The news is by your side.

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা NSI নিয়োগ প্রকাশ,পদসংখ্যা ২৮৯ টি

National Security Intelligence Job Circular 2023

এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার : জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশিত হয়েছে ! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনস্থ একটি অধিদপ্তরে কিছু সংখ্যক শূন্যপদ পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী । নাগরিকপণের (পুরুষ ও মহিলা) নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। সরকার কর্তৃক অনুমোদিত অন্যান্য ভাতাসহ জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুযায়ী সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লিখিত বেতনস্কেলে নিয়োগের এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার লক্ষ্যে প্রকাশ করেছে ।

এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ প্রক্রিয়া এবং পদবী উভয়ই  জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই পরিবর্তণ করতে পারে।  আপনি যদি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -এর কোনো পদে নিজেকে যোগ্য মনে করে থাকেন, তবে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই  চাকরি বিবরণ/ নিয়োগ বিজ্ঞপ্তি মনযোগ সহকারে দেখে শেষসময়ের জন্য অপেক্ষা না করে আজই আবেদনের প্রস্তুতি নিন । এই আটিক্যালে এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য প্রধান করা হলো । প্রয়োজনীয় যোগ্যতার মানদণ্ড থাকা আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শেষ তারিখের আগে অনলাইন আবেদন জমা দিতে পারেন।

এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার অনুযায়ী আপনার পদটি খুজে পেতে দ্রুত এই NSI নিয়োগ বিজ্ঞপ্তি 2023 মনযোগ দিয়ে দেখুন! আপনার শিক্ষা যোগ্যতা NSI Jobs Circular 2023 -এর প্রয়োজনীয় তথ্যাদি আপনার একাডেমিক যোগ্যতার সাথে মিলে এমন পদ দ্রুত পরীক্ষক করুন ৷ এছাড়াও আপনি সহজেই সেরাজবস.কম ওয়েবসাইটে সরকারি/বেসরকারি চাকরির খবরসহ বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থার নিয়োগ সার্কুলার Chakrir Khobor Today লিংকে পাবেন ।

See also  গ্রীনল্যান্ড গ্রুপে চাকরি, বেতন ৩৩,০০০ টাকা (মাসিক)

পদের নাম, পদের সংখ্যা, আবেদন যোগ্যতাসহ বিস্তারিত এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখুন অথবা এই লিংকে ক্লিক করে NSI Jobs Circular 2023 PDF দেখুন ।

এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার

এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তির সংক্ষিপ্ত বিবরণ

প্রতিষ্ঠানের নাম জাতীয় গোয়েন্দা সংস্থা
পদের সংখ্যা ২৮৯ টি
আবেদনের শুরু তারিখ ৩০-০৪-২০২৩ খ্রি.
আবেদনের শেষ তারিখ ১৫-০৫-২০২৩ খ্রি.
আবেদনের পদ্ধতি http://cnp.teletalk.com.bd

NSI Jobs Circular 2023

বয়সসীমা :  ক্রমিক নং-০২ হতে ১৭ পর্যন্ত বর্ণিত পদসমূহের ক্ষেত্রে সাধারণ প্রার্থী, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার পুত্র-কন্যা, এতিম, মহিলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যের কোটার প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর। তবে, মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিধি-১ শাখার ২২ সেপ্টেম্বর, ২০২২ তারিখের পরিপত্র অনুযায়ী আবেদনকারীর বয়স ২৫/০৩/২০২০ তারিখে স্ব-স্ব পদের বিপরীতে উল্লিখিত সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ পাবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় । ক্রমিক নং-০১ এ উল্লিখিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩৫ বছর।

জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

পরীক্ষার ফি : ক্রমিক নং-১ হতে ৩ এ উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি টাকা ৬০০/- (ছয়শত), ক্রমিক নং-৪ এ বর্ণিত পদের জন্য ফি টাকা ৫০০/- (পাঁচশত), ক্রমিক নং-৫ এ উল্লিখিত পদের জন্য ফি টাকা ৩০০/-(তিনশত), ক্রমিক নং-৬ হতে ১৩ এ বর্ণিত পদের জন্য ফি টাকা ২০০/- (দুইশত) এবং ক্রমিক নং- ১৪ হতে ১৭ এ উল্লিখিত পদের জন্য কি টাকা ১০০/-(একশত)।

