The news is by your side.

ভোক্তা অধিকার রচনা প্রতিযোগিতা ২০২৩, থাকছে আকর্ষণীয় পুরুস্কার

ভোক্তা অধিকার রচনা প্রতিযোগিতা ২০২৩ | বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩

ভোক্তা অধিকার রচনা প্রতিযোগিতা ২০২৩ : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ (Vokta Odhikar Ain 2009) জানুন এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরুস্কার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস ২০২৩ উপলক্ষ্যে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অধিকতর প্রচারের লক্ষ্যে ভোক্তা-অধিকার বিষয়ে রচনা আহ্বান জানিয়ে ভোক্তা অধিকার রচনা প্রতিযোগিতা ২০২৩ প্রকাশ করেছে।

ভোক্তা অধিকার রচনা প্রতিযোগিতা ২০২৩

ভোক্তা-অধিকার সম্পর্কিত রচনা প্রতিযোগিতা সম্পর্কিত তথ্যাদি

১। গণমাধ্যমকর্মীগণের জন্য
বিষয়: ভোক্তা-অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা।
শব্দসীমা: ২০০০-২৫০০।

২। বিশ্ববিদ্যালয় পর্যায়:
বিষয়: ভোক্তা-অধিকার: প্রেক্ষাপট বাংলাদেশ-সমস্যা ও সম্ভাবনা।
শব্দসীমা: ২০০০-২৫০০।

৩। কলেজ পর্যায়:
বিষয়: ডিজিটাল কমার্সে ভোক্তার সুরক্ষা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা।
শব্দসীমা: ১৫০০-২০০০।

৪। স্কুল পর্যায়:
বিষয়: ভোক্তা-অধিকার রক্ষায় ছাত্র, শিক্ষক ও অভিভাবকের ভূমিকা।
শব্দসীমা: ১০০০-১৫০০।

ভোক্তা অধিকার রচনা প্রতিযোগিতা রচনার শর্তাবলী

রচনা টাইপ/পরিচ্ছন্ন হাতের লেখায় হতে হবে। রচনা এক পৃষ্ঠায় (উভয় পৃষ্ঠায় নয়) A-4 সাইজের কাগজে লিখতে হবে। রচনার সাথে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক ছাত্র/ছাত্রী সম্পর্কে প্রদত্ত প্রত্যয়নপত্র এবং গণমাধ্যমকর্মীগণের ক্ষেত্রে পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে।

রচনা প্রতিযোগিতা – জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

রচনার সাথে ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ অংশগ্রহণকারীর জীবন বৃত্তান্ত প্রদান করতে হবে।

অধিদপ্তর কর্তৃক গঠিত কমিটিসমূহ ১ম, ২য় ও ৩য় পুরস্কারের জন্য প্রতিযোাগীকে চূড়ান্তভাবে নির্বাচন করবে।

নির্বাচিত রচনাসমূহ ১৫ মার্চ ২০২৩ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মরণিকায় ছাপানো হবে।

পর্যায়ভিত্তিক পুরস্কার মূল্য ও সম্মাননা সনদ

গণমাধ্যমকর্মী পুরস্কার মূল্য ও সম্মাননা সনদ

  • ১। প্রথম পুরস্কার নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা),
  • একটি ক্রেস্ট ও সনদপত্র।
  • ২.। দ্বিতীয় পুরস্কার নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।
  • ৩। তৃতীয় পুরস্কার নগদ ১৫,০০০/- (পনের হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।
See also  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

বিশ্ববিদ্যালয় পর্যায় পুরস্কার মূল্য ও সম্মাননা সনদ

  • ১। প্রথম পুরস্কার নগদ ২৫,০০০/- (পঁচিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।
  • ২। দ্বিতীয় পুরস্কার নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র ।
  • ৩। তৃতীয় পুরস্কার নগদ ১৫,০০০/- (পনের হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।

কলেজ পর্যায় পুরস্কার মূল্য ও সম্মাননা সনদ

  • ১। প্রথম পুরস্কার নগদ ২০,০০০/- (বিশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র ।
  • ২। দ্বিতীয় পুরস্কার নগদ ১৫,০০০/- (পনের হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র ।
  • ৩। তৃতীয় পুরস্কার নগদ ১২,০০০/- (বার হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।

স্কুল পর্যায় পুরস্কার মূল্য ও সম্মাননা সনদ

  • ১। প্রথম পুরস্কার নগদ ১৫,০০০/- (পনের হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।
  • ২। দ্বিতীয় পুরস্কার নগদ ১২,০০০/- (বার হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।
  • ৩। তৃতীয় পুরস্কার নগদ ১০,০০০/- (দশ হাজার টাকা), একটি ক্রেস্ট ও সনদপত্র।

আবেদনের ঠিকানা: আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৩ তারিখের মধ্যে ডাকযোগে বা সরাসরি উপস্থিত হয়ে রচনার পান্ডুলিপি মহাপরিচালক, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ১ কারওয়ান বাজার, টিসিবি ভবন (৮ম তলা), ঢাকা বরাবর প্রেরণ/প্রদান করতে হবে (পান্ডুলিপি প্রদান সংক্রান্ত আবেদনপত্রে তারিখসহ পত্রিকার বরাত থাকতে হবে)।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইনে অভিযোগ করতে এই www.mygov.bd লিংকে ক্লিক করুন ।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ – Laws of BD জানতে এই bdlaws.minlaw.gov.bd  লিংকে ক্লিক করুন ।

আরও পড়ুনশুরু হয়েছে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ নিবন্ধন পঞ্চম বর্ষ

Source যুগান্তর