89 bafa circular 2023 বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন । যোগদানের সম্ভাব্য তারিখ ২৪ ডিসেম্বর ২০২৩ । 89 bafa circular 2023 বাংলাদেশ বিমান বাহিনীর এই joinairforce.baf.mil.bd ওয়েবলিংকে পাওয়া যাবে ।
89 bafa Circular 2023
89 BAFA Course Circular 2023
আবেদন যেভাবে : অনলাইনে আবেদনের নিয়ম জনে সরাসরি এই https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now’-এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে ফি বাবদ ১,০০০/- টাকা পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে।
কেবলমাত্র বিমান সদর কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা শুধুমাত্র প্রথমবার আবেদনের ক্ষেত্রে বিনামূল্যে আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের নাম্বার প্রদানপূর্বক ‘Eligible for Application Without Payment’ অপশনটি ‘Yes’ নির্বাচন করে কলেজের নাম নির্বাচন করতে হবে।
রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক আবেদনকারীগণ তাদের কলেজের নাম নির্ধারিত স্থানে টাইপ করে প্রদান করবেন। আবেদনকারীগণকে বিজ্ঞপ্তিতে উল্লেখকৃত পরীক্ষার তারিখ সমূহের মধ্যে যেকোনো একটি তারিখ নির্বাচন করে আবেদন করতে হবে (ক্যাডেট কলেজ/সকল কলেজের জন্য প্রযোজ্য নয়)।
Circular – BAF Recruitment
রেজিস্ট্রেশন সম্পন্ন হলে প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে ‘Login’ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
পূরণকৃত আবেদনপত্র চূড়ান্তভাবে ‘Submit’ করার পূর্বে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং কেবলমাত্র আবেদনপত্রে প্রদানকৃত তথ্যসমূহের সঠিকতা সম্পর্কে নিশ্চিত হলেই তা চূড়ান্তভাবে সাবমিট করবেন।
চূড়ান্তভাবে আবেদনপত্রটি ‘Submit’ করা হলে আবেদনকারীগণ আবেদনপত্র ও প্রবেশপত্র ‘Download’ করতে পারবেন। কোনো আবেদনকারী মোবাইল নম্বরে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে ২৪ ঘন্টার মধ্যে তা helpdesk@baf.mil.bd -এ আবেদনের জন্য ব্যবহৃত ইমেইল এড্রেস হতে পেমেন্ট ইনভয়েসের কপি/প্রমাণসহ ইমেইল করে জানাতে হবে।
Bangladesh Air Force Job Circular 2023 BAFA
উক্ত আবেদেনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে ।
আবেদনের সময়সীমা: ০১ মে ২০২৩ থেকে ২৫ সেপ্টেম্বর ২০২৩।