সেলস-এ ক্যারিয়ার গড়ার সুযোগ দিচ্ছে, প্রাণ গ্রুপ
PRAN Group Job Circular : সেলস-এ ক্যারিয়ার গড়ুন
PRAN Group Job Circular : সেলস-এ ক্যারিয়ার গড়ুন প্রাণ গ্রুপ-এ আপনার ক্যারিয়ার বিকশিত ও সাফল্যমন্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে সারাদেশে শুধুমাত্র প্রাণ পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় ও বাজারজাতকরণে সম্পূর্ণ নতুন বেতন কাঠামোয় PRAN Group Job Circular প্রকাশ করেছে ।
PRAN Group Job Circular
পদের নাম: সেলস ইন্টার্ন (পুরুষ)
আবেদন যোগ্যতা ও শর্তাবলি
- উচ্চ মাধ্যমিক/মাধ্যমিক পাশ, ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে ।
- বয়স: ২০-৩০ বছর (অভিজ্ঞদের ক্ষেত্রে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য)।
- প্রার্থীর ন্যূনতম উচ্চতা: ৫ ফুট ২ ইঞ্চি • সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
- সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যাপ্তিকাল হবে পূর্ণ ১ (এক) মাস ।
- সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামে চাকরিপ্রার্থীর প্রাথমিক পদবি হবে ‘সেলস ইন্টার্ন’ ।
- প্রত্যেক সেলস ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পন্ন করা সাপেক্ষে ‘সেলস রিপ্রেজেন্টেটিভ’ পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন ।
- সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পর চাকুরির প্রথম ৩ (তিন) মাস শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে ।
- সফলতার সাথে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়া সাপেক্ষে চাকুরি স্থায়ী করা হবে ।
- বাংলাদেশের যেকোনো জেলায় ও কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মানসিকতা থাকতে হবে ।
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার [এটিএসএম] (পুরুষ)
আবেদন যোগ্যতা ও শর্তাবলি
- সরকারি/স্বনামধন্য বেসরকারি/জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে বিবিএ/এমবিএ/এমবিএস পাশ ।
- অর্থনীতি, ইংরেজি, গণিত ও পরিসংখ্যানের প্রার্থীগণকেও আবেদন করতে উৎসাহিত করা হচ্ছে ।
- মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীগণও আবেদন করতে পারবেন • শিক্ষাজীবনে ৩য় বিভাগ/শ্রেণি প্রাপ্তদেরকে আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে ।
- বয়স: ২৩-৩০ বছর • চমৎকার যোগাযোগ পারদর্শিতা ।
- মোটরবাইক চালানোর দক্ষতা ও ইচ্ছা থাকতে হবে ।
- বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
আপনার জন্য নতুন চাকরি : গ্রামীণ ব্যাংকে ‘শিক্ষানবিস অফিসার’ পদে চাকরি
বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা
- ইন্টার্নশিপ ভাতা (শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন)
- মাসিক বেতন
- বছরে ২টি বোনাস
- প্রভিডেন্ট ফান্ড
- যাতায়াত ভাতা
- বিক্রয়ের উপর কমিশন
- ইনসেনটিভ
- কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশ গমন,
- পদোন্নতি ও বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ
- অর্জিত ছুটির টাকা সহ অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে
পরীক্ষার স্থান ও তারিখ অফিসিয়াল প্রান গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তিতি দেখুন ।
প্রাণ কোম্পানিতে চাকরি
যেভাবে আবেদন : যোগ্য ও আগ্রহী প্রার্থীদের সদ্যতোলা পাসপোর্ট সাইজের ২ কপি রঙিন ছবি, সকল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও পাশের মূল সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, অভিজ্ঞতার সনদ ও জীবন-বৃত্তান্তসহ উল্লিখিত যেকোনো ঠিকানায় সকাল ১০টায় উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে।
প্রাণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | কোম্পানিতে চাকরি ২০২৩ এই লিংকে পাওয়া যাবে ।