসহ “নির্বাহী পরিচালক, মানবিক সাহায্য সংস্থা (এমএসএস), সেল সেন্টার (৪র্থ তলা), ২৯,পশ্চিম পান্থপথ, ঢাকা-১২০৫” বরাবর আবেদন করতে হবে যা সরাসরি হাতে হাতে/ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে।

আবেদনের সময়সীমা : ২২/০১/২০২৩ তারিখ ।

Chakrir Khobor 2023 :বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানিতে চাকরি, আবেদন ফি ১,০০০/-