The news is by your side.

সরকারি খরচে শীপবিল্ডিং কোর্সে ফ্রি প্রশিক্ষণ ও চাকরি

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ | Skills for Employment Investment Program – SEIP

0 105

অর্থ মন্ত্রণালয়ের সেইপ প্রশিক্ষণ কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২ : (SEIP প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2022) বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্পখাত হিসেবে ঘােষিত শীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজসহ দেশের সকল শিল্পের দক্ষ জনশক্তি চাহিদা পূরণের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযােগিতায় “স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (SEIP) শিরােনামে শতভাগ কর্মসংস্থানমুখী দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

SEIP প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2022

এই প্রকল্পের আওতায় “এসােসিয়েশন অফ এক্সপাের্ট অরিয়েন্টেড শীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ (AEOSIB) এর সার্বিক তত্ত্বাবধানে নিম্নলিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান। শীপইয়ার্ড সমূহে বিভিন্ন কোর্সে ভর্তির দরখাস্ত আহ্বান জানিয়ে SEIP প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করেছে ।

অর্থ মন্ত্রণালয়ের সেইপ প্রশিক্ষণ কোর্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২২

প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান, কোর্স সমূহের নাম, ভর্তির যােগ্যতাসহ বিস্তারিত জানতে অর্থ মন্ত্রণালয়ের সহযােগিতায় “স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম -এর  (SEIP) SEIP প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2022 দেখুন ।

সরকারি খরচে প্রশিক্ষণ কোর্স ২০২২

SEIP প্রশিক্ষণ বিজ্ঞপ্তি 2022 - www.sherajobs.com

সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ কোর্স ২০২২

SEIP প্রকল্পের অধীনে বিনামূল্যে প্রশিক্ষণের বৈশিষ্ট্য ও সুবিধা সমূহ

  • নারী, ক্ষুদ্র নৃ-গােষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার প্রদান করা হবে।
  • প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা প্রদান (সর্বোচ্চ ১০,৮০০ টাকা)
  • ভর্তি ইচ্ছুক আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮-৪৫ বছরের মধ্যে হতে হবে। (২০ বছর বা তদুর্ধ্ব হলে জাতীয় পরিচয়পত্র আবশ্যক)।
  • প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের জাতীয় আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান ও চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা হবে।

SEIP প্রশিক্ষণ বিজ্ঞপ্তি ২০২২- seip-fd.gov.bd

আবেদনের নিয়মঃ আগ্রহী ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি যােগাযােগ করে আবেদন করার অনুরােধ করা হলাে। ভর্তির জন্য প্রয়ােজনীয় ডকুমেন্টস ০৪ কপি পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র (২০ বছর বা তার উর্দ্ধে আবশ্যক) অথবা জন্মনিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, স্থায়ী ঠিকানার পৌরসভা, কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ হতে পারিবারিক বার্ষিক আয়ের সনদপত্র।

আজকের চাকরির খবর 2022জামালপুর জেলার স্থায়ী বাসিন্দাদের সরকারি চাকরির সুযোগ

Source বাংলাদেশ প্রতিদিন

Leave A Reply

Your email address will not be published.

x