The news is by your side.

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Sadharon Ansar VDP Job Circular 2023

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অন্যতম অনুষঙ্গ সাধারণ আনসার । ৫০৯৮৭ জন প্রশিক্ষিত সাধারণ আনসার সদস্য বর্তমানে ৪৬৩৬ টি সংস্থায় অঙ্গীভূত রয়েছে। উক্ত সদস্যবৃন্দ বিমানবন্দর, সমুদ্রবন্দর, পাওয়ার ষ্টেশন এর মত গুরুত্বপূর্ণ কেপিআই, শিল্প ও বানিজ্যিক প্রতিষ্ঠান, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, মহানগরীতে ট্রাফিক কন্ট্রোল, নৌ ও অন্যান্য গণ-পরিবহন, রেল ষ্টেশন এবং অন্যান্য সরকারীবেসরকারী স্থাপনার নিরাপত্তার বিধান করছেন। সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে আপনি হতে পারেন আনসার বাহিনীর একজন গর্বিত সদস্য। তাছাড়া আপনি সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অংগীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহনের সুযােগ পেতে পারেন।

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Ansar VDP Job Circular 

আপনি আগ্রহী যােগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং প্রশিক্ষণ কোর্স পূর্ন মেয়াদে আনসার ভিডিপি একাডেমী, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ | Sadharon Ansar VDP Job Circular 2021

সাধারণ আনসার নিয়োগ এ প্রার্থীদের যেসকল যোগ্যতা থাকতে হবে

বয়স শিক্ষাগত যােগ্যতা শারীরিক যােগ্যতা অগ্রাধিকার  
১৮ হতে ৩০ বছর
(২৮/০৮/২০২১ খ্রিঃ তারিখে বয়স ১৮ বছর।
এবং ০৬/০৯/২০২১ তারিখে ৩০ বছর)
নূন্যতম JSC/ সমমান পাশ হতে হবে। উচ্চতা- সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি
বুকের মাপ- ৩০/৩২ ইঞ্চি
দৃষ্টি শক্তি – ৬/৬
কোন দুরারােগ্য ব্যাধি থাকলে, প্রার্থীকে প্রাথমিক বাছাই-এ
অগ্রাধিকার দেয়া নির্বাচন করা হবে না।
মুক্তিযােদ্ধা পরিবার উপজেলা ও জেলা পর্যায়ে ক্রীড়া ক্ষেত্রে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী, ভিডিপি/টিডিপি মৌলিক এবং প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেয়া হবে।  
সাধারণ আনসার নিয়োগ ২০২১

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩: অনলাইন রেজিষ্ট্রেশন পদ্ধতিঃ

See also  নেপচুন ল্যাবরেটরীজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | Neptune Laboratories Job Circular 2022

সাধারণ আনসার ভিডিপি নিয়োগ আগ্রহীদের বাংলাদেশের নাগরিক হতে হবে। ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ২৮/০৮/২০২১ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে সক্রিয় হয়ে ০৬/০৯/২০২১ খ্রিঃ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। টাকা জমাদানের শেষ সময় ০৬/০৯/২০২১ খ্রিঃ সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত। রেজিষ্ট্রেশন ফি বাবদ অফেরতযােগ্য ২০০ (দুইশত) টাকা অন-লাইনে প্রদর্শিত বিকাশ/ রকেট/ মােবিক্যাশ ইত্যাদির মাধ্যমে জমা দিতে হবে। আবেদনপত্র দাখিল ও ফি পরিশােধ সংক্রান্ত কোন সমস্যা হলে পরামর্শের জন্য ০১৮৪০১৯৭২০৭, ০১৬২৯৪৬৪২৮৯ এবং ০১৫৩৪৭২৬৫৩৫ নম্বরে যােগাযােগ করতে হবে। রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে প্রবেশপত্রটি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে এবং বাছাইয়ের সময় অবশ্যই তা প্রদর্শন করতে হবে।

Sadharon Ansar VDP Job Circular 2023 | সাধারণ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি 2023

সাধারণ আনসার যাচাই-বাছাইয়ে অংশগ্রহণের জন্য প্রয়ােজনীয় কাগজপত্র

ক) শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র
খ) জাতীয় পরিচয়পত্রের মূলকপি
গ) চারিত্রিক সনদপত্রের মূলকপি
ঘ) নাগরিকত্ব সনদপত্রের মূলকপি
ঙ) অন-লাইন রেজিষ্ট্রেশনের কনফারমেশন ডকুমেন্টের (প্রবেশপত্র) মুলকপি
চ) ক থেকে ঙ পর্যন্ত সকল ডকুমেন্টের গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি
ছ) গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত সদ্যতােলা ০৪(চার) কপি পাসপাের্ট সাইজের রঙ্গিন ছবি
জ) প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য কলম, পেন্সিল, স্কেল ও ক্লিপবাের্ড সঙ্গে আনতে হবে।

সাধারণ আনসার নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ অঙ্গীভূত হওয়ার পর সুযােগ-সুবিধা

ক) প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক সমতল এলাকায় ১৩,০৫০ টাকা এবং পার্বত্য এলাকয় ১৪,২০০ টাকা ভাতা প্রাপ্য হবেন।
খ) প্রতি বছর দুটি উৎসব ভাতা প্রাপ্য হবেন ৯৭৫০/- টাকা হারে।
গ) দুই ইউনিট রেশন ভর্তুকি মূল্যে প্রদান করা হবে।
ঘ) কর্তব্যরত অবস্থায় মৃত্যু বরণ করলে পাঁচ লক্ষ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ববরণ করলে দুই লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে।

