The news is by your side.

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ড্রাইভার পদে চাকরি

Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2023 | পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2023 : পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রে ড্রাইভার পদে চাকরির সুযোগ ! ড্রাইভার পদে চাকরি প্রত্যাশীদের নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে । প্রায় সময় বিভিন্ন চাকরির নিয়োগ প্রক্রিয়া প্রতিষ্ঠানের ধরন এবং পদবী উভয়ই উপর নির্ভর করে পরিবর্তণ হয়।  আপনি যদি উক্ত পদে নিজেকে যোগ্য মনে করেন, তবে Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2023 মনযোগ সহকারে দেখে শেষসময়ের জন্য অপেক্ষা না করে আজই আবেদনের প্রস্তুতি নিন ।

Padakhep Manabik Unnayan Kendra Job Circular 2023

বাংলাদেশের শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৮৬ সাল থেকে সমগ্র বাংলাদেশ জুড়ে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। ৩৭ বছরের এই পথ চলায় ১ কোটির অধিক উপকারভোগীর জীবনমান উন্নয়নে তাদের সক্ষমতা বৃদ্ধি, বাজার সংযোগ তৈরী এবং অর্থায়ন সহযোগিতার মাধ্যমে কাজ করে যাচ্ছে।

সমন্বিত উন্নয়ন কৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সামাজিক উন্নয়ন, উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ বিষয়ে সহযোগিতা ও গৃহস্থালী পর্যায়ে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী আর্থিক সেবা পৌঁছে দেয় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।

বর্তমানে ৩০ এর অধিক চলমান উন্নয়ন প্রকল্প এবং গ্রাহকের প্রয়োজন অনুসারে ক্ষুদ্র অর্থায়ন সহযোগীতা ও সঞ্চয় সেবা পৌঁছে দেবার মাধ্যমে দেশজুড়ে ৩২৯টি ব্রাঞ্চ অফিস এবং ৩৫০ এর অধিক প্রোগ্রাম অফিস ও লার্নিং সেন্টারের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে আর্থিক ও সামাজিক অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে গ্রাহকের প্রয়োজনীয় ক্ষুদ্র অর্থায়ন ও সঞ্চয় কার্যক্রম পরিচালনা করছে পদক্ষেপ।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্স প্রাপ্ত (লাইসেন্স নং ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কার প্রাপ্ত বেসরকারী উন্নয়ন সংস্থা।

See also  স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কার্যসহকারীর ফল প্রকাশ

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

Applications are invited from candidates having experience in driving heavy/light vehicles (both auto and manual vehicles) for recruitment to the post of “Driver” in the organization.

ড্রাইভার পদের দায়িত্বসমূহঃ

  • প্রত্যহ গ্যারেজ থেকে গাড়ী বের করার পূর্বে গাড়ীর ব্রেক, গিয়ার, এক্সেলেটর, হর্ণ, হেড লাইট, স্পেয়ার হুইল, সকল ধরনের ফিল্টার, চাকার হাওয়া ইত্যাদি ঠিক আছে কিনা তা চেক করে নেয়া।
  • গাড়ীর সকল প্রকার বৈধ কাগজপ্রত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখা।
  • সর্বদা গাড়ী পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং গাড়ীর ফুয়েল শেষ হবার পূর্বেই ফুয়েল গ্রহণ নিশ্চত করা।
  • গাড়ী চালানোর সময়ে অত্যন্ত সাবধানতা অবলম্বন করার পাশাপাশি সর্বদা সীট বেল্ট বেধে গাড়ী চালানো।
  • গাড়ীর লগবুক সার্বক্ষণিক হালনাগাদ রাখা এবং লগবুকে ব্যবহারকারীর স্বাক্ষর গ্রহণ নিশ্চিত করা।
  • নির্দিষ্ট গতিসীমা লক্ষ্য রেখে গাড়ী চালানো এবং গাড়ীতে কোন প্রকার অবৈধ মালামাল পরিবহণ না করা।
  • ট্রাফিক আইন যথাযথ ভাবে মেনে চলা।
  • গাড়ীর প্রয়োজনীয় মেরামত, মবিল পরিবর্তন, সার্ভিসিং ও অন্যান্য রুটিন মেইনটেন্যান্স সময়মতো সম্পাদন করা।
  • প্রত্যহ ডিউটি শেষে গাড়ী পরিস্কার পরিচ্ছন্ন করে নির্ধারিত স্থানে পার্ক করা প্রয়োজনে কভার দিয়ে ঢেকে রাখা।
  • গাড়ী কোন দুর্ঘটনায় পতিত হলে তাৎক্ষণিক মোবাইল ফোনে সংশ্লিষ্ট তত্ত্বাবধায়ক/ট্রান্সপোর্ট কর্মকর্তাকে অবগত করা।
  • তত্ত্বাবধায়কের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করা এবং অন্যান্য বিশেষ কাজের দায়িত্ব পালন করা।

