অফিসার ক্যাডেট ৮৮ BAFA কোর্স ২০২৩ আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
অফিসার ক্যাডেট 88 BAFA কোর্স ২০২৩ | Bangladesh Air Force 88 BAFA Course 2023
Bangladesh Air Force 88 BAFA Course 2023 : বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার বাংলাদেশ বিমান বাহিনীতে ২০২৩ সালে অফিসার ক্যাডেট হিসেবে যােগ দিন । 88 BAFA কোর্স যােগদানের সম্ভাব্য তারিখ ২৮ জুন ২০২৩ । বাংলাদেশ বিমানবাহিনী ৮৮ বিএএফএ কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার
বাংলাদেশ বিমানবাহিনী ০৪টি শাখায় জনবল নিয়োগর লক্ষ্য বিমান বাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার প্রকাশ করেছে। শাখাগুলো হলো জিডি (পি), লজিস্টিক, এটিসি, এডিডব্লিউসি ও ফিন্যান্স। নারী-পুরুষ উভয়েই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
Bangladesh Air Force 88 BAFA Course 2023
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বিমান বাহিনী
পদের নাম: অফিসার ক্যাডেট
কোর্সের নাম: ৮৮ BAFA
নাগরিকত্ব: বাংলাদেশী পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা।
বয়স : ১৬ বছর ৬ মাস হতে ২২ বছর (২৮ জুন ২০২৩ তারিখে), বয়সের ক্ষেত্রে হলফনামা গ্রহণযােগ্য নয়।
উচ্চতা : পুরুষ প্রার্থী কমপক্ষে ৬৪ ইঞ্চি। বুকের মাপ কমপক্ষে ৩২ ইঞ্চি।
প্রসারণ: ২ ইঞ্চি।
মহিলা প্রার্থী: জিডি(পি) কমপক্ষে ৬৪ ইঞ্চি, অন্যান্য কমপক্ষে ৬২ ইঞ্চি।
বুকের মাপ: কমপক্ষে ২৮ ইঞ্চি।
প্রসারণ: ২ ইঞ্চি।
ওজন : বয়স ও উচ্চতানুযায়ী।
চোখের দৃষ্টিশক্তিঃ জিডি(পি)- ৬/৬,
৮৮ BAFA কোর্স যােগদানের সম্ভাব্য তারিখঃ ২৮ জুন ২০২৩
বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগদানে আগ্রহীদের আবেদন যোগ্যতা শাখা ও অন্যান্য তথ্য জানতে অফিসিয়াল অফিসার ক্যাডেট 88 BAFA কোর্স ২০২৩ দেখে পরবর্তী নির্দেশাবলী অনুসরণ করে সঠিক নিয়মে আবেদনের সময়সীমা শেষ হওয়ার আগেই প্রতিযোগীতা মূলক চাকরি যুদ্ধে অংশ নিন । বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন পদ্ধতি অনুসরন করে সঠিক নিয়মে পরামর্শ দেয়া হলো ।
বিমান বাহিনী 88 BAFA কোর্স
[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”অফিসার ক্যাডেট বাংলাদেশ বিমান বাহিনী PDF Download করতে এখানে ক্লিক করুন ।” attachment_id=”24796″ /]
বিমান বাহিনী নিয়োগ ২০২৩
অফিসার ক্যাডেট হিসেবে সুবিধাদি: বৈমানিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযােগ। এছাড়াও লজিস্টিক অফিসার, এয়ার ট্রাফিক কন্ট্রোলার, এয়ার ডিফেন্স উইপন কন্ট্রোলার এবং ফিন্যান্স অফিসার হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযােগ। বিদেশে প্রশিক্ষণ প্রশিক্ষণের বিভিন্ন পর্যায়ে মেধাবী অফিসার ক্যাডেটদের এবং কমিশনপ্রাপ্তির পর অফিসারগণের পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযােগ।
biman bahini niyog 2023 pdf download
উচ্চ শিক্ষা সুবিধাঃ বিমান বাহিনীর তত্ত্বাবধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন এন্ড অ্যারােস্পেস ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-সহ দেশে/বিদেশে মাস্টার্স ও পিএইচডি-সহ উচ্চতর শিক্ষা অর্জনের সুযােগ।
জাতিসংঘ মিশনঃ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের সুযােগ।
বাংলাদেশ দূতাবাসঃ বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহে সামরিক/সহকারী সামরিক উপদেষ্টা পদে নিয়ােগ প্রাপ্তির সুযোগ।
বাসস্থান ও রেশনঃ নিরাপদ ও মনােরম পরিবেশে মানসম্মত, সুসজ্জিত বাসস্থান এবং ভর্তুকি মূল্যে রেশন প্রাপ্তির সুযােগ।
