The news is by your side.

সমন্বিত ৫ টি ব্যাংক-এ ‘অফিসার(ক্যাশ)’ পদে MCQ Test গ্রহণের সূচি প্রকাশ

বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়

২০১৯ সাল ভিত্তিক ৫টি ব্যাংকে ‘অফিসার (ক্যাশ)‘ এর ১৪৩৯টি শূন্য পদে (Job ID : 10117) সমন্বিতভাবে নিয়ােগের উদ্দেশ্যে প্রার্থীদের ০৪/০২/২০২২ তারিখের স্থগিতকৃত MCQ Test গ্রহণের নতুন সময়সূচি ও পরীক্ষা কেন্দ্রের তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।

৫ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে ১৪৩৯ কর্মী নিয়োগ MCQ Test, অফিসার (ক্যাশ)

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৬ জানুয়ারি ২০২২ তারিখের বিজ্ঞপ্তি নং-১৫/২০২২ এর মাধ্যমে স্থগিতকৃত ০৪ ফেব্রুয়ারি ২০২২ তারিখের ২০১৯ সাল ভিত্তিক ৫টি ব্যাংকে (সােনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড) অফিসার (ক্যাশ)’ এর ১৪৩৯টি শূন্য পদে সমন্বিতভাবে নিয়ােগের লক্ষ্যে ইতােমধ্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট হতে প্রবেশপত্র ডাউনলােডকারী প্রার্থীদের ১ ঘন্টাব্যাপী ১০০ নম্বরের MCQ Test আগামী ২৫ মার্চ ২০২২ তারিখ, রােজ শুক্রবার, সকাল ১০:০০ টা হতে ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রের তালিকা ও রােল নম্বর বাংলাদেশ ব্যাংকের https://erecruitment.bb.org.bd/ ওয়েবসাইটে আপলােড করা হয়েছে। প্রার্থীদের উক্ত ওয়েবসাইটে প্রদত্ত তালিকার রােল নম্বর অনুযায়ী নিজ নিজ কেন্দ্রে উপস্থিত থাকার অনুরােধ করা হয়েছে ।

ব্যাংক জব সার্কুলার ২০২২ | Bank Job Circular 2022 – সেরা জবস

See also  স্কুলে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : লটারিতে ভর্তি আবেদন