যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩:যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ােগ বিজ্ঞপ্তি: যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিম্নোক্ত পদগুলাে পূরণের নিমিত্তে বর্ণিত শর্তসাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চাকরির বিজ্ঞপ্তি ২০২৩ এর সকল তথ্য তুলে ধরা হলো।
বিজ্ঞপ্তিটি সংক্ষেপে দেখুন
প্রতিষ্ঠানের নাম | যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় |
প্রকাশের তারিখ | ২৩ মে এবং ০১ জুন ২০২৩ |
চাকরির ধরন | সরকারি চাকরি |
পদ সংখ্যা | ১০+ টি |
লোকসংখ্যা | ১২+ জন |
প্রকাশ সূত্র | দৈনিক ইত্তেফাক |
শিক্ষাগত যোগ্যতা | নিচে অফিশিয়াল নোটিশে দেখুন |
আবেদন করার মাধ্যম | ডাকযোগে |
আবেদন করার শুরুর তারিখ | শুরু হয়েছে |
আবেদন করার শেষ তারিখ | ২০ এবং ২৯ জুন ২০২৩ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.just.edu.bd |
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
০১. অধ্যাপক
(ক) কেমিকৌশল বিভাগ-পদসংখ্যাঃ স্থায়ী পদ ০১টি।
(খ) পদার্থবিজ্ঞান বিভাগ- পদ ০১টি।
(গ) ইংরেজি বিভাগ-স্থায়ী পদ ০২টি
বেতন স্কেল: ৫৬৫০০-৭৪৪০০/
০২. সহযােগী অধ্যাপক
(ক) পদার্থবিজ্ঞান বিভাগ-০২টি পদ
(খ) ইংরেজি বিভাগ-০২টি পদ
বেতন স্কেলঃ ৫০০০০-৭১২০০/
০৩. উপ প্রধান চিকিৎসা কর্মকর্তা-০১টি স্থায়ী পদ
বেতন স্কেল: ৪৩০০০-৬৯৮৫০/
০৪. সিনিয়র চিকিৎসা কর্মকর্তা-০১টি অস্থায়ী পদ
বেতন স্কেলঃ ৩৫৫০০-৬৭০১০/
০৫. সহকারী রেজিস্ট্রার-০২টি স্থায়ী পদ
বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/
০৬. একান্ত সচিব-০১টি স্থায়ী পদ
(উপাচার্য মহােদয়ের দপ্তর)
বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/
০৭. সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক-০১টি স্থায়ী পদ
(পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর),
বেতন স্কেল: ২৯০০০-৬৩৪১০/
০৮. প্রভাষক
(ক) কেমিকৌশল বিভাগ-০৩টি অস্থায়ী পদ
(খ) পদার্থ বিজ্ঞান বিভাগ- ০৫ টি অস্থায়ী পদ
(গ) ইংরেজি বিভাগ- ০৪টি অস্থায়ী পদ
০৯. তথ্য কর্মকর্তা- ০১ টি অস্থায়ী পদ
(রেজিস্ট্রার দপ্তর)
বেতন স্কেল: ৫৩০৬০-২২০০০/
Jashore University of Science and Technology Jashore
আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরমে।
প্রয়ােজনীয় সকল কাগজপত্রসহ ক্রমিক নং ০১ ও ০২-এর , ০১টি স্থায়ী পদ, (যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত
জন্য ০৭ সেট আবেদন, ০৮-এর জন্য ০৪ সেট, ০৩ থেকে ০৭ সহযােগী অধ্যাপক/প্রভাষক নিয়ােগ দেওয়া হবে)
এবং ০৯ থেকে ১৮-এর জন্য ০২ সেট আবেদন রেজিস্ট্রার, , (যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে উক্ত পদের
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশাের-৭৪০৮ বরাবরে বিপরীতে ০১টি সহযােগী অধ্যাপক এবং ০১টি প্রভাষক নিয়ােগ দেওয়া হবে)।
আগামী ২৬/০৯/২০২১খ্রি. তারিখ অফিস চলাকালীন সময়ের
মধ্যে পৌঁছাতে হবে। রেজিস্ট্রার, যবিপ্রবি-এর কার্যালয় অথবা
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটঃ www.just.edu.bd হতে আবেদন , ,
ফরম ও যােগ্যতার বিস্তারিত বিবরণ সংগ্রহ করা যাবে। প্রার্থীকে বিপরীতে অস্থায়ী (যােগ্য প্রার্থীর অপ্রাপ্যতার ক্ষেত্রে স্থায়ী সহযােগী অধ্যাপক পদের
আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্রের ছায়ালিপি সংযুক্ত করতে বিপরীতে প্রভাষক নিয়ােগ দেওয়া হবে)
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
সূত্র , দৈনিক সমকাল : ০১ জুন ২০২৩
আবেদনের শেষ তারিখ : ২৯ জুন ২০২৩
সূত্র , দৈনিক ইত্তেফাক : ২৩ মে ২০২৩
আবেদনের শেষ তারিখ : ২০ জুন ২০২৩
যশাের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।