The news is by your side.

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে চাকরির সুযোগ

উপজেলা পরিষদ রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। Web : rangunia.Chattogram.gov.bd

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ঃ Computer Operator Job Circular 2022 স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা-১ শাখা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা  তারিখ-০১আগষ্ট ২০২২ ইং ছাড়পত্র মূলে উপজেলা পরিষদ, রাঙ্গুনিয়া, চট্টগ্রামের জন্য রাজস্ব খাতভুক্ত গ্রেড নং ১৪ প্রচলিত বেতন ও ভাতাদি প্রদান সাপেক্ষে নিম্নে বর্ণিত শূন্য পদে ও শর্তাবলী সাপেক্ষে অস্থায়ী ভিত্তিতে লােক নিয়ােগের নিমিত্ত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।

রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

প্রতিষ্ঠানের নাম: উপজেলা পরিষদ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
নিয়োগ পদ্ধতি: সরাসরি
পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদের সংখ্যা: ০১ জন

আবেদন যোগ্যতা অভিজ্ঞতা/দক্ষতা: কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। Word Processing Data Entry টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন গতিঃ ক) বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ। ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন ২৫ শব্দ। বাংলাঃ শর্টহ্যান্ড প্রতি মিনিটে ৪৫ শব্দ। ইংরেজি : শর্টহ্যান্ড প্রতি মিনিটে ৭০ শব্দ।
বেতন স্কেল: ১০২০০-২৪৬৮০/- টাকা

Computer Operator Job Circular

কীভাবে  সঠিক ও নিখুঁত ভাবে রাঙ্গুনিয়া উপজেলা পরিষদে সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে চাকরিতে আবেদন করবেন সে বিষয়ে এই আটক্যাল তৈরি করা হয়েছে । এতে আপনার ডাটা এন্ট্রি অপারেটর পদে- স্বপ্নের ক্যারিয়ার গড়া অনেকটাই সহজ হবে । রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ -এর  পদের নাম, পদের সংখ্যা সহ আবেদন পদ্ধতি – এর প্রয়োজনীয় নিয়োগ তথ্য জানতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরন করুন।

ডাটা এন্ট্রি অপারেটর, বিপিও চাকরি

ডাটা এন্ট্রি অপারেটর, বিপিও চাকরি- Computer Operator Job Circular 2022.

বয়সসীমাঃ ৩০/০৯/২০২২ তারিখে বয়স সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযােদ্ধার পৌত্র/ পৌত্রী/ পােষ্য কোটার ক্ষেত্রে বয়স ৩২ বছর মুক্তিযােদ্ধার প্রাধিকার সনদ সংযুক্ত করতে হবে।

See also  প্রাণ গ্রুপে 'এএম' পদে চাকরির সুযোগ

আবেদন ফিঃ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ যে কোন তফসিলভুক্ত ব্যাংক হতে ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার (অফেরতযােগ্য) উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম/উপজেলা পরিষদ রাজস্ব তহবিল হিসাব নং-০৮২২৭০২০০১১৭৫ অনুকূলে আবেদন পত্রের সহিত দাখিল করতে হবে।

Computer Operator Job Circular 2022

যেভাবে আবেদনঃ প্রার্থীকে স্বহস্তে/ কম্পিউটারের মাধ্যমে আবেদনপত্র উপজেলা নির্বাহী অফিসার, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম বরাবরে আগামী ৩০/০৯/২০২২ খ্রিঃ মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযােগে/সরাসরি অফিসে পৌছাতে/জমা প্রদান করতে হবে ।

আবেদনের সময়সীমাঃ ৩০ সেপ্টেম্বর ২০২২ তারিখ ।

www.sherajobs.com offers Govt Job Circular opportunities for Bangladesh job seekers, all job circular in Bangladesh

দেশের সর্বাধিক পঠিত চাকরির পত্রিকাSherajobs.com জব পোর্টাল দেশের চাকরি প্রত্যাশী ও নিয়োগকর্তাদের সুবিধার জন্য প্রতিদিন জাতীয় পত্রিকা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের  প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ  নিয়োগ বিজ্ঞপ্তি ,  ব্যাংক, এনজিও চাকরিসহ কর্মসংস্থান এবং দেশের চাকরির বাজার সম্পর্কে সর্বশেষ খবর প্রকাশ করে। আপনি যদি চাকরি প্রত্যাশী হন তবে সর্বশেষ চাকরির খবর জানতে প্রতিদিন ভিজিট করুন – Leading Career Management Portal in Bangladesh :Sherajobs.com ওয়েবসাইট । এছাড়াও সেরাজবস ডটকম ওয়েবসাইটের অফিসিয়াল Facebook পেইজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে  join facebook group  নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত প্রয়োজনীয় আপডেট তথ্য জানতে পারবেন।

Source দৈনিক আজাদী