The news is by your side.

শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজে একাধিক পদে চাকরির সুযোগ

Sharif Melamine Industries Limited Job Circular 2022

1

শরীফ মেলামাইন নিয়োগ ২০২২ : দেশের শীর্ষস্থানীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শরীফ মেলামাইন ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড- এর একটি অঙ্গ প্রতিষ্ঠান “শরীফ হাউজিং কোম্পানী লিমিটেড”-এর নিম্নোক্ত পদসমূহের প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ লােকবল নিয়ােগ দিবে । আগ্রহীদের আবেদন করতে হবে ডাক/কুরিয়ার সার্ভিস মাধ্যমে।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকেঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ সার্কুলার | ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি

শরীফ মেলামাইন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১। পদের নাম: সার্ভেয়ার
শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা-ইন-সার্ভে সার্টিফিকেটধারী । ডিজিটাল সার্ভে যথাঃ- টোটাল স্টেশন, লেভেল মেশিন, টফো গ্রাফিক সার্ভে, হ্যান্ডহেল্ড জিপিএস, ডিজিটাল ডিসপ্লে মেজারিং হুইল, প্লট লে-আউট, সেন্ড মেজারম্যান্ট, GIS, Auto CAD, 4D সম্পর্কে হাউজিং কোম্পানীতে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২। পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (এস্টেট)
শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক / সমমান, ভূমি ও রেজিষ্ট্রেশন আইন সম্পর্কে ধারনাসহ ভূমি ক্রয়, ভূমি নকশা, রেকর্ডও দলিল পত্র যাচাই বাচাইসহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অবসর প্রাপ্ত তহশীলদারগণকে অগ্রাধিকার দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকেআবুল খায়ের টোব্যাকোতে ‘মার্কেটিং অফিসার’ পদে চাকরি

৩। পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং)
শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা: মাস্টার্স / সমমান, রিয়েল এস্টেট কোম্পানীতে ল্যান্ড সেক্টরে উক্ত পদে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

৪। পদের নাম: এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং)
শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা: মাস্টার্স/ সমমান, রিয়েল এস্টেট কোম্পানীতে ল্যান্ড সেক্টরে উক্ত পদে ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

আবেদনের নিয়ম: উল্লেখিত যােগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের জীবন-বৃত্তান্ত ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখের মধ্যে কেবলমাত্র ডাক/কুরিয়ার সার্ভিসযােগে নিম্ন ঠিকানায় পৌছাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: হিউম্যান রিসাের্স ডিপার্টমেন্ট শরীফ হাউজিং কোম্পানী লিমিটেড (শরীফ মেলামাইন-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) ২৭/১ মিটফোর্ড রােড, শরীফ মার্কেট (৩য় তলা), ঢাকা-১১০০।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকেপ্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Jobs PRAN Group 2022

1 Comment
  1. […] শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজে একাধিক প… […]

Leave A Reply

Your email address will not be published.