মেরিন শিক্ষানবিস (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির আবেদন শুরু
মেরিন-ক্যাডেট-ভর্তি-বিজ্ঞপ্তি-২০২২-২০২৩ - নৌপরিবহন অধিদপ্তর
মেরিন শিক্ষানবিস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ : আগামী ১লা জানুয়ারী হতে ২০২৩ ইং সালের জন্য এক বৎসর মেয়াদী মেরিন শিক্ষানবিস (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির জন্য বাংলাদেশী পুরুষ নাগরিকদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান জানিয়ে মেরিন ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে ।
মেরিন শিক্ষানবিস ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আবেদনের সময়সীমা: ১লা জানুয়ারী হতে ২০২৩ ইং সালের জন্য এক বৎসর মেয়াদী মেরিন শিক্ষানবিস (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হইতে ১৩/১০/২০২২ ইং রাত ১২:০০ ঘটিকা পর্যন্ত।
নির্বাচনী পরীক্ষার সময়সূচী ও স্থান: ০৪ ও ০৫ই নভেম্বর ২০২২ ইং (সকাল ০৯:০০ ঘটিকা)।
ডেক ও ইঞ্জিন কর্মী প্রশিক্ষণ কেন্দ্র, বিআইডব্লিউটিএ, সােনাকান্দা, নারায়ণগঞ্জ।
ফলাফল প্রকাশ : ০৫ই নভেম্বর- ২০২২ইং
ভর্তি কার্যক্রম :০৫ই নভেম্বর-২০১২ ইং হতে ১৫ই নভেম্বর- ২০২২ইং ।
মেরিন একাডেমী ভর্তি যোগ্যতা ভর্তির শর্তসমূহ:
- আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক ও অবিবাহিত পুরুষ হতে হবে।
আবেদনকারীকে কমপক্ষে এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
নির্বাচনী পরীক্ষার সময় প্রয়ােজনীয় সকল সনদ/মার্কশীটের মূল কপি/অনলাইন কপি প্রদর্শন করতে হবে।
আবেদনকারীর বয়স এসএসসি/সমমান পরীক্ষার সার্টিফিকেট অনুযায়ী ৩১/১২/২০১২ ইং তারিখে ১৬২ বছর থেকে ২১ বছর এর মধ্যে হতে হবে। ঙ) চুড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীকে সার্বক্ষণিক প্রশিক্ষণ গ্রহণের জন্য কেন্দ্রে অবস্থান করতে হবে।
কোন কারণ দর্শানাে ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
মেরিন একাডেমী ভর্তি পদ্ধতিঃ
- এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মধ্য হতে মেধা তালিকার ভিত্তিতে প্রাথমিকভাবে প্রতি কোর্সে ২৫০ জন করে মােট ৫০০ জন শিক্ষানবিস নির্বাচিত করা হবে।
নির্বাচিত ৫০০ জনকে বাংলা, ইংরেজী, অংক ও সাধারণ জ্ঞান বিষয়ে ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে।
প্রতি শাখায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক সুস্থতা, চক্ষু, সাঁতার ও মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।
শারীরিক সুস্থতা, চক্ষু, সাঁতার ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য হতে প্রতি শাখায় মেধা তালিকা অনুযায়ী প্রথম ৭৫ (পঁচাত্তর) জন শিক্ষানবিস চূড়ান্তভাবে নির্বাচিত করে অন্যদের অপেক্ষমাণ তালিকায় রাখা হবে।
মেরিন একাডেমী ভর্তি ফি
