Skills for Employment Investment Program : বাংলাদেশ সরকারের অগ্রাধিকার শিল্পখাত হিসেবে ঘােষিত শীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজসহ দেশের সকল শিল্পের দক্ষ জনশক্তি চাহিদা পূরনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সহযােগিতায় “স্কিলস্ ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (SEIP)” শিরােনামে শতভাগ কর্ম সংস্থানমুখী দক্ষতা উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় “এসােসিয়েশন অফ এক্সপাের্ট অরিয়েন্টেড শীপবিল্ডিং ইন্ডাস্ট্রিজ অফ বাংলাদেশ (AEOSIB)” এর সার্বিক তত্ত্বাবধানে নিম্নলিখিত প্রশিক্ষণ প্রতিষ্ঠান শীপইয়ার্ড সমূহে বিভিন্ন কোর্সে ভর্তির দরখাস্ত আহবান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
প্রশিক্ষণের বৈশিষ্ট ও সুবিধা সমূহ:
নারী, ক্ষুদ্র নৃ-গােষ্ঠি, প্রতিবদ্ধি ও সুবিধাবঞ্চিতদের অগ্রাধিকার প্রদান করা হবে।
প্রশিক্ষণে অংশগ্রহনের জন্য দৈনিক উপস্থিতির ভিত্তিতে ভাতা প্রদান (সর্বোচ্চ ১০,৮০০ টাকা) প্রধান ।
ভর্তি ইচ্ছুক আবেদনকারীর বয়সসীমা অবশ্যই ১৮-৪৫ বছর হতে হবে।
প্রশিক্ষণ শেষে কৃতকার্য শিক্ষার্থীদের জাতীয় আন্তর্জাতিক মানের সার্টিফিকেট প্রদান ও চাকুরী প্রাপ্তিতে সহায়তা করা হবে।
আগ্রহী ভর্তি ইচ্ছুক প্রার্থীদেরকে নির্দিষ্ট প্রশিক্ষণ কেন্দ্রে সরাসরি যােগাযােগ করে আবেদন করার অনুরােধ করা হলাে। ভর্তির সময় আবশ্যক: ০৪ কপি পাসপাের্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্র (২০ বছর বা তার উর্দ্ধে আবশ্যক) অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি এবং শিক্ষাগত যােগ্যতার সনদপত্রের ফটোকপি, স্থায়ী ঠিকানার পৌরসভা, কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদ হতে পারিবারিক বার্ষিক আয়ের সনদপত্র।