The news is by your side.

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে চাকরি

Rajshahi WASA Job Circular 2022 has been published today - Rajshahi wasa Job Circular 2022

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : Rajshahi wasa Job Circular 2022 রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (রাজশাহী ওয়াসা) www.rajshahiwasa.org.bd কর্তৃক  নিম্নবর্ণিত শূন্য পদসমূহ রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে নতুন রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে । দেশের অনেক চাকরি প্রার্থী রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষে চাকরি পেতে চায়। রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের প্রকাশিত Rajshahi wasa Job Circular 2022 বেকার চাকরি প্রার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ চাকরির খবর।

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Rajshahi wasa Job Circular 2022

আমরা মনে করি এই Rajshahi wasa Job Circular 2022– এর মাধ্যমে অনেকেই সফল ক্যারিয়ার গড়ার বড় দারুন সুযোগ পাবে। যদি রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের পদগুলোয় আবেদন যোগ্যতা আপনার একাডেমিক যোগ্যতার সাথে না মিলে থাকে,  তবুও আমরা আপনাকে হতাশ করবো না । Leading Career Management Portal in Bangladesh: Sherajobs.com ওয়েবসাইটে প্রকাশিত অসংখ্য চাকরির বিজ্ঞপ্তি থেকে Highest Paying Jobs in Bangladesh পেইজে প্রবেশ করে যোগ্যতা অনুযায়ী পদে আবেদনের প্রস্তুতি নিন ।

government job circular 2022 bangladesh

এছাড়াও যোগ্যতা অনুযায়ী চাকরি খোঁজে পেতে প্রতিদিন ভিজিট করুন দেশের সর্বাধিক পঠিত চাকরির পত্রিকা sherajobs.com ওয়েবসাইট

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

১। পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল-২), (ইলেট্রিক্যাল-১), (মেকানিক্যাল-১)
পদের সংখ্যা: ০৪টি (গ্রেড-৯)
আবেদন যোগ্যতা: কোনাে স্বীকত বিশ্ববিদ্যালয় হইতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ওয়াটার রিসাের্স বিষয়ে অনান স্নাতক বা সমমানের ডিগ্রি; এব শিক্ষা জীবনের কোনাে স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি বা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযােগ্য হইবে না।
বেতন-স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- টাকা

See also  সহকারী শিক্ষক নিয়ােগ দেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি 2022

২। পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল-৩), (ইলেট্রিক্যাল-২), (মেকানিক্যাল-১), (সিএসই-১)
পদের সংখ্যা: ০৭টি
আবেদন যোগ্যতা: কোনাে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/সিএসই প্রকৌশলে ডিপ্লোমা ডিগ্রি অর্জনকারী।
বেতন-স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০/- টাকা (গ্রেড-১০)

আবেদন ফি: প্রার্থীকে ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে অর্ডার এর মাধ্যমে ৫০০/-(পাঁচশত) টাকা (অফেরতযােগ্য) জমা দিয়ে ব্যাংক ড্রাফট/পে অর্ডার এর মূলকপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফরমের নির্ধারিত স্থানে ব্যাংক ড্রাফট/পে অর্ডার নম্বর, তারিখ এবং ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে।

রাজশাহী পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ নিয়োগ 2022

আবেদন ফরম: রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্র রাজশাহী ওয়াসার ওয়েবপাের্টাল  এ এবং রাজশাহী ওয়াসা, রাজশাহীর প্রশাসন শাখায় পাওয়া যাবে। আবেদন ফরমের নির্দেশনা অনুযায়ী প্রয়ােজনীয় তথ্য প্রদান করতে হবে।

আবেদনের ঠিকানা:  আবেদনপত্র আগামী ১৩ অক্টোবর ২০২২খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন ডাকযােগে ব্যবস্থাপনা পরিচালক, রাজশাহী ওয়াসা, বাসা নং-২৮৪, সেক্টর-২ হাউজিং এস্টেট, উপশহর রাজশাহী-৬২০২ তে ডাকযােগে পৌছাতে হবে।

Rajshahi Water Supply and Sewerage Authority Job Circular

রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য : রাজশাহী ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি তথ্যমতে সরাসরি কোনাে আবেদনপত্র এ কার্যালয়ে গ্রহণ করা হবে না। অসত্য, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত দরখাস্তসমূহ বাতিল বলে গণ্য হবে। নিয়ােগের ক্ষেত্রে সরকারি সকল বিধি-বিধান এবং কোটা সম্পর্কিত প্রচলিত নীতিমালা অনুসরণ করা হবে।

আবেদনের সময়সীমা: আগামী ১৩ অক্টোবর ২০২২ তারিখ ।

[better-ads type=”banner” banner=”22672″ campaign=”none” count=”2″ columns=”1″ orderby=”rand” order=”ASC” align=”left” show-caption=”1″][/better-ads]


দেশের সর্বাধিক পঠিত চাকরির পত্রিকা
Sherajobs.com জব পোর্টাল দেশের চাকরি প্রত্যাশী ও নিয়োগকর্তাদের সুবিধার জন্য প্রতিদিন জাতীয় পত্রিকা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ  নিয়োগ বিজ্ঞপ্তি ,  ব্যাংক, এনজিও চাকরিসহ কর্মসংস্থান এবং দেশের চাকরির বাজার সম্পর্কে সর্বশেষ খবর প্রকাশ করে। আপনি যদি চাকরি প্রত্যাশী হন তবে সর্বশেষ চাকরির খবর জানতে প্রতিদিন ভিজিট করুন – Leading Career Management Portal in Bangladesh :Sherajobs.com ওয়েবসাইট । এছাড়াও সেরাজবস ডটকম ওয়েবসাইটের অফিসিয়াল Facebook পেইজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে  join facebook group  নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট তথ্য জানতে পারবেন।

See also  সাপ্তাহিক চাকরির খবর ১৫ এপ্রিল ২০২২ | Chakrir Dak 15 April 2022

Latest Job Vacancy 2022, High Paying Jobs 2022 – Free jobs online

Source The Daily Star