সন্তানদের অধ্যয়নঃ সন্তানদের যােগ্যতার ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস ইউনিভার্সিটি, বিইউপি, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ, এমআইএসটি, ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বিএএফ শাহীন স্কুল কলেজে (বাংলা ও ইংলিশ ভার্সন) এবং ইংলিশ মিডিয়াম (ব্রিটিশ কারিকুলাম) এ অধ্যয়নের সুযােগ।
বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
যাতায়াতঃ বিমান বাহিনীর এক ঘাঁটি থেকে অন্য ঘাঁটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার যােগে যাতায়াতের সুযােগ।
গাড়ি ঋণ ও ডিওএইচএস প্লটঃ শর্তসাপেক্ষে সুদমুক্ত গাড়ি ঋণ ও ডিওএইচএস-এ প্লট প্রাপ্তির সুযােগ।
চিকিৎসাঃ সামরিক হাসপাতালে নিজ, স্ত্রী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়ােজনে নগদ অর্থ প্রদানসহ বিদেশে চিকিৎসার সুযােগ। পাশাপাশি সামরিক হাসপাতালে পিতা, মাতা, শ্বশুর ও শাশুড়ির উন্নত চিকিৎসার সুযােগ রয়েছে।
অফিসার ক্যাডেটদের মাসিক বেতন
প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন ১০,০০০.০০ টাকা এবং প্রশিক্ষণশেষে পদবি অনুসারে আকর্ষণীয় বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।
শাখা পরিবর্তনের সুযােগঃ উড্ডয়নে অকৃতকার্য প্রার্থীদের শিক্ষাগত যােগ্যতা অনুযায়ী শূন্যপদ সাপেক্ষে অন্যান্য শাখায় কমিশন প্রাপ্তির সুযোগ।
Air Force 88 BAFA Course 2023
পরীক্ষার তারিখ
২২, ২৪, ২৯ ও ৩১ জানুয়ারি ২০২৩।
৭, ১৪, ১৯, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ।
৫, ১২, ১৪ ও ২৮ মার্চ ২০২৩ ।
৪, ৯ ও ১১ এপ্রিল ২০২৩ ।
পরীক্ষা কেন্দ্র
সকল বিভাগ ও সকল জেলার প্রার্থীদের জন্য
বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র,
পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
আবেদন যেভাবেঃ অনলাইনে আবেদন সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করে ‘Apply Now’ -এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশােধ করা হলে রেজিস্ট্রিকৃত মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড-এর মাধ্যমে ‘Login করে অনলাইনে আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। কোনাে আবেদনকারী মােবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি/প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে।
পরীক্ষা গ্রহণের দিন সকাল ০৮০০ ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
রিক্রটমেন্ট পরিদপ্তর, বাংলাদেশ বিমান বাহিনী সদর দপ্তর, ঢাকা সেনানিবাস। বিস্তারিত তথ্য ও যােগাযােগের জন্য বাংলাদেশ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা-১২১৫।
অনলাইনে আবেদনের সময়সীমাঃ ১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে ৯ এপ্রিল ২০২৩।
বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদনের জন্যঃ https://joinairforce.baf.mil.bd, Help Desk: 01769-990880 (8AM-3PM), Email: helpdesk@baf.mil.bd, Follow us: facebook.com/baf.mil.bd
সর্বশেষ চাকরির খবর : চলমান সকল সরকারি চাকরির নিয়োগ ২০২৩, বেসরকারি চাকরির খবর ২০২৩, পুলিশ নিয়োগ ২০২৩ সার্কুলার, রেলওয়ে নিয়োগ ২০২৩ সার্কুলার, সেনাবাহিনী নিয়োগ ২০২৩ সার্কুলার, ব্যাংক নিয়োগ ২০২৩ সার্কুলার, এনজিও নিয়োগ ২০২৩ সার্কুলার ও কর্মসংস্থান এবং দেশের চাকরির বাজার, সর্বশেষ চাকরির খবর ২০২৩, নিয়োগ তথ্য পেতে ভিজিট করুন সর্বাধিক পঠিত চাকরির পত্রিকা Sherajobs.com ।