টিএমএসএস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ | TMSS Job opportunity – TMSS
TMSSJob opportunity - TMSS
টিএমএসএস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ : টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থা আইসিটি ডােমেইন কর্তৃক পরিচালিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট, বগুড়া ও ওয়াজেদা কুদ্স ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট, মাদারীপুর-এ নিম্ন বর্ণিত পদে জনবল নিয়ােগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান টিএমএসএস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ জানিয়ে প্রকাশ করেছে ।
টিএমএসএস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২
১। জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট FND, সুজাবাদ, দহপাড়া, বনানী, বগুড়া।
পদের নাম: অধ্যক্ষ
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং/MPH। নার্সিং ইন্সটিটিউটে ০৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে সরকারী নার্সিং ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে ।
কর্মস্থল: সুজাবাদ, দহপাড়া, বনানী, বগুড়া।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।
২। ওয়াজেদা কুদ্স ফাউন্ডেশ নার্সিং ইন্সটিটিউট (WKFNI), পাঁচখােলা, মাদারীপুর ।
পদের নাম: অধ্যক্ষ
পদের সংখ্যা: ০১ জন।
কর্মস্থল: পাঁচখােলা, মাদারীপুর।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিংMPH। নার্সিং ইন্সটিটিউটে ০৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে । তবে সরকারী নার্সিং
ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।
৩। পদের নাম: নার্সিং ইন্ট্রাক্টর
পদের নাম: ০৮ জন।
কর্মস্থল: পাঁচখােলা, মাদারীপুর।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং। নার্সিং ইন্সটিটিউটে ০১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে; তবে সরকারী নার্সিং ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।
টিএমএসএস চাকরির বিজ্ঞপ্তি 2022
টিএমএসএস নিয়ােগ সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা ও জীবন বীমাসহ অন্যান্য সুযােগ-সুবিধা প্রদান করা হবে। ৩। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার এর মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।
Latest Job Circular 2022 -tmss-bd.org
জামানত: ০১ ও ০২ নং ব্যতিত নির্বাচিত প্রার্থীদেরকে যােগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযােগ্য) প্রদান করতে হবে। যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে।
TMSS Job Circular 2022
যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, মােবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে ।
টিএমএসএস চাকরির খবর
আবেদনের ঠিকানা: আবেদনপত্র আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ০১ নং পদের প্রার্থীগণকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় এবং ০২-০৩নং পদের টিএমএসএস প্রার্থীগণকে মাদারীপুর জোন অফিস, পাঁচখােলা (মুক্তি সেনা স্কুলের পার্শ্বে মাদারীপুর) ঠিকানায় পৌঁছাতে হবে।
আবেদনের সময়সীমা: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ।
পরিচালক ফোন: ০৫১-৬৫৭১৯, ৭৮৫৬৯ Web: www.tmss-bd.org (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)।
tmss job circular 2022, tmss application form 2022, tmss job circular 2022 tmss-bd.org career, tmss job circular 2022, tmss job circular 2022 pdf download, tmss branch list tmss-bd.org job application form