The news is by your side.

লুবানা জেনারেল হসপিটালে ১০ জনের চাকরি

Lubana General Hospital Job circular 2022

0

লুবানা জেনারেল হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ :   বাংলাদেশের অন্যতম সেরা জেনারেল এবং কার্ডিয়াক হাসপাতাল হল লুবানা জেনারেল হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার। সুনামের সাথে দেশ এর জনগন এর সেবা করে আসছে লুবানা জেনারেল হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার।   লুবানা জেনারেল হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ‘ মেডিকেল টেকনোলজিস্ট’ পদে ১০ জনের চাকরি । যোগ্য ও আগ্রহী হলে আজই আবেদন করুন ।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকে আরওঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, ৪ পদে ১৩ জনের চাকরির সুযোগ

লুবানা জেনারেল হসপিটাল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

লুবানা জেনারেল হসপিটাল নিয়োগ বিবরন
প্রতিষ্ঠানের নামঃ লুবানা জেনারেল হসপিটাল
পদের নামঃ মেডিকেল টেকনোলজিস্ট ।
চাকরির ধরনঃ ফুল টাইম।
অভিজ্ঞতাঃ  ৩ থেকে ৫ বছর ।

 চাকরির দায়িত্বসমূহঃ

  • মাইক্রোস্কপিক টেকনিক অবলম্বনে ব্লাড সেল, তাদের নম্বর এবং মরফলজি পর্যবেক্ষণ করা।
  • সব ধরনের স্যাম্পল সংগ্রহ করা।
  • নমুনা সংগ্রহের পূর্বে রোগীর সব ব্যবস্থা গ্রহন নিশ্চিত করা।
  • ল্যাবরেটরি উপকরণ ব্যবহার করে যেকোন সমস্যার ডায়গোনস এবং সংশোধন করা।
  • প্রয়োজনে বহিরাগত নমুনা যাচাই করা।
  • ফলাফল যথাযথ এবং সঠিক কি না যাচাই করা।
  • প্রক্রিয়া বিশ্লেষণ করা।
  • ল্যাব ডিরেক্টর কর্তৃক যেকোনো দায়িত্ব পালন করা।
  • অভ্যন্তরীন প্রত্যঙ্গের রেডিওলোজিক পরীক্ষণের জন্য এজেন্ট পৃথকীকরণ প্রস্তুত করা এবং পরিচালনা করা।
  • যথাবিহিত টেকনিক অনুযায়ী সংশ্লিষ্ট রেডিওলোজিক প্রক্রিয়া পরিচালনা করা। সকল ফিল্মে লিড মার্কার ব্যবহার করা।
  • রোগীকে প্রক্রিয়ার জন্য প্রস্তুত করা।
  • প্রক্রিয়া চলাকালীন রোগীকে মূল্যায়ন এবং পর্যালোচনা করা।
  • সাধারন এবং বিশেষ ধরনের প্রক্রিয়া সিটি স্ক্যান অথবা এক্স-রে পরিচালনার জন্য প্রেসক্রাইব করা টেকনিকগুলো ভালোভাবে অনুসরণ করা, উপকরন সাজিয়ে রাখা, সঠিক ভোল্টেজ নির্ণয় করা, শুরুর এবং প্রয়োজনীয় সময় প্রকাশ করা, ডিভাইসের নিশ্চল অবস্থা ঠিক করা এবং রোগীর যথা অবস্থান নিশ্চিতে সাহায্য করা, রোগীর শরীরের অনাক্রান্ত অংশ নিরাপদে রাখার জন্য আড়াল করার ব্যবস্থা করতে হবে, নির্দিষ্ট জায়গায় রে সঞ্চালনের জন্য কোণ নির্ধারণ করা এবং সঠিক ফিল্ম বাছাই করা।
  • রোগীকে সম্পূর্ণ প্রক্রিয়া বুঝানো, সহযোগীতা করা এবং যথাযথ ছবি সংগ্রহের জন্য তাকে টেবিলে স্থানান্তর করা এবং প্রক্রিয়া শেষে রোগীকে সাহায্য করা।
  • প্রক্রিয়ার সময় রোগীকে পর্যবেক্ষণ করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সাথে সাথে রিপোর্ট করা এবং রোগীর অবস্থা রেকর্ড করা।
  • গাইডলাইন এবং ফটোগ্রাফিক টেকনিক অনুসারে ইমেজ/ফিল্ম পরিচালনা করা।
  • রেডিওগ্রাফস এর অপ্টিমাল মান নিশ্চিত করতে মান নিয়ন্ত্রন কার্যক্রম পরিচালনা করা।
  • রোগীর কক্ষে, ইমারজেন্সি কক্ষে এবং অপারেটিং কক্ষে মোবাইল সিটি স্ক্যান অথবা এক্স-রে পরিচালনা করা।
  • রোগীর কক্ষকে সংক্রমণ মুক্ত রাখা।
  • ইনফেকশন নিয়ন্ত্রন এবং নিরাপত্তা নীতি মেনে চলা।

Lubana General Hospital Job circular 2022

শিক্ষাগত যোগ্যতাঃ
  • মেডিকেল টেকনোলজি বিভাগে রেডিওলজি এবং ইম্যাজিন বিষয়ে ব্যাচলর অফ সাইন্স (বি.এসসি)
  • দক্ষতা প্রয়োজনঃ কম্পিউটার অপারেটিং, মেডিকেল জ্ঞান
চাকরির প্রয়োজনীয় বিষয়সমূহঃ
  • উভয় পুরুষ এবং নারীরা আবেদন করতে পারবেন
  • নিম্নোক্ত জায়গায় প্রার্থীকে অভিজ্ঞ হতে হবেঃ প্যাথলজি, সিটি স্ক্যান অথবা এক্স-রে।
  • নিম্নোক্ত জায়গায় প্রার্থীকে অভিজ্ঞ হতে হবেঃ হাসপাতাল, ডায়গনোস্টিকস।
কর্মস্থলঃ ঢাকা (উত্তরা)
বেতনঃ আলোচনা সাপেক্ষ।
প্রকাশ তারিখঃ ২৬ জানুয়ারী ২০২২
আবেদনের শেষ তারিখ: ২৫ ফেব্রুয়ারী ২০২২

আবেদন পদ্ধতি: লুবানা জেনারেল হসপিটাল এন্ড কার্ডিয়াক সেন্টার চাকরিতে আগ্রহীরা এই [email protected]  ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন ।

নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ থেকে আরওবাংলাদেশ পল্লী উন্নয়ন বাের্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ | BRDB Job Circular 2022

Source bdjobs
Via সেরাজবস ডট কম
Leave A Reply

Your email address will not be published.