Padakhep Manabik Unnayan Kendra Career

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতাঃ

  • প্রাতিষ্ঠানিক পর্যায়ে গাড়ী চালানোর ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
  • অ্যান্ড্রয়েড মোবাইল সেট ব্যবহার ও গুগল ম্যাপ দেখে গাড়ী চালনায় এবং গাড়ীর বিভিন্ন যন্ত্রাংশ ও কার্যাবলী সম্পর্কে পূর্ণাঙ্গ ধারনা থাকার পাশাপাশি গাড়ীর যে কোন ছোটখাট সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।
  • ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন বিভাগীয়/জেলা শহরে/পাহাড়ী এলাকায় গাড়ী চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
  • দেশের বিভিন্ন বিভাগীয়/জেলা মহাসড়কে একটানা ১০ ঘন্টা গাড়ী চালানোর সক্ষমতা থাকতে হবে।
  • শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে।
See also  রাজৈর পৌরসভা কার্যালয় মাদারীপুরে চাকরির সুযোগ

শিক্ষাগত যোগ্যতা

  • ন্যূনতম ৮ম শ্রেণী পাশ। তবে অধিক শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।

বেতন ও অন্যান্য সুযোগসুবিধা

  • মাসিক সর্বমোট বেতন : শিক্ষানবীশকালীন ২০,০০০/- টাকা এবং শিক্ষানবীশকাল শেষে ২১,৭০৯/- টাকা। তবে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে মাসিক বেতন ভাতা আলোচনাক্রমে নির্ধারণ করা হবে।
  • যোগদান থেকেই নিয়মানুযায়ী ওভার টাইম / ভ্রমণ ভাতা সুবিধা প্রাপ্য হবেন।
  • সফলভাবে শিক্ষানবীশকাল (৬ মাস) সমাপ্তি শেষে বর্ধিত বেতনে চাকুরি নিয়মিত করা সহ প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইন্সুরেন্স সুবিধা, বছরে দু’টি উৎসব ভাতা, নববর্ষ/বৈশাখী ভাতা ও বার্ষিক ইনক্রিমেন্ট প্রভৃতি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।

ড্রাইভার চাকরি । Sherajobs.com

আবেদন যেভাবে : উপরোল্লিখিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্বাহী পরিচালক বরাবর লিখিত আবেদনপত্র, সিভি (CV), রঙ্গিন ছবি, জাতীয় পরিচয় পত্র/জম্ম সনদ, স্থায়ী ঠিকানার স্বপক্ষে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র/ছাড়পত্র, ড্রাইভিং লাইসেন্স এসবের স্ক্যানকপি সংযুক্ত করে ই-মেইল করুন career@padakhep.org এই ঠিকানায়।

আপনার Android বা iOS ডিভাইসে Google News অ্যাপ খুলুন এবং আপনার Google অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করুন। আপনি Sherajobs.com ওয়েবসাইট অনুসরণ করতে Google News লিংকে ক্লিক করে Google News Follow Button চাপুন ।

Source bdjobs.com