The news is by your side.

টিএমএসএস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ | TMSS Job opportunity – TMSS

TMSSJob opportunity - TMSS

টিএমএসএস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ : টিএমএসএস জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা। অত্র সংস্থা আইসিটি ডােমেইন কর্তৃক পরিচালিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট, বগুড়া ও ওয়াজেদা কুদ্স ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট, মাদারীপুর-এ নিম্ন বর্ণিত পদে জনবল নিয়ােগের উদ্দেশ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে শর্তপূরণ সাপেক্ষে দরখাস্ত আহ্বান টিএমএসএস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২ জানিয়ে প্রকাশ করেছে ।

টিএমএসএস নিয়ােগ বিজ্ঞপ্তি ২০২২

১। জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইন্সটিটিউট FND, সুজাবাদ, দহপাড়া, বনানী, বগুড়া।
পদের নাম: অধ্যক্ষ
পদসংখ্যা: ০১ জন।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং/MPH। নার্সিং ইন্সটিটিউটে ০৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে সরকারী নার্সিং ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে ।
কর্মস্থল: সুজাবাদ, দহপাড়া, বনানী, বগুড়া।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।

২। ওয়াজেদা কুদ্স ফাউন্ডেশ নার্সিং ইন্সটিটিউট (WKFNI), পাঁচখােলা, মাদারীপুর ।
পদের নাম: অধ্যক্ষ
পদের সংখ্যা: ০১ জন।
কর্মস্থল: পাঁচখােলা, মাদারীপুর।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিংMPH। নার্সিং ইন্সটিটিউটে ০৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে । তবে সরকারী নার্সিং
ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।

৩। পদের নাম: নার্সিং ইন্ট্রাক্টর
পদের নাম: ০৮ জন।
কর্মস্থল: পাঁচখােলা, মাদারীপুর।
শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা: বিএসসি ইন নার্সিং। নার্সিং ইন্সটিটিউটে ০১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে; তবে সরকারী নার্সিং ইন্সটিটিউট হতে অবসরপ্রাপ্ত নার্সিং শিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ভাতা: আলােচনা সাপেক্ষে।

টিএমএসএস চাকরির বিজ্ঞপ্তি 2022

টিএমএসএস নিয়ােগ সংস্থার বিধি অনুসারে উৎসব ভাতা ও জীবন বীমাসহ অন্যান্য সুযােগ-সুবিধা প্রদান করা হবে। ৩। নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে SMS/মােবাইল ফোনের মাধ্যমে জানানাে হবে এবং নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যােগ্যতা, অভিজ্ঞতার এর মূল সনদপত্র সঙ্গে আনতে হবে।

See also  মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

Latest Job Circular 2022 -tmss-bd.org

জামানত: ০১ ও ০২ নং ব্যতিত নির্বাচিত প্রার্থীদেরকে যােগদানের সময় সংস্থা কর্তৃক নির্ধারিত পরিমাণ জামানত (লভ্যাংশসহ ফেরতযােগ্য) প্রদান করতে হবে। যারা টিএমএসএস-এর চাকরি হতে অব্যাহতি দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টিএমএসএস এর কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে।

TMSS Job Circular 2022

যেভাবে আবেদন: আগ্রহী প্রার্থীগণকে সদ্য তােলা ০৩ (তিন) কপি রঙিন পাসপাের্ট সাইজের সত্যায়িত ছবি, মােবাইল নম্বর, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সকল শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপিসহ আবেদন পরিচালক (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন) বরাবর করতে হবে ।

টিএমএসএস চাকরির খবর

আবেদনের ঠিকানা: আবেদনপত্র আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ০১ নং পদের প্রার্থীগণকে টিএমএসএস ফাউন্ডেশন অফিস, ঠেঙ্গামারা, রংপুর রােড, বগুড়া-৫৮০০ ঠিকানায় এবং ০২-০৩নং পদের টিএমএসএস প্রার্থীগণকে মাদারীপুর জোন অফিস, পাঁচখােলা (মুক্তি সেনা স্কুলের পার্শ্বে মাদারীপুর) ঠিকানায় পৌঁছাতে হবে।

আবেদনের সময়সীমা: ২৩ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখ ।
পরিচালক ফোন: ০৫১-৬৫৭১৯, ৭৮৫৬৯ Web: www.tmss-bd.org (এইচআর-এম এ্যান্ড এ্যাডমিন)।

tmss job circular 2022, tmss application form 2022, tmss job circular 2022 tmss-bd.org career, tmss job circular 2022, tmss job circular 2022 pdf download, tmss branch list tmss-bd.org job application form

চাকরির খবর ২০২২: প্রতিদিন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক করুন