The news is by your side.

আকিজ হেলথ কেয়ার এন্ড হাইজিন নেবে, সেলস অফিসার

Apply by looking at the Akij Group Job Circular 2022

আকিজ হেলথ কেয়ার এন্ড হাইজিন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : আকিজ হেলথকেয়ার এণ্ড হাইজিন লিঃ এর বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্তাবলী পূরণ সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার (এস ও) পদে নিয়ােগ করা হবে।

আকিজ হেলথ কেয়ার এন্ড হাইজিন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

দায়িত্ব ও কর্তব্য: রুট প্ল্যান অনুযায়ী কাজ করা। দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেয়া। মাসিক সেলস রিপাের্ট তৈরি করা। মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা।

পদের নাম: সেলস অফিসার (এস ও)
শিক্ষাগত যােগ্যতা: নূন্যতম উচ্চ মাধ্যমিক/স্নাতক পাশ।
অভিজ্ঞতা: ১-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর (২৯/০৭/২০২২) পর্যন্ত।

টয়লেট্রিজ, হেলথকেয়ার, হাইজিন, পণ্য যেমন- হ্যাণ্ড স্যানিটাইজার, ডিজইনফেক্টেড স্প্রে, এয়ার ফ্রেশনার, সাবান, ডিশ ক্লিনার, টয়লেট ক্লিনার, ডিটেরজেন্ট পাউডার ইত্যাদি পণ্যে অভিজ্ঞদের অগ্রাধিকার প্রদান করা হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনাে স্থানে
বেতন: আলােচনা সাপেক্ষে।

আকিজ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

লক্ষ্য করুন: প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ নেয়া হবে। ইন্টারভিউতে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা নেয়া হবে এবং উভয়ক্ষেত্রে পাসকৃত প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুযায়ী বাংলাদেশের যেকোনাে স্থানে পােস্টিং দেয়া হবে (এসময় কোনাে প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না)। আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, প্রাতিষ্ঠানিক শিক্ষা সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সম্প্রতি তােলা ২ কপি পাসপাের্ট সাইজ রঙিন ছবিসহ উপস্থিত হওয়ার জন্য অনুরােধ করা যাচ্ছে।

স্থান: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ সিলিমপুর তিন মাথা বিশ্বরােড, বগুড়া।
তারিখ ও সময়: ২২/০৭/২০২২ (৯টা-১২টা)

স্থান: আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিঃ ১৩/১/ক, পান্থপথ, ঢাকা।
তারিখ ও সময়: ২৯/০৭/২০২২(১০টা-২টা)

Akij Group Job Circular 2022

সতর্কীকরণ: নিয়ােগ প্রক্রিয়ায় কোন প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়-দায়িত্ব বহন করবে না।

See also  আকর্ষণীয় বেতনে সোনারগাঁও হোটেলে চাকরির সুযোগ

চাকরির খবর ২০২২, Govt Job Circular 2022, চাকরির খবর ২০২২, Chakrir Khobor 2022, সরকারি চাকরির খবর ২০২২, সরকারি চাকরির খবর ২০২২, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Govt Job 2022, সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ পেতে এই লিংকে প্রবেশ করুন

Source দৈনিক বাংলাদেশ প্রতিদিন