The news is by your side.

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | UDDIPAN NGO Job Circular 2022

United Development Initiatives for Programmed Actions

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি কর্তৃক সনদ প্রাপ্ত (সনদ নং: ০০১২৩-০০৮৪৮-০০০০৩) বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা “উদ্দীপন” এ নিম্নলিখিত পদে জরুরী ভিত্তিতে নিয়ােগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান জানিয়ে উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

০১। সিনিয়র প্রােগ্রাম অফিসার (এসপিও) ও শাখা ব্যবস্থাপক
প্রোগ্রামের নাম: ক্ষুদ্র ঋন কর্মসূচী।
পদ সংখ্যা: ১০৫ জন
আবেদন যোগ্যতা: প্রার্থীকে যে কোন বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর পাশ এবং বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে। অভিজ্ঞতাঃ সুপ্রতিষ্ঠিত জাতীয়/আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠানে “সঞ্চয় ও ঋণ কার্যক্রমে” শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ১ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। অধিক অভিজ্ঞতা সম্পন্ন এবং চুক্তিভিত্তিক কর্মী হিসাবে কাজ করতে ইচ্ছুক প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিল করা হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, নিষ্ঠাবান, আন্তরিক, সময়ানুবর্তি এবং কঠোর পরিশ্রমী হতে হবে।
মাসিক বেতন: ২৬,৭৪০/-টাকা (লেভেলঃ ৬ষ্ঠ),
সুযোগ সুবিধা: প্রতি মাসে মােটর সাইকেল ভাতা ২,১০০/- টাকা, দায়িত্বভার ভাতা ৪৫০/- টাকা এবং মােবাইল বিল ৫০০/- টাকার সুবিধা রয়েছে।

উদ্দীপন এনজিও নিয়োগ ২০২২

০২। ফাষ্ট প্রােগ্রাম অফিসার (এফপিও) ও শাখা হিসাব রক্ষক
প্রোগ্রামের নাম: (অর্থ ও হিসাব)
পদের সংখ্যা: ৫০ জন
আবেদন যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম স্নাতক (বানিজ্য) পাশ এবং বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে । অভিজ্ঞতাঃ প্রার্থীকে অবশ্যই কম্পিউটারে এমএস ওয়ার্ড ও এক্সেলে কাজের দক্ষতা থাকতে হবে এবং দরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করার মানসিকতা থাকতে হবে।
মাসিক বেতন: ২৩,৩৭৯ টাকা (লেভেল – ৪র্থ)।

See also  পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে একাধিক পদে চাকরি

উদ্দীপন এনজিও নিয়োগ 2022

অন্যান্য সুযােগ-সুবিধা ও আনুসঙ্গিক বিষয়সমূহ: মাসিক বেতন এবং অন্যান্য ভাতা ব্যতীত সংস্থার মানব সম্পদ ব্যবস্থাপনা নীতিমালা ও কার্যপ্রক্রিয়া অনুযায়ী অন্যান্য ভাতা এবং সুযােগ সুবিধাদি যেমন – কন্ট্রিবিউটরী প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, উৎসব ভাতা (দুইটি), বৈশাখী ভাতা, কর্মী কল্যাণ তহবিল এবং দূরত্ব ভাতা (প্রযােজ্য ক্ষেত্রে) প্রাপ্য হবেন।

কর্মস্থল: উদ্দীপনের কর্ম এলাকা (বাংলাদেশের যে কোন জেলা/পৌরসভা/উপজেলা/ইউনিয়ন/গ্রাম)।
আবেদন ফি: আবেদনপত্রের সাথে “উদ্দীপন” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/পােষ্টাল অর্ডার/ডিডি (অফেরতযােগ্য) জমা দিতে হবে।

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদন পদ্ধতি: আবেদনকারীকে সদ্যতােলা ২ কপি পাসপাের্ট সাইজ ছবি, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র, অভিজ্ঞতার সনদ এবং জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত অনুলিপি এবং ২ জন পরিচয়দানকারী ব্যক্তির নাম, যােগাযােগের ঠিকানা এবং মােবাইল নম্বর উল্লেখসহ আগামী ১৬ মে ২০২২ ইং তারিখের মধ্যে সৈয়দ মনির হােসেন, উপ-পরিচালক ও প্রধান, মানব সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিভাগ, উদ্দীপন প্রধান কার্যালয়, বাড়ী নং -০৯, রােড নং -০১, ব্লক- এফ, জনতা কো-অপারেটিভ হাউজিং সােসাইটি লিঃ,রিং রােড, আদাবর, ঢাকা – ১২০৭ বরাবর আবেদন করতে হবে ।

উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের আগে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত অফিসিয়াল নিয়োগ চিত্রটি দেখুন।

UDDIPAN NGO Job Circular 2022

UDDIPAN NGO Job Circular 2022 application form

উদ্দীপন | এনজিও – UDDIPAN: ৩৭ বছর ধরে সুবিধাবঞ্চিতদের সেবা প্রদান করছে। বর্তমানে এনজিওর সর্বশ্রেষ্ঠ অনুশীলন বা চর্চা, সরকারি সেবার উৎকর্ষতা এবং কর্পোরেট নিয়ন্ত্রণকে সমন্বয় করে পরবর্তী প্রজন্মের উন্নয়ন সংস্থায় রূপান্তরিত হচ্ছে। প্রাথমিকভাবে নারী সদস্যদের এবং তার মাধ্যমে পরিবারের বাকি সদস্যদের সক্ষম করার জন্য আর্থিক কর্মসূচি ভিত্তিক সুবিধা প্রদান এবং অর্জিত উদ্বৃত্ত সামাজিক উন্নয়ন কর্মসূচিতে পুনঃবিনিয়োগের মাধ্যমে সমাজ ও মানুষের স্থায়ী উন্নয়নে কাজ করছে। কর্পোরেট নিয়ন্ত্রণের মাধ্যমে এবং নিজস্ব অর্থায়নে স্বাবলম্বী হয়ে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোকে উন্নয়ন সংস্থার প্রতি আকৃষ্ট করছে এবং দেশ ও বিদেশে সেবার নেটওয়ার্ক বৃদ্ধি করার জন্য কাজ করছে। গ্রাহকের সংখ্যা বাড়ানো ও তাদের সদস্যপদে আনার ক্ষেত্রে কাজ করছে। এপ্রিল, ২০২২ সালে ৬৪ টি জেলায় উদ্দীপনের ৮১৬ টি শাখা সম্প্রসারিত হয়েছে।বাংলাদেশের সাথে সাথে মাইক্রো ক্রেডিট, এন্টারপ্রাইজের বিকাশ, প্রশিক্ষিত এবং দক্ষ মানব সম্পদ আদান প্রদানের মাধ্যমে আফ্রিকার জনগণের জন্য টেকসই আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ চলছে।

See also  বার্ষিক কোয়ালিফাইং পরীক্ষার রুটিন ২০২১

এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | NGO Job Circular 2022 | সেরা জবস