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে এককালীন ১৫,০০০/- (পনের হাজার) টাকা ভর্তি ফি পরিশােধের মাধ্যমে ভর্তি হতে হবে। ইঞ্জিন প্রশিক্ষণার্থীদের নেভাল ডকইয়ার্ডে ব্যবহারিক প্রশিক্ষণ বাবদ তাঁদের ধার্যকৃত অতিরিক্ত ১,০০০/- (এক হাজার) টাকা ফি প্রদান করতে হবে। সুবিধাদি ও ফ্রি থাকা ও খাওয়ার ব্যবস্থা। ফ্রি প্রশিক্ষণ ও প্রশিক্ষণ উপযােগী ইউনিফর্ম প্রদান।
অভ্যন্তরীণ জাহাজ, কোষ্টাল জাহাজ ও ফিশিং জাহাজে চাকুরীর সুযােগ রয়েছে। কোন স্বীকৃত বাের্ড বা কর্তৃপক্ষ হইতে পদার্থ বিজ্ঞান ও গণিতসহ মাধ্যমিক (বিজ্ঞান) বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ (৫০% নম্বর) প্রাপ্ত প্রশিক্ষণার্থী ডেক অফিসার ক্লাস-৫ সনদ প্রাপ্তির সাপেক্ষে বিদেশগামী জাহাজে চাকুরীর সুযােগ রয়েছে।
মেরিন ভর্তি বিজ্ঞপ্তি ২০২৩
আবেদন সম্পন্ন করার পর Applied ID (যা SMS এর মাধ্যমে টাকা প্রদানের সময় ব্যবহার করতে হবে)সহ প্রার্থী Applicant’s Copy পর্দায় দেখতে পাবেন এবং তা Print করে সংরক্ষণ করবেন।
পরীক্ষার ফি জমা প্রদান : Applicant’s Copy তে প্রাপ্ত Applied ID ব্যবহার করে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর (মােবাইল ব্যাংকিং সেবা) রকেট একাউন্ট এর মাধ্যমে ৩২০/- (তিনশত বিশ) টাকা আবেদন করার পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে জমা প্রদান করতে হবে।
ডেক ও ইঞ্জিন কোর্সে ভর্তি
টাকা প্রদানের নিয়ম : রকেট ডাচ বাংলা মােবাইল ব্যাংকিং এর মােবাইল নম্বর হতে *322# ডায়াল করুন এবং পরবর্তী ধাপগুলাে অনুসরণ করুন। | screen 1: Bill Pay….> screen 2: Select your option: Self: নিজের রকেট এ্যাকাউন্ট হলে, other: Agent হলে আবেদনকারীর মােবাইল নম্বর দিন।…..> screen 3: other…..> screen 4: Enter Bill ID : 423….> screen 5: Enter Bill Number: 47 ক্ষেত্রে (Applied ID) দিতে হবে…..> screen 6: Enter Amount: 320..> Screen 7: Enter PIN (Successful). সঠিকভাবে সকল ধাপ অতিক্রম করা হলে রকেট হতে একটি নিশ্চিতকরণ SMS প্রদান করা হবে।
মেরিন একাডেমি ভর্তি বিজ্ঞপ্তি ২০২২- ২০২৩ – dos.gov.bd
মেরিন একাডেমী ভর্তি আবেদনের পদ্ধতি : যে কোন ওয়েব ব্রাউজারের মাধ্যমে www.deptcnarayanganj.com এ প্রবেশ করুন>Online Application এ ক্লিক করুন> Choose an option ক্লিক করুন> ‘Nautical Science’ অথবা “Marine Engineering এ Select করে Application Form পূরণপূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। Application Form এ 100 kb এর মধ্যে ৩০০ x ৩০০ pixel এর রঙিন ছবি এবং 60 kb এর মধ্যে ৩০০ x ৮০ pixel signature upload করতে হবে। সঠিকভাবে Application Form পূরণের পর প্রার্থীকে Proceed বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
মেরিন শিক্ষানবিস (ডেক ও ইঞ্জিন) কোর্সে ভর্তির আবেদন
Admit card download: সফল আবেদনকারীদের Admit card download করার তারিখ পরবর্তীতে SMS এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা. সাপ্তাহিক চাকরির খবর: Saptahik Chakrir Khobor Potrika : ৮০তম ডিএসএসসি (এএমসি) এবং ৬৭তম ডিএসএসসি (এডিসি) কোর্সে আবেদন শুরু