অফিসার ক্যাডেট ২০২৩ বি ব্যাচ লিখিত পরীক্ষার ফলাফল : গত ২১ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট ২০২৩ বি’ ব্যাচ এর লিখিত পরীক্ষার ফলাফল /উত্তীর্ণ প্রার্থীগণের রােল নম্বর প্রকাশিত হয়েছে।
চাকরির খবর থেকে: সেনাবাহিনীর ৫৮তম বিএমএ স্পেশাল কোর্সের মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ
অফিসার ক্যাডেট ২০২৩ বি ব্যাচ লিখিত পরীক্ষার ফলাফল
নৌবাহিনীর অফিসার ক্যাডেট ২০২৩ বি’ ব্যাচ এর ফলাফল সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, ঢাকা কেন্দ্র থেকে উত্তীর্ণ হয়েছেন ৬৯৪ জন, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, চট্টগ্রাম কেন্দ্র থেকে উত্তীর্ণ হয়েছেন ৩৯ জন, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, খুলনা কেন্দ্র থেকে উত্তীর্ণ হয়েছেন ৬৪ জন ।
গত ২১ অক্টোবর ২০২২ অনুষ্ঠিত অফিসার ক্যাডেট ‘২০২৩ বি’ ব্যাচ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের রােল নম্বর
অফিসার ক্যাডেট ২০২৩ বি ব্যাচ![অফিসার ক্যাডেট ২০২৩ বি ব্যাচ লিখিত পরীক্ষার ফলাফল]()
নৌবাহিনী অফিসার ক্যাডেট নিয়োগ ২০২২ সার্কুলার
Inter Service Slection Board (ISSB) কর্তৃক User ID এবং Password প্রত্যেক প্রার্থীর মােবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে প্রেরণ করা হবে।
ISSB হতে এসএমএস পাওয়ার পর উল্লেখিত সময়ের মধ্যে http://issb-bd.org/candidatelogin এ login করে Online এ Bio-data পূরণ করতে হবে। পরবর্তীতে প্রার্থীগণ ISSB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখসহ Call-up letter পাবে।
চাকরির খবর থেকে: নৌবাহিনীতে কমিশন্ড অফিসার পদে চাকরি, আবেদন ১০ জানুয়ারী ২০২৩
আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদের ওয়েবসাইট www.issb-bd.org হতে প্রার্থীগণের আইএসএসবি পরীক্ষার তারিখ জানা যাবে। এবং কল-আপ লেটার ডাউনলােড করে ISSB তে নির্ধারিত তারিখ ও সময়ে হাজির হতে হবে।
লিখিত পরীক্ষার ফলাফল বাংলাদেশ নৌবাহিনীর এই ওয়েবসাইট এবং www.navy.mil.bd এই ওয়েবলিংকে পাওয়া যাবে ।
চাকরির খবর থেকে: বাংলাদেশ পুলিশে ৬পদে ১৫ জনের চাকরির সুযোগ