Most Read Jobs Site in Bangladesh

টেক্সমার্ট ট্রেডিং কোম্পানীতে চাকরির সুযোগ

টেক্সমার্ট ট্রেডিং কোম্পানী লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি 2023 | Texmart Trading Company job circular 2023

Texmart Trading Company job circular 2023: Texmart Trading Company Ltd. (concern of Giant Group) is one of the leading fashion brand retailer in Bangladesh with brand like Texmart, Occult, and Rave for Mens and Womens.

ক্যাটাগরি : একাউন্টিং / হিসাব রক্ষন / ফিনান্স

কর্মস্থল : উত্তরা এবং যমুনা ফিউচার পার্ক, ঢাকা।

টেক্সমার্ট ট্রেডিং কোম্পানী লিঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

চাকরির দায়িত্বসমূহ:

  • ১. ক্যাশ কাউন্টারে বসে পণ্য স্ক্যানিং করে সফটওয়্যারের মাধ্যমে গ্রাহকের কাছ থেকে পেমেন্ট রিসিভ করতে হবে এবং ক্যাশের সম্পূর্ন দায়ভার নিতে হবে।
  • ২. ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এবং নগদ লেনদেন পরিচালনা করতে হবে।
  • ৩. গ্রাহকের বিল প্রস্তুত করে অবশ্যই রসিদ প্রদান করতে হবে এবং কাউন্টার স্লিপ জমা রাখতে হবে।
  • ৪. গ্রাহকের চাহিদা অনুযায়ী শো-রুমের ম্যানেজার এবং বিক্রয়কর্মীদের সাথে সমন্বয় করে কাজ করতে হবে।
  • ৫. দৈনিক বিক্রয়ের হিসাব করে শোরুম বন্ধের আগে রিপোর্ট আকারে শো-রুমের ম্যানেজারের কাছে ক্যাশ বুঝিয়ে দিতে হবে এবং সেই রিপোর্ট উধ্বতন কর্মকর্তা বরাবর ইমেইল করতে হবে।
  • ৬. দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক রিপোর্ট প্রদান করতে হবে।
  • ৭. কোম্পানীর হিসাব বিভাগের সাথে নিয়মিত যোগাযোগ রাখতে হবে এবং শো-রুমের ক্যাশ সংক্রান্ত সঠিক তথ্য আদান প্রদান করতে হবে।

টেক্সমার্ট ট্রেডিং কোম্পানী নিয়োগ বিজ্ঞপ্তি 2023

চাকরির ধরন: ফুল টাইম।

পদ সংখ্যা: ৫ জন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন বিষয়ে স্নাতক।

অভিজ্ঞতা: ২ থেকে ৩ বছর।

বয়স: ২৪ থেকে ৩০ বছর।

চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহ:

১. প্রার্থীকে অবশ্যই ০২ থেকে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২. প্রার্থীকে অবশ্যই সৎ ও পরিশ্রমী হতে হবে।

See also  সাপ্তাহিক চাকরির খবর ২১ আগষ্ট ২০২২ | বাংলাদেশ প্রতিদিন চাকরির খোঁজ পত্রিকা

৩. কম্পিউটার চালানো জানতে হবে, বিশেষ করে এম এস এক্সেল সম্পর্কে ভাল ধারনা থাকতে হবে।

৪. প্রার্থী উত্তরা, বাড্ডা, গুলশান অথবা তার আশে পাশের এলাকায় বসবাসরত হলে ভালো হয়।

বেতন: ১৪০০০ – ১৫০০০ টাকা (মাসিক)।

Texmart Trading Co. Ltd. Job Circular 2023

কোম্পানীর সুযোগ সুবিধাদি:

১. আকর্ষনীয় ইনসেনটিভ প্রদান।
২. কোম্পানীর নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

*ছবি অবশ্যই আবেদনকারীর জীবনবৃত্তান্তের সাথে যুক্ত থাকতে হবে।

প্রকাশ তারিখ: ৪ ফেব্রুয়ারী ২০২৩।
আবেদনের শেষ তারিখ: ৬ মার্চ ২০২৩।

এই কোম্পানির অন্যান্য সব চাকরি দেখুন

Source bdjobs.com