বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
BCIC College HSC Admission 2023
বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : (BCIC College HSC Admission 2023) জাতীয় বােটানিক্যাল গার্ডেনের পাশে অত্যন্ত মনােরম সবুজাভ পরিবেশে অবস্থিত বিসিআইসি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে Online এর মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ০৮ ডিসেম্বর ২০২২ হতে শুরু হয়েছে।
বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আবেদন যােগ্যতা, বিভাগের নাম, আসন সংখ্যা
বিভাগের নাম | অন্য প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা (GPA) | আসন সংখ্যা |
বিজ্ঞান | ৪.৭৫ | বিজ্ঞান ছাত্র- ৬০০ ছাত্রী- ৬০০ |
ব্যবসায় শিক্ষা : | ৩.২৫ | ব্যবসায় শিক্ষা ছাত্র- ২২৫ ছাত্রী- ২২৫ |
মানবিক | ২.৭৫ | মানবিক ছাত্র- ৭৫ ছাত্রী- ৭৫ |
বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের নিয়ম : ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের ভর্তির নীতিমালা অনুসরণ করা হবে। একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এই লিংকে পাওয়া যাবে ।
বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 2023
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে ঢাকা শিক্ষা বোর্ডের admission website www.xiclassadmission.gov.bd এ Apply Now এ Click করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম উল্লেখপূর্বক আবেদন করতে হবে।
বিসিআইসি কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে EIIN-108222 ব্যবহার করে পছন্দক্রমের তালিকায় বিসিআইসি কলেজকে অবশ্যই ০১ নম্বরে রাখতে হবে।
SO কোটায় আবেদন করার নিয়ম: বিসিআইসি ও বিসিআইসি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তান যারা বিসিআইসি কলেজ ব্যতীত অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছে তাদেরকে SQ কোটায় আবেদন করতে হবে ।
SQ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের কোটার যথার্থতা নিশ্চিত /সমর্থনে শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি, পিতা/মাতার বিভাগীয় প্রত্যয়নপত্র ও পে-স্লিপ এর ফটোকপি ০৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সকাল ১০.০০ঘটিকা থেকে বিকাল ০৩.০০ ঘটিকার মধ্যে অত্র কলেজের অফিস কক্ষে (কক্ষ নং- ১০০৩) অবশ্যই জমা দিতে হবে।
উল্লেখ্য, বিসিআইসি কলেজ এর স্কুল শাখা থেকে পাশ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে SQ লেখার প্রয়োজন নাই।
বোর্ড কর্তৃক আবেদন গ্রহণের সময়সূচি : ১ম পর্যায় ০৮-১২-২০২২ থেকে ১৫-১২-২০২২ পর্যন্ত ২য় পর্যায় ০৯-০১-২০২৩ থেকে ১০-০১-২০২৩ পর্যন্ত এবং ৩য় পর্যায় ১৬-০১-২০২৩।
নিশ্চায়ন : ফলাফল প্রকাশের পর নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল হয়ে যাবে।