The news is by your side.

চীনে বিনা মূল্যে পড়ার জন্য বৃত্তি – Scholarships in China 2023-2024

Scholarships in China 2023-2024 : চীনা সরকার চীনা সরকারী বৃত্তির অধীনে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি, জেনারেল/সিনিয়র স্কলার প্রোগ্রামের জন্য আবেদন আমন্ত্রণ জানায়। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। আপনি এই বৃত্তির জন্য ১৭ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। Scholarships in China 2023-2024 বৃত্তি সম্পর্কে বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Scholarships in China 2023-2024

আগ্রহী প্রার্থীদের অনলাইনে Scholarships in China 2023-2024 আবেদন করতে হবে। তবে অনলাইন আবেদনের পাশাপাশি সব কাগজপত্র বাংলাদেশ সচিবালয়ে জমা দিতে হবে। স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল – শিক্ষার্থীরা তিনটি প্রোগ্রামের জন্য আবেদন করতে পারে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাধিক আবেদন জমা দিলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

চীন সরকারী বৃত্তির সুযোগ সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি
  • আবাসন–সুবিধা মিলবে
  • বৃত্তি হিসেবে স্নাতকে প্রতি মাসে বাংলাদেশি টাকায় প্রায় ৩৭ হাজার, স্নাতকোত্তরে প্রায় ৪৪ হাজার এবং পিএইচডিতে প্রায় ৫২ হাজার টাকা পাবেন শিক্ষার্থীরা।
  • চিকিৎসা বিমার সুবিধাও পাবেন।

আবেদন যোগ্যতা

  • বয়স সর্বোচ্চ ২৫ বছর হলেই স্নাতকে বৃত্তির জন্য আবেদন করা যাবে।
  • বয়স সর্বোচ্চ ৩৫ বছর হলেই স্নাতকোত্তরে বৃত্তির জন্য আবেদন করা যাবে।
  • বয়স সর্বোচ্চ ৪০ হলে পিএইচডিতে বৃত্তির জন্য আবেদন করা যাবে।
  • জেনারেল স্কলার প্রোগামের জন্য সর্বোচ্চ ৪৫ বছর এবং সিনিয়র
  • স্কলার প্রোগামের জন্য আবেদনের বয়স সর্বোচ্চ ৫০ বছর।

আবেদনে জন্য যা প্রয়োজন

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট
  • স্নাতকোত্তরের জন গবেষণা প্রস্তাব
  • ভাষা দক্ষতার প্রমাণের জন্য আইইএলটিএস বা টোফেলের সনদ।

https://www.campuschina.org

আবেদন যেভাবে : চীন সরকারের বৃত্তির জন্য আগ্রহী শিক্ষার্থীদের https://www.campuschina.org । বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আবেদন করতে এই ওয়েবলিংকে ক্লিক করুন। এই লিংক আগামী ১৭ ডিসেম্বর বিকেল ০৪ টা পর্যন্ত চালু থাকবে।

See also  প্রাণ গ্রুপে 'এরিয়া ম্যানেজার' পদে চাকরির সুযোগ

আবেদনপত্রের হার্ডকপি সচিবালয়ের ২ নম্বর গেট-সংলগ্ন অভ্যর্থনাকক্ষে সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত জমা দেওয়া যাবে। হার্ডকপি মন্ত্রণালয়ে জমা দেওয়ার শেষ তারিখ ১৮ ডিসেম্বর ২০২২, বেলা তিনটা। ২ নম্বর গেট ব্যতীত অন্য কোনো গেটে আবেদন জমা না দেওয়ার অনুরোধ করা হলো।

 

বৃত্তি থেকেSSC ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ২০২২-২৩

Source http://www.shed.gov.bd/