The news is by your side.

ভোলা চরফ্যাসন পৌরসভায় ‘পাম্প চালক’ পদে চাকরি

ভোলা চরফ্যাসন পৌরসভা নিয়োগ ২০২২ : চরফ্যাশন পৌরসভা বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি নগরভিত্তিক স্থানীয় সরকার সংস্থা। ১৯৯০ সালে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। এটি একটি ”ক” শ্রেনীর পৌরসভা। ভোলা চরফ্যাসন পৌরসভায় পাম্প চালকের একটি শূন্য পদ (মৃত্যুজনিত কারণে পদটি শূন্য হয়) পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে স্বহস্তে লিখিত দরখাস্ত আহ্বান জানিয়ে ভোলা চরফ্যাসন পৌরসভা নিয়োগ ২০২২ প্রকাশ করেছে ।

পদের নাম: পাম্প চালক
পদ সংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস
বেতন স্কেল: ৯৩০০/- – ২২৪৯০/- টাকা

বয়সসীমা: প্রার্থীর বয়স ০৭/০৭/২০২২খ্রিঃ তারিখে ১৮ (আঠারাে বছর এর নিচে এবং ৩০ (ত্রিশ) বছরের অধিক হবে না। তবে মুক্তিযােদ্ধা ও শহীদ মুক্তিযােদ্ধা সন্তানের ক্ষেত্রে বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর শিথিলযােগ্য।

আবেদন ফি: মেয়র, চরফ্যাসন পৌরসভা ভােলা এরঅনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকার (অফেরতযােগ্য) ব্যাংক ড্রাফট/পে অর্ডার/পােস্টাল অর্ডার/দরখাস্তের সাথে সংযােজন করতে হবে।

আবেদন যেভাবে: আবেদনপত্র ‘আগামী ০৭/০৭/২০২২ খ্রিঃ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে মেয়র, চরফ্যাসন পৌরসভা ভােলা বরাবর ডাকযােগে সরাসরি প্রেরণ করতে হবে।

See also  পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ - www.pksf.org.bd