The news is by your side.

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ প্রকাশ

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ : সমাজসেবা বিভাগের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষার (MCQ) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ অক্টোবর দেশের ৬৪টি জেলায় একযোগে সমাজসেবা বিভাগের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। নুরুল বাসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে সমাজসেবা অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ও বিভাগীয় বাছাই কমিটির সভাপতি সৈয়দ মো. নূরুল বাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ

সমাজসেবা অধিদপ্তরের তৃতীয় শ্রেণির সমাজকর্মী (ইউনিয়ন) স্থায়ী রাজস্ব পদে শূন্য পদের সংখ্যা ৪৬৩টি। সারাদেশ থেকে সমাজকর্মী পদে আবেদন করেছেন ৬ লাখ ৬২ হাজার ২৭০ জন। সেই হিসাবে ০১টি পদের জন্য লড়বেন ১ হাজার ৪৩০ জন।

ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার নোটিশ

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২১ অক্টোবর শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদনকারী প্রার্থীরা ১৬ থেকে ২০ অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে এই নম্বর (০১৫৫২১৪৬০৫৬) থেকে প্রবেশপত্র ডাউনলোডের জন্য খুদে বার্তা পাঠানো হবে।

http //www.dss.gov.bd admit card

প্রার্থীদের প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ডাউনলোড করতে সমস্যা হলে এই দুটি নম্বরে (০১৭৬৮৬৮২২৪০, ০১৭৮৫২৭৮২০৫) যোগাযোগ করা যাবে। জটিলতা এড়াতে শেষ তারিখের জন্য অপেক্ষা করে দ্রুততার সঙ্গে প্রবেশপত্রের রঙ্গিন কপি প্রিন্ট করার জন্য অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তি।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা

২০১৮ সালে ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো। সেই হিসেবে আবেদনের ০৪ বছর পর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে দুবার সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেও তা স্থগিত করা হয়েছিল। ২০১৯ ও ২০২১ সালে এ পদে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছিল।

See also  টিএমএসএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | TMSS Job Circular 2022

সমাজকর্মী পদের লিখিত পরীক্ষার তারিখ

২০১৯ সালের ২৭ সেপ্টেম্বর ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার তিন দিন আগে তা স্থগিত করা হয়। এরপর ২০২১ সালের ২৪ ডিসেম্বর পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল।

সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ সমাজসেবা অধিদপ্তর নিয়োগ পরীক্ষার অধিদপ্তর নিয়োগ পরীক্ষার তারিখ সমাজসেবা বিভাগের ইউনিয়ন সমাজকর্মী পদে বিভাগের ইউনিয়ন সমাজকর্মী পদে লিখিত

চাকরি দিচ্ছে, ইনস্টিটিউট অব মেরিন টেকনােলজি বাগেরহাট