The news is by your side.

বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

BCIC College HSC Admission 2023

বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : (BCIC College HSC Admission 2023) জাতীয় বােটানিক্যাল গার্ডেনের পাশে অত্যন্ত মনােরম সবুজাভ পরিবেশে অবস্থিত বিসিআইসি কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষে Online এর মাধ্যমে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম ০৮ ডিসেম্বর ২০২২ হতে শুরু হয়েছে।

বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

আবেদন যােগ্যতা, বিভাগের নাম, আসন সংখ্যা

বিভাগের নাম অন্য প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের ন্যূনতম যোগ্যতা (GPA) আসন সংখ্যা
বিজ্ঞান ৪.৭৫ বিজ্ঞান
ছাত্র- ৬০০
ছাত্রী- ৬০০
ব্যবসায় শিক্ষা : ৩.২৫ ব্যবসায় শিক্ষা
ছাত্র- ২২৫
ছাত্রী- ২২৫
মানবিক ২.৭৫ মানবিক
ছাত্র- ৭৫
ছাত্রী- ৭৫
বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২২-২০২৩

বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের নিয়ম : ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয়ে শিক্ষামন্ত্রণালয়ের ভর্তির নীতিমালা অনুসরণ করা হবে। একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা এই লিংকে পাওয়া যাবে

বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি 2023

আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে ঢাকা শিক্ষা বোর্ডের admission website www.xiclassadmission.gov.bd এ Apply Now এ Click করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে কমপক্ষে ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ পছন্দক্রম উল্লেখপূর্বক আবেদন করতে হবে।

বিসিআইসি কলেজে ভর্তিচ্ছুক শিক্ষার্থীকে EIIN-108222 ব্যবহার করে পছন্দক্রমের তালিকায় বিসিআইসি কলেজকে অবশ্যই ০১ নম্বরে রাখতে হবে।

SO কোটায় আবেদন করার নিয়ম: বিসিআইসি ও বিসিআইসি নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সন্তান যারা বিসিআইসি কলেজ ব্যতীত অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি পাশ করেছে তাদেরকে SQ কোটায় আবেদন করতে হবে ।

SQ কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের কোটার যথার্থতা নিশ্চিত /সমর্থনে শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফটোকপি, পিতা/মাতার বিভাগীয় প্রত্যয়নপত্র ও পে-স্লিপ এর ফটোকপি ০৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত সকাল ১০.০০ঘটিকা থেকে বিকাল ০৩.০০ ঘটিকার মধ্যে অত্র কলেজের অফিস কক্ষে (কক্ষ নং- ১০০৩) অবশ্যই জমা দিতে হবে।

See also  Treasury shifts $377 million among States as pandemic housing aid dries up

উল্লেখ্য, বিসিআইসি কলেজ এর স্কুল শাখা থেকে পাশ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে SQ লেখার প্রয়োজন নাই।

বোর্ড কর্তৃক আবেদন গ্রহণের সময়সূচি : ১ম পর্যায় ০৮-১২-২০২২ থেকে ১৫-১২-২০২২ পর্যন্ত ২য় পর্যায় ০৯-০১-২০২৩ থেকে ১০-০১-২০২৩ পর্যন্ত এবং ৩য় পর্যায় ১৬-০১-২০২৩।

নিশ্চায়ন : ফলাফল প্রকাশের পর নিশ্চায়ন না করলে সিলেকশন ও আবেদন বাতিল হয়ে যাবে।

ভর্তির সময়সীমা : ২২ জানুয়ারি ২০২৩ হতে ২৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ।

www.bciccollege.edu.bd

ভর্তি কার্যক্রম : ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বোর্ড কর্তৃক প্রদত্ত নির্দেশনা অনুসরণ করে সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অন্যান্য নিয়মাবলি কলেজের ওয়েবসাইট www.bciccollege.edu.bd ও নোটিশ বোর্ড থেকে জানা যাবে।

একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩

এছাড়া ভর্তি সংক্রান্ত বিভিন্ন পরামর্শের জন্য এবং ভর্তি ফিসহ মাসিক বেতন ও অন্যান্য যাবতীয় খরচ সংক্রান্ত তথ্য আগামী ০৮ ডিসেম্বর ২০২২ থেকে ২৬ জানুয়ারি ২০২৩ পর্যন্ত সকাল ১০.০০ঘটিকা থেকে বিকাল ০৩.০০ ঘটিকা পর্যন্ত (শুক্রবার ও সরকারি ছুটি ব্যতিত) কলেজ অফিস কক্ষে (কক্ষ নং- ১০০৩) যোগাযোগ করে জানা যাবে।
 
বিসিআইসি কলেজ একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন
 
Source bciccollege