The news is by your side.

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩বি অফিসার ক্যাডেট ব্যাচে আবেদন শুরু

Bangladesh navy Officer Cadet Batch - 2023B

বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ : Bangladesh navy Officer Cadet Batch – 2023B বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচ জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ প্রকাশ করেছে। জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট, নৌকমান্ডো ও সাবমেরিনার হতে চাইলে বাংলাদেশ নৌবাহিনীতে আপনিও যোগ দিতে পারেন । ইতিমধ্যে অনলাইনে বাংলাদেশ নৌবাহিনী ২০২৩বি অফিসার ক্যাডেট ব্যাচ আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত । যদি বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে আবেদন যোগ্যতা আপনার থাকে তাহলে আজই আবেদনের প্রস্তুতি নিন ।

বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩বি অফিসার ক্যাডেট ব্যাচ জাহাজের ক্যাপ্টেন, এয়ারক্রাফট পাইলট নৌকমান্ডাে ও সাবমেরিনার হতে বাংলাদেশ নৌবাহিনীতে যােগ দিন।

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে আবেদনের যোগ্যতা: ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে আবেদনে আগ্রহীদের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.৫০ পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত বিষয় থাকতে হবে। ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে কমপক্ষে তিনটি বিষয়ে ‘এ’ গ্রেড ও দুটি বিষয়ে ‘বি’ গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলে কমপক্ষে দুটি বিষয়ে ‘বি’ গ্রেড অবশ্যই থাকতে হবে। তবে উভয় পরীক্ষায় পদার্থবিজ্ঞান ও গণিত এই দুটি বিষয় থাকা বাধ্যতামূলক।

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩বি অফিসার ক্যাডেট ব্যাচ

নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে আবেদনের অন্যান্য যোগ্যতা: আগ্রহীদের ২০২৩ সালের ১ জুলাই বয়স সাড়ে ১৬ বছর থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। আবেদনের জন্য নারী-পুরুষ উভয়কে অবশ্যই অবিবাহিত এবং বাংলাদেশের নাগরিক হতে হবে।

See also  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ ২০২১

উচ্চতা: পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।

আবেদন পদ্ধতি: বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে যোগদানে আগ্রহী প্রার্থীদের এই https://joinnavy.navy.mil.bd/ ওয়েবসাইটে ঢুকে ‘apply now ’বাটনে ক্লিক করে আবেদনের পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আবেদন ফি ৭০০/- টাকা পরিশোধ করতে হবে।

Bangladesh navy Officer Cadet Batch – 2023B

আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল–আপ লেটার, প্রার্থীর পূরণ করা আবেদন ফরম এবং পার্সোনাল ইনফরমেশন ফরম পাঠানো হবে। সেসব ফরম ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীকালে প্রাথমিক সাক্ষাৎকারের সময় অন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ সঙ্গে আনতে হবে। যদি কোনো প্রার্থী কল-আপ লেটার ও আবেদন ফরম সঙ্গে সঙ্গেই ডাউনলোড করতে না পারেন, তাহলে ফোনে পাঠানো রোল নম্বর ও ট্র্যাকিং নম্বর দিয়ে আবার ওয়েবসাইটে সাইন ইন করে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।

bangladesh navy job circular 2022

প্রশিক্ষণ ও কমিশন: বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার অনুসারে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১০ সপ্তাহের প্রশিক্ষণসহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ১৮ মাস এবং মিডশিপম্যান হিসেবে ১৮ মাস সহ মোট ৩ বছর মেয়াদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাবলেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে।

বেতন ও ভাতা: নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ ২০২২ সার্কুলার অনুসারে চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের নির্ধারিত অন্যান্য সুবিধাসহ সশস্ত্র বাহিনীতে বেতনক্রম অনুযায়ী অফিসার ক্যাডেটদের বেতন ও ভাতা দেওয়া হবে। পরবর্তীকালে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর তাঁদের উচ্চতর স্কেলে বেতন দেওয়া হবে।

See also  ঢাকা সিটি কলেজ ভর্তি বিজ্ঞপ্তি ২০২১-২০২২

navy Officer Cadet Batch – 2023B

Join Bangladesh Navy : বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানতে Join Bangladesh Navy লিংকে প্রবেশ করে জানা যাবে। এছাড়াও যোগাযোগ করা যাবে এই ঠিকানায়। পরিচালক, পার্সোনেল সার্ভিসেস পরিদপ্তর, নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা-১২১৩। ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, বর্ধিত ২২১৫, হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫। অফিসিয়াল ওয়েবসাইট

আবেদনের সময়সীমা: ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ

বাংলাদেশ নৌবাহিনী ২০২৩বি অফিসার ক্যাডেট ব্যাচ, নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট নৌবাহিনী ২০২৩-বি অফিসার ক্যাডেট ২০২৩-বি অফিসার ক্যাডেট ব্যাচে বাংলাদেশ নৌবাহিনী ২০২৩-বি অফিসার

চাকরি থেকে আরও: বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে চাকরি, বেতন ৫৩,০৬০/- টাকা