The news is by your side.

৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার নিবন্ধন পদ্ধতি ও রুটিন ২০২৩

0 1,184

৪৬তম বেফাক পরীক্ষার রুটিন 2023 : দেশের কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে।  শুরু হতে যাওয়া বেফাক পরীক্ষায় অংশ নেবে মাদরাসার ছয় স্তরের শিক্ষার্থীরা। ৪৬তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষা পরীক্ষার্থীদের নাম রেজিস্ট্রেশন (নিবন্ধন)-এর নিয়ম, বেফাকের ইবতেদায়ী জামাতের সিলেবাস, ৪৬তম বেফাক পরীক্ষার রুটিন 2023, কওমি মহিলা মাদ্রাসার সিলেবাস, নাহবেমীর জামাতের বেফাকের নেসাব, বেফাক পরীক্ষার নিবন্ধন পদ্ধতি, বেফাক পরীক্ষা, কওমী মহিলা মাদ্রাসার সিলেবাস pdf, বেফাকের নেসাব ২০২৩, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ পরীক্ষার রুটিন 2023, ৪৬তম বেফাক পরীক্ষার রেজিস্ট্রেশন পদ্ধতিসহ বিস্তারিত এই আটিক্যালে আলোচনা করা হয়েছে ।

৪৬তম বেফাক পরীক্ষার রুটিন 2023

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ইলহাকভুক্ত মাদরাসাসমূহের দায়িত্বশীলদের জানানো যাচ্ছে যে, ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার নিবন্ধন সংক্রান্ত জরুরি কাগজপত্র পাঠানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই সেসব কাগজ পূরণ করে বেফাকের পরীক্ষা বিভাগে পৌঁছাতে হবে। ই-মেইলের মাধ্যমে নিবন্ধন ফরম এবং বিকাশের মাধ্যমে টাকা পাঠাবেন না। সার্বিক যোগাযোগ, অভিযোগ ও অবগতি পরীক্ষা বিভাগের মোবাইল নাম্বারে করা জরুরি। নেগরান-মুমতাহিনের মাসউল হবেন সংশ্লিষ্ট মাদরাসার দায়িত্বশীল। তাই সতর্কতার সাথে তাদেরকে নির্বাচন করতে হবে। