The news is by your side.

২৪টি ভিন্ন পদে ৯০ জনকে নিয়ােগ দেবে বাপেক্স, আবেদন অনলাইনে

বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২: BAPEX Job Circular 2022 ২৪ ধরনের পদে ৯০ জন নিয়ােগ দেবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রােডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)পদভেদে সর্বোচ্চ বেতন বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯) ও সর্বনিম্ন ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) । বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে যোগ্যতাপূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন আপনিও। এই আটিক্যালে বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও অনলাইন আবেদন পদ্ধতির নিয়ম দেয়া হয়েছে । তাই আগ্রহ ও যোগ্যতা থকলে শেষ সময়ের জন্য অপেক্ষা না করে আজই আবেদনের প্রস্তুতি নিন ।

বাপেক্স নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

  • ২টি, সহকারী ব্যবস্থাপক (আইসিটি)-২টি, সহকারী ব্যবস্থাপক (রসায়ন)-৬টি, সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা)-১টি, সহকারী ড্রিলার-৪টি, সহকারী ব্যবস্থাপক (সিভিল)-২টি, সহকারী ব্যবস্থাপক ।

শূন্য পদগুলাে হলো: সহকারী ব্যবস্থাপক (ভূতত্ত্ব)-১৪টি, সহকারী ব্যবস্থাপক (ভূপদার্থ)-৮টি, সহকারী ব্যবস্থাপক (ইলেকট্রনিক্স) ২টি, সহকারী ব্যবস্থাপক(মেকানিক্যাল)-৩টি, সহকারী ব্যবস্থাপক, (ইলেকট্রিক্যাল)-২টি, সহকারী ব্যবস্থাপক (পেট্রোলিয়াম কৌশল)-২টি, সহকারী ব্যবস্থাপক (কেমিকৌশল)-২টি, সহকারী ব্যবস্থাপক (এনভায়রনমেন্ট)-১টি, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)৯টি, সহকারী ব্যবস্থাপক (হিসাব ও অর্থ)-৩টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)-১টি, উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)-১টি, উপসহকারী প্রকৌশলী (অটোমােবাইল)-১টি, উপসহকারী প্রকৌশলী (সিভিল)-১টি, উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রনিক্স)-২টি, উপসহকারী প্রকৌশলী (কম্পিউটার)-১টি, ট্রেইনি ড্রিলার-১৪টি, সহকারী কর্মকর্তা (প্রশাসন)-৫টি ও সহকারী কর্মকর্তা (হিসাব ও অর্থ)-৩টি।

Government of the People’s Republic of Bangladesh Bangladesh Petroleum Exploration and Production Company Limited Job Circular 2022

BAPEX Job Circular 2022

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদনের লিংক : http://bapex. teletalk.com.bd উল্লেখ্য, পেট্রোবাংলার এই প্রতিষ্ঠানটি সম্প্রতি আরও একটি নিয়ােগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করতে হবে অনলাইনে ১৫ জুন সকাল ১০টা থেকে ১৪ জুলাই ২০২২ বিকাল ৫টার মধ্যে।

See also  বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BADC Job Circular 2022