The news is by your side.

সোসিয়েট অব বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি’ (এবিআইএ) অক্টোবর-২০২২ পর্বে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি

বীমা শিল্পের প্রসার, দক্ষ জনশক্তি সৃষ্টি এবং এ পেশায় নিয়োজিত জনবলকে যুগের চাহিদা মোতাবেক পেশাগত জ্ঞানে সমৃদ্ধ করে গড়ে তুলতে ‘এসোসিয়েট অব বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমি (এবিআইএ) কোর্সটি অতীব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বীমা শিল্পের ক্রমবর্ধমান অগ্রযাত্রায় অংশগ্রহণ করার জন্য প্রতি বৎসরের ন্যায় এবারও বাংলাদেশ ইনসিওরেন্স একাডেমির এবিআইএ অক্টোবর-২০২২ পর্বে অংশগ্রহণের জন্য আগ্রহী সকলকে আহবান জানানো হচ্ছে।

বিষয়সময়সীমাফি
ভর্তি ও রেজিস্ট্রেশন১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত৬০০/-
কাউন্সিলিং ফি এবং পরিক্ষার ফি প্রধান১৫ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০২২ পর্যন্ত কাউন্সিলিং ফি ৪৫০/-
কাউন্সিলিং ফি ৫০০/
কাউন্সিলিং ক্লাশ০২ জানুয়ারী-২০২৩ থেকে শুরু
প্রবেশপত্র০২ জানুয়ারী-২০২৩ থেকে শুরু
পরিক্ষা০৬ ফেব্রুয়ারী ২০২৩ হতে শুরুপরীক্ষার সময়সূচি ওয়েবসাইটে পাওয়া যাবে ।

এবিআইএ ভর্তি ও পরীক্ষার নিয়মাবলী একাডেমির ওয়েব সাইট (www.bia.gov.bd) পাওয়া যাবে।

রেজিস্ট্রেশন ফি, পরীক্ষার ফি, কাউন্সিলিং ফি, মেম্বারশীপ ফি Dutch Bangla Mobile Bank (A/C No: 1973) রকেট এর মাধ্যমে জমা দিতে হবে।

বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন: ফোন: ৯৮৯৯২৯২-৩ মোবাইল: ০১৭১১৯৬৩১৫৫, ০১৯৩৭৬৯২১৯৩, ০১৩২০৩৯১৪৭০ এবং ০১৯১৫৮৭৬৯৭৬ E-mail: bangladeshinsuranceacademy@shera-jobs

See also  প্রাণ গ্রুপে 'ইঞ্জিনিয়ার' পদে চাকরি