The news is by your side.

Bangladesh Air Force 89 BAFA Course – joinairforce.baf.mil.bd

Bangladesh Air Force 89 BAFA Course : বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে ৮৯ BAFA কোর্সে যোগ দিন । যোগদানের সম্ভাব্য তারিখঃ ডিসেম্বর ২০২৩, অনলাইনে আবেদনের সময়সীমা: ০১ মে ২০২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩। বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্য joinairforce.baf.mil.bd লিংকে প্রবেশ করুন ।

Bangladesh Air Force 89 BAFA Course

Bangladesh Air Force 89 BAFA Course

অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি পরবর্তী সুবিধা

  • কেরিয়ার : বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ। এছাড়াও ইঞ্জিনিয়ারিং অফিসার, লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কট্রোলার এবং বিনাশ অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ।
  • বিদেশে প্রশিক্ষণ: প্রশিক্ষণের বিভিন্ন পর্যারো মোবী অফিসার ক্যাডেটদের এবং কমিশনপ্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষনের জন্য বিদেশ গমনের সুযোগ।
  • উচ্চ শিক্ষা: বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভর্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-সহ দেশে বিদেশে মাস্টার্স ও পিএইচডি-সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ।
  • জাতিসংঘ মিশন : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহনের সুযোগ ।
  • বাংলাদেশ দূতাবাস : বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়োগ প্রাপ্তির সুযোগ।
  • বাসস্থান ও রোশন: নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত, সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ।
  • শিক্ষা : সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন জাত অ্যারোস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেল মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএ বাংলা ও ইংলিশ অন) এবং ইংলিশ মিডিয়া (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযোগ।
  • যাতায়াত : বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে জন্য ২টিতে পরিবারে বিমান বা হেলিকপ্টারযোগে যাতায়াতের সুযোগ।
  • গতি কণ ও ডিসাইডাস প্লট : শর্তসাপেক্ষে সুসমুক্ত গাড়ি ও ডিওয়াইলেন-এ প্রাপ্তির সুযোগ।
  • চিকিৎসা: সামরিক হাসপাতালে নিজ ওসমানদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযোগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে।
  • এছাড়াও রয়েছে শাখা পরিবর্তনের সুযোগ ।
See also  বাংলাদেশ ডেন্টাল কলেজে শিক্ষক পদে চাকরি

89 BAFA Course অনলাইন আবেদন

আবেদন যেভাবে : সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now-এ ক্লিক্ করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রেফিটেশন করে কি বাবল ১,০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।

কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা অনুমার প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন।

এজন্য প্রথমে জাতীয় পরিচয় নিবন্ধন সনদের নাম্বার প্রদানপূর্বক Eligible for Application Without Payment’ অপশনটি ‘Yes’ নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে।

অফিসার ক্যাডেট পদে বিমানবাহিনীতে নিয়োগ

রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারী তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করাবেন। আবেদনকারীগণকে নিরুপ্তিতে উল্লেখকৃত পরীক্ষার তারিখ সমূহের মধ্যে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে (ক্যাডেট কলেজ/সকল কলেজের জন্য প্রযোজ্য নয়)।

রেজিষ্ট্রেশন সম্পন্ন হাল প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূরণরত আবেদনপত্র চূড়ান্তভাবে ‘Submit করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা তবে সবমিট করবেন।

আবেদনের সময়সীমা: ৩১ মে ২০২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩

আরও পড়ুনআর্থিক লেনদেন ছাড়াই, দক্ষিণ কোরিয়া ভিসা আবেদন

Source joinairforce.baf.mil.bd