See also  Apple's iPhone 13: The Best Value Buy Among All iPhones

জেলা ভিত্তিক নির্বাচনের তারিখ, সময় ও নির্বাচন কেন্দ্রের নাম নিম্নরুপঃ রেঞ্জের নাম জেলার নাম। প্রাথমিক বাছাইয়ের স্থান, তারিখ ও সময়-

ঢাকা রেঞ্জের কেন্দ্রের নাম, তারিখ ও সময়

জেলার নামঃ গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ
গাজীপুর শহীদ বরকত ষ্টেডিয়াম, গাজীপুর।
তারিখঃ ১২/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা

জেলার নামঃ মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়,
তারিখঃ ১৪/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা

জেলার নামঃ কিশােরগঞ্জ, নরসিংদী
কিশােরগঞ্জ পুরাতন ষ্টেডিয়াম
তারিখঃ ১৬/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা।

জেলার নামঃ মাদারীপুর, শরিয়তপুর
২০ আনসার ব্যাটালিয়ন, মাদারীপুর।
তারিখঃ ১৮/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা

সাধারণ আনসার নিয়োগ ২০২৩ সার্কুলার

জেলার নামঃ ফরিদপুর, রাজবাড়ী, গােপালগঞ্জ
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়,ফরিদপুর
তারিখঃ ২০/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা

ময়মনসিংহ রেঞ্জের কেন্দ্রের নাম, তারিখ ও সময়

জেলার নামঃ ময়মনসিংহ, শেরপুর
রফিক উদ্দিন ভূইয়া ষ্টেডিয়াম,
তারিখঃ ১২/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা
জেলার নামঃ নেত্রকোনা, জামালপুর
রফিক উদ্দিন ভূইয়া ষ্টেডিয়াম, ময়মনসিংহ
তারিখঃ ১৪/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা

সিলেট রেঞ্জের কেন্দ্রের নাম, তারিখ ও সময়

জেলার নামঃ সিলেট, সুনামগঞ্জ
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়,
তারিখঃ ১৩/০৯/২০২১ সুনামগঞ্জ
সময়ঃ ০৯.০০ ঘটিকা।
জেলার নামঃ মৌলভীবাজার, হবিগঞ্জ
সিলেট রেঞ্জ মৌলভীবাজার ২ আনসার ব্যাটালিয়ন, কালাপুর, শ্রীমঙ্গল
তারিখঃ ১৫/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা।

আনসার ব্যাটালিয়ন নিয়োগ ২০২৩ সার্কুলার

কুমিল্লা রেঞ্জের কেন্দ্রের নাম, তারিখ ও সময়

জেলার নামঃ কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া,
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়
তারিখঃ ১৬/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা
জেলার নামঃ চাদপুর, লক্ষ্মীপুর
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়,চঁদপুর কুমিল্লা রেঞ্জ
তারিখঃ ১৮/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা
জেলার নামঃ নােয়াখালী, ফেনী
জেলা আনসার ও ভিডিপি কার্যালয়,ফেনী
তারিখঃ ২০/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা।

চট্টগ্রাম রেঞ্জের কেন্দ্রের নাম, তারিখ ও সময়

জেলার নামঃ কক্সবাজার, বান্দরবান
শেখ কামাল আর্ন্তজাতিক ষ্টেডিয়াম,
তারিখঃ ১৩/০৯/২০২১ ।
সময়ঃ ০৯.০০ ঘটিকা।
জেলার নামঃ চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি
প্রশিক্ষণ মাঠ, চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়, ফয়’স লেক
তারিখঃ ১৫/০৯/২০২১
সময়ঃ ০৯.০০ ঘটিকা

See also  ইউএস-বাংলা এয়ারলাইন্সে একাধিক পদে চাকরির সুযোগ

Sadharon Ansar VDP Job Circular 2023

অনিবার্য কারণবশত বাছাইয়ের তারিখ, সময় ও কেন্দ্র পরিবর্তিত হলে বাহিনীর ওয়েব সাইটে তা প্রদর্শন করা হবে এবং আবেদনকারীকে মােবাইলে মেসেজের মাধ্যমে অবহিত করা হবে।

আনসার নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

প্রিয় চাকরি প্রত্যাশীরা সাধারণ আনসার ভিডিপি নিয়োগ ২০২৩ এ আবেদন করার আগে জেনে রাখুন, আনসারের চাকুরি স্থায়ী সরকারী চাকুরি নয়। এবং সাহায্য পাওয়ার আশায় কারাে সাথে কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। চাকরি প্রার্থীদের মধ্যে কেহ কোন তথ্য গােপন বা জালিয়াতির আশ্রয় গ্রহন করলে তার সাধারণ আনসারে ভর্তি বাতিল বলে বিবেচিত হবে। তাই সঠিক তথ্য দিয়ে Sadharon Ansar VDP Job Circular 2023 আবেদন করুন। [ads1]

বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট জেলা আনসার-ভিডিপি কার্যালয়ে যােগাযােগ করুন ভিজিট করুনঃ (www.ansarvdp.gov.bd)।

সেরা জবস থেকে আরও