যমুনা ফিউচার পার্কে সিকিউরিটি গার্ড পদে চাকরি
সিকিউরিটি গার্ড নিয়োগ 2022 : দেশের অন্যতম বৃহৎ শপিং মল যমুনা ফিউচার পার্কে জনবল নিয়ােগ চলছে । উল্লেখ্য যে, ইতিপূর্বে যারা যমুনা ফিউচার পার্ক এ চাকুরী করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। তাছাড়া অবসরপ্রাপ্ত সৈনিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
সিকিউরিটি গার্ড নিয়োগ 2022
প্রতিষ্ঠানের নাম | যমুনা ফিউচার পার্ক |
পদের নাম | সিকিউরিটি গার্ড |
পদ সংখ্যা | ৫০ জন |
আবেদন যােগ্যতা ও অভিজ্ঞতা | ৮ম শ্রেণী পাশ / SSC পাশ, উচ্চতা ৫’-৬”। |
বেতন | আলােচনা সাপেক্ষে |
যেভাবে আবেদনঃ আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যােগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও ০২ কপি ছবিসহ আবেদনপত্র ১৩ জুন-২০২২ ইং থেকে ২০ জুন-২০২২ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকা হতে সরাসরি নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরােধ করা হলাে। সিনিয়র জিএম (এডমিন, এইচ আর এন্ড সিকিউরিটি) যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি বারিধারা, ঢাকা-১২২৯।