কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Kushtia TTC Job 2022
Kushtia Technical Training Center Job 2022
কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ :Kushtia Technical Training Center Job 2022 অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কক বাস্তবায়নাধীন skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের Tracle-এর গ্রাহায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরাের অধীন কারিগরি প্রশিক্ষপ কেন্দ্র, কুষ্টিয়ায় পরিচালিত ৪ মাস মেয়াদী (৩৬ ঘন্টা) Motor Driving with Basic Maintenance কোর্সে দৈনিক হাজিরার ভিত্তিতে সম্পূর্ণ সহায়ীভাবে নিম্নবর্ণিত পদসমূহে নিয়ােঙ্গনের পক্ষ্যে দরখাস্তের আহবান জানিয়ে কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।
Latest Govt Job Circular 2022 : কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে দুই পদে ৩২ জনের চাকরি
কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
১। পদের নাম: গেষ্ট ড্রাইভিং ট্রেইনার
পদের নাম: ০১ জন
শিক্ষা যোগ্যতা: লাইসেন্সধারী ড্রাইভার ও ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে । BRTA সনদধারী টইনারসের অধিকার দেয়া হবে।
দৈনিক ভাতা: প্রকল্পের নিয়মানুয়ী প্রতি কার্যদিবসে ১৫,০০/- (এক হাজার পাঁচ শত) টাকা হারে। * মাসে মােট কার্যদিবস ৮৫ দিন (১৪% আয়কর কর্তন করা হবে)।
২। পদের নাম: গেষ্ট এ্যাসিস্টেন্ট ড্রাইভিং ট্রেইনার
পদের নাম: ০১ জন
শিক্ষা যোগ্যতা: পেশাদার লাইসেন্সধারী ড্রাইজার ও ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
দৈনিক ভাতা: প্রকল্পের নিয়মানুযাপ্পী প্রতি কার্যদিবসে ১,২০০/- (এক হাজার দুই শত) টাকা হারে। ৪ মাসে মােট কার্যদিবস ৮ দিন (৪% আয় কর্তন করা হবে)।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, কুষ্টিয়া
৩। পদের নাম: গেষ্ট ল্যাঙ্গুয়েজ ট্রেইনার (ইংরেজি)
পদের নাম: ০১ জন
শিক্ষা যোগ্যতা: স্নাতকোত্তর (ইংরেজি) পাস ও ইংরেজি (ইংরেজি) শেখানাের ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
দৈনিক ভাতা: প্রকল্পের নিয়মানুযাপ্পী প্রতি কার্যদিবসে ১,০০০/- (এক হাজার) টাকা হারে। ৪ মাসে মােট কার্যদিবস ২০ দিন (১০% আয় কর্তন করা হবে)।
৪। পদের নাম: গেষ্ট ল্যাঙ্গুয়েজ ট্রেইনার (আরবি)
পদের নাম: ০১ জন
শিক্ষা যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/ফাজিল পাস ও আরবি ভাষা শেখানোর ক্ষেত্রে ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
দৈনিক ভাতা: প্রকল্পের নিয়মানুযাপ্পী প্রতি কার্যদিবসে ১,০০০/- (এক হাজার) টাকা হারে। ৪ মাসে মােট কার্যদিবস ২০ দিন (১০% আয় কর্তন করা হবে)।
Kushtia Technical Training Center Job 2022
সন্তোষঞ্জনক পারফরমেন্স-এর ভিত্তিতে SEIP এর আওতায় পূর্বে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
যা প্রয়োজন: আগ্রহী প্রার্থীদের স্বহস্তে লিখিত দরখাস্তু এবং জীবন বৃত্তান্ত, সদ্য তােলা ০২ (দুই) কপি পাসপাের্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যােগ্যতা, সনদপত্রের সত্যায়িত অনুলিপি, চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচপত্রের সত্যায়িত অনুলিপিসহ খামের উপর অবশ্যই পদের নাম, নিজ জেলা এবং মােবাইল নম্বর উল্লেখ করে অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), চৌড়হাস, বিসিক, কুষ্টিয়া বরাবর পাঠাতে হবে ।
কুষ্টিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র – Kushtia TTC Job 2022
আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), চৌড়হাস, বিসিক, কুষ্টিয়া-৭০ বরাবর আগামী ০৯ মার্চ ২০২২ খ্রিঃ তারিখে অথবা তৎপূর্বে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে/সরাসরি পৌছাতে হবে।
আবেদনের সময়সীমা: ০৯ মার্চ ২০২২ তারিখ
Latest Govt Job Circular 2022 : মোংলা বন্দর কর্তৃপক্ষ নিয়োগ ২০২২ | Mongla Port Authority MPA Job Circular 2022