বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: BAPEX Job Circular 2022 ২৪ ধরনের পদে ৯০ জন নিয়ােগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রােডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)পদভেদে সর্বোচ্চ বেতন বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) ও সর্বনিম্ন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) । বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে যোগ্যতাপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন আপনিও। এই আটিক্যালে বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও অনলাইন আবেদন পদ্ধতির নিয়ম দেয়া হয়েছে । তাই আগ্রহ ও যোগ্যতা থকলে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আজই আবেদনের প্রস্তুতি নিন ।
বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
- ২টি, সহকারী ব্যবস্থাপক (আইসিটি)-২টি, সহকারী ব্যবস্থাপক (রসায়ন)-৬টি, সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)-১টি, সহকারী ড্রিলার-৪টি, সহকারী ব্যবস্থাপক (সিভিল)-২টি, সহকারী ব্যবস্থাপক ।
শূন্য পদগুলাে হলো: সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব)-১৪টি, সহকারী ব্যবস্থাপক (ভূপদার্থ)-৮টি, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স) ২টি, সহকারী ব্যবস্থাপক(মেকানিক্যাল)-৩টি, সহকারী ব্যবস্থাপক, (ইলেকট্রিক্যাল)-২টি, সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম কৌশল)-২টি, সহকারী ব্যবস্থাপক (কেমিকৌশল)-২টি, সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)-১টি, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)৯টি, সহকারী ব্যবস্থাপক (হিসাব ও অর্থ)-৩টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-১টি, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-১টি, উপসহকারী প্রকৌশলী (অটোমােবাইল)-১টি, উপসহকারী প্রকৌশলী (সিভিল)-১টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স)-২টি, উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার)-১টি, ট্রেইনি ড্রিলার-১৪টি, সহকারী কর্মকর্তা (প্রশাসন)-৫টি ও সহকারী কর্মকর্তা (হিসাব ও অর্থ)-৩টি।
Government of the People’s Republic of Bangladesh Bangladesh Petroleum Exploration and Production Company Limited Job Circular 2022
BAPEX Job Circular 2022
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের লিংক : http://bapex. teletalk.com.bd উল্লেখ্য, পেট্রোবাংলার এই প্রতিষ্ঠানটি সম্প্রতি আরও একটি নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে হবে অনলাইনে ১৫ জুন সকাল ১০টা থেকে ১৪ জুলাই ২০২২ বিকাল ৫টার মধ্যে।