রেলওয়ের ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে ৩ লাখ ৪০ হাজার প্রার্থীর বাছাই পরীক্ষা শনিবার
bangladesh railway station master pdf download
সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার তারিখ : বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী স্টেশন মাস্টার পদে বাছাই পরীক্ষা (এমসিকিউ) আগামী শনিবার অনুষ্ঠিত হবে। সহকারী স্টেশন মাস্টার পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৫৩১ জন । বাংলাদেশ রেলওয়েতে ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে নিয়োগ পাবে ৫৬০ জন। সহকারী স্টেশন মাস্টার পদে দেশের সকল জেলার প্রার্থীদের আবেদনর সুযোগ ছিলো ।
সহকারী স্টেশন মাস্টার নিয়োগ-সর্বশেষ তথ্য, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৬৩৫ জন
রেলওয়ের ‘সহকারী স্টেশন মাস্টার’ পদে ৩ লাখ ৪০ হাজার প্রার্থীর বাছাই পরীক্ষা শনিবার
সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার তারিখ
বাংলাদেশ রেলওয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের আট বিভাগ এবং বগুড়ায় সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বিভাগে। এ বিভাগে মোট পরীক্ষার্থী ৬২ হাজার ২২৯ জন।
এ ছাড়া ময়মনসিংহে ২৭ হাজার ৪১৯ জন, রাজশাহীতে ৩৯ হাজার ৬৮৫, বরিশালে ২৩ হাজার ৩০৪, সিলেটে ১০ হাজার ৫১২, খুলনায় ৪৮ হাজার ৯০, চট্টগ্রামে ৫৬ হাজার ৩৫৬, রংপুরে ৫২ হাজার ৭৯৭ এবং বগুড়ায় ২০ হাজার ১৩৯ জন পরীক্ষার্থী।
সহকারী স্টেশন মাস্টার পরীক্ষা শনিবার বিকেল ০৩টায় শুরু হবে। পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। তিনটার পর কোনো প্রার্থীকে হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
সহকারী স্টেশন মাস্টার বাছাই পরীক্ষার প্রবেশপত্র টেলিটকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষার কেন্দ্রে কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।
বাংলাদেশ রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার পদের বাছাই পরীক্ষার সময়সূচী, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও নিদের্শাবলী জানতে অফিসিয়াল সহকারী স্টেশনমাস্টার পদে বাছাই পরীক্ষা (এমসিকিউ) দেখুন ।
[wp-embedder-pack width=”100%” height=”400px” download=”all” download-text=”bangladesh railway station master pdf download” attachment_id=”23348″ /]
বাংলাদেশ রেলওয়ের রাজস্ব খাতভুক্ত সহকারী স্টেশন মাস্টার পদে বেতন স্কেল হবে ১৫তম গ্রেডে ৯,৭০০-২৩,৪৯০ টাকা।
সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার তারিখ” “সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার প্রশ্ন” “সহকারী স্টেশন মাস্টার পদোন্নতি” “সহকারী স্টেশন মাস্টার আবেদন” “সহকারী স্টেশন মাস্টার পরীক্ষার সিলেবাস” “সহকারী স্টেশন মাস্টার এর বেতন কত”
বাংলাদেশ রেলওয়ে : বাংলাদেশ রেলওয়েতে চাকরির সুযোগ, পদসংখ্যা ৫৩টি | Bangladesh Railway Job Opportunity 2022