The news is by your side.

সড়ক ও জনপথ অধিদপ্তরের ১০ম গ্রেডের এমসিকিউ পরীক্ষার তারিখ প্রকাশ

সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োগ রেজাল্ট : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (১০ম গ্রেড) পদের প্রার্থীদের এমসিকিউ পরীক্ষার তারিখ, সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপসহকারী প্রকৌশলী পদের ৩ হাজার ১১২ জন প্রার্থীর এমসিকিউ বাছাই পরীক্ষা আগামী ৩ আগস্ট বিকেল তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরিক্ষার স্থান: রাজধানীর কাফরুলের হাজী আশ্রাফ আলী হাইস্কুল এবং মডেল একাডেমি, (ডি-টাইপ), সরকারি কলোনি, মিরপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কোনো প্রার্থীর প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে টেলিটকের ওয়েবসাইট অথবা পিএসসির ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রার্থীদের কোডিভ-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

চাকরির খবর ২০২২ থেকে আরও 

See also  স্ট্যান্ডার্ড ব্যাংক নিয়োগ ২০২২ | Standard Bank Ltd