শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজে একাধিক পদে চাকরির সুযোগ
Sharif Melamine Industries Limited Job Circular 2022
শরীফ মেলামাইন নিয়োগ ২০২২ : দেশের শীর্ষস্থানীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শরীফ মেলামাইন ইন্ডাষ্ট্রিজ (প্রাঃ) লিমিটেড- এর একটি অঙ্গ প্রতিষ্ঠান “শরীফ হাউজিং কোম্পানী লিমিটেড”-এর নিম্নোক্ত পদসমূহের প্রকৃত অভিজ্ঞতাসম্পন্ন ও দক্ষ লােকবল নিয়ােগ দিবে । আগ্রহীদের আবেদন করতে হবে ডাক/কুরিয়ার সার্ভিস মাধ্যমে।
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকে : ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২২ সার্কুলার | ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি
শরীফ মেলামাইন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। পদের নাম: সার্ভেয়ার
শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা: ডিপ্লোমা-ইন-সার্ভে সার্টিফিকেটধারী । ডিজিটাল সার্ভে যথাঃ- টোটাল স্টেশন, লেভেল মেশিন, টফো গ্রাফিক সার্ভে, হ্যান্ডহেল্ড জিপিএস, ডিজিটাল ডিসপ্লে মেজারিং হুইল, প্লট লে-আউট, সেন্ড মেজারম্যান্ট, GIS, Auto CAD, 4D সম্পর্কে হাউজিং কোম্পানীতে কমপক্ষে ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
২। পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (এস্টেট)
শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম স্নাতক / সমমান, ভূমি ও রেজিষ্ট্রেশন আইন সম্পর্কে ধারনাসহ ভূমি ক্রয়, ভূমি নকশা, রেকর্ডও দলিল পত্র যাচাই বাচাইসহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। অবসর প্রাপ্ত তহশীলদারগণকে অগ্রাধিকার দেওয়া হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকে : আবুল খায়ের টোব্যাকোতে ‘মার্কেটিং অফিসার’ পদে চাকরি
৩। পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং)
শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা: মাস্টার্স / সমমান, রিয়েল এস্টেট কোম্পানীতে ল্যান্ড সেক্টরে উক্ত পদে ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৪। পদের নাম: এক্সিকিউটিভ (সেলস্ এন্ড মার্কেটিং)
শিক্ষা যোগ্যতা ও অভিজ্ঞতা: মাস্টার্স/ সমমান, রিয়েল এস্টেট কোম্পানীতে ল্যান্ড সেক্টরে উক্ত পদে ন্যূনতম ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
আবেদনের নিয়ম: উল্লেখিত যােগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের জীবন-বৃত্তান্ত ও সংশ্লিষ্ট কাগজপত্রসহ স্বহস্তে লিখিত আবেদনপত্র আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখের মধ্যে কেবলমাত্র ডাক/কুরিয়ার সার্ভিসযােগে নিম্ন ঠিকানায় পৌছাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: হিউম্যান রিসাের্স ডিপার্টমেন্ট শরীফ হাউজিং কোম্পানী লিমিটেড (শরীফ মেলামাইন-এর একটি অঙ্গ প্রতিষ্ঠান) ২৭/১ মিটফোর্ড রােড, শরীফ মার্কেট (৩য় তলা), ঢাকা-১১০০।
নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকে : প্রাণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Jobs PRAN Group 2022
[…] শরীফ মেলামাইন ইন্ডাস্ট্রিজে একাধিক প… […]