পরীক্ষার ফি প্রদান পদ্ধতি: Online এ আবেদন ফরম যথাযথভাবে পূরণপূর্বক নির্দেশমতে ছবি এবং Signature Upload করে প্রার্থী কর্তৃক আবেদনপত্র Submission সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে প্রার্থী একটি User ID সহ ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Applicant’s Copy পাবেন।

See also  প্রকল্প পরিচালকের কার্যালয়ে নিয়োগ ২০২২ | Government Job Circular 2022

এনএসআই নিয়োগ 2023 সার্কুলার

উক্ত Applicant’s Copy প্রার্থীকে প্রিন্ট অথবা Download করে সংরক্ষণ করতে হবে। Applicant’s Copy-তে একটি User ID নম্বর দেয়া থাকবে এবং এই User ID নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk প্রি পেইড মোবাইল নম্বরের মাধ্যমে SMS করে নির্ধারিত পরীক্ষার ফি জমা দিবেন।

অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় । (উল্লেখ্য যে, প্রার্থীদেরকে আবেদনপত্র দাখিলের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে ফি জমাদান সম্পন্ন করতে হবে ।

জাতীয় গোয়েন্দা সংস্থা নিয়োগ 2023

আবেদন পদ্ধতি : অনলাইনে আবেদন ফরম পূরণ: প্রার্থীকে টেলিটকের ওয়েবসাইট http://enp.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদন ফরম পূরণ করে Online Registration কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে হবে। এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার সংক্রান্ত অনলাইনে আবেদন ফরম পূরণ ও অন্যান্য সাধারণ নির্দেশনাবলী উক্ত ঠিকানায় (Link) পাওয়া যাবে।

আবেদন করার আগে পড়ুন

সেরাজবস.কম নিয়োগ প্রক্রিয়ায় কোনও ফি গ্রহণ করে না । অনুগ্রহ করে জেনে রাখুন যে, সেরা জবস শুধুমাত্র চাকরি ও কর্মসংস্থান সম্পর্কিত অনলাইন জবস পোর্টাল যা চাকরিপ্রত্যাশী ও নিয়োগকর্তা/প্রতিষ্ঠানের মাঝে যোগাযোগের মাধম্য হয়ে কাজ করে । চাকরিতে আবেদনের পর কোন প্রতিষ্ঠান/সংস্থার সাথে আর্থিক লেনদেন করে কেউ ক্ষতিগ্রস্থ হয় তার জন্য সেরাজবস.কম ভাবেই দায়ী নয়।

APPLY ONLINE

National Security Intelligence Job Circular 2023

অনলাইনে আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে চূড়ান্তভাবে আবেদনপত্র জমাদান করতে পরামর্শ দেয়া যাচ্ছে।  কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস / বৃদ্ধিসহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় ক্ষমতা সংরক্ষণ করেন ।

NSI Police Verification Form

আবেদন জমাদানের শেষ তারিখ ও সময় : (উক্ত সময়ের মধ্যে শুধুমাত্র USER ID প্রাপ্ত প্রার্থীগণই পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ ১৮/০৫/২০২৩ খ্রিঃ সন্ধ্যা ০৬:০০ টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন) শুরুর তারিখ : ৩০/০৪/২০২৩ দুপুর ১২:০০ ঘটিকা। শেষ তারিখ : ১৫/০৫/২০২৩ সন্ধ্যা ০৬:০০ ঘটিকা।

See also  ড্রাইভার পদে চাকরি দিবে এক্সট্রা স্পিড লিমিটেড

এনএসআই এর কাজ কি?

এনএসআই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে গোয়েন্দা তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া জাতীয় নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন এবং সীমান্ত এলাকার কৌশলগত নিরাপত্তা কার্যক্রম গ্রহণ করাও এই সংস্থার দায়িত্ব।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা কি?

ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সকে একটি গোপন জাতি রাষ্ট্রীয় কার্যকলাপ হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে যা বোঝার, প্রভাবিত করা বা প্রতিপক্ষের বিরুদ্ধে রক্ষা করার জন্য

National Security Intelligence Job Circular 2023, CNP job circular 2023, এনএসআই নিয়োগ ২০২৩ সার্কুলার, এনএসআই নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, NSI Jobs Circular 2023 PDF, nsi.gov.bd notice, nsi circular, nsi government, 

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী

এনএসআই নিয়োগ যোগ্যতা

NSI New Job Circular 2023

গোয়েন্দা পুলিশ নিয়োগ 2023

গোয়েন্দা সংস্থা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

আরও পড়ুনবাংলাদেশ স্থলবন্দরে ১৩ পদে ৬১ জনের চাকরি

Source দৈনিক জনকন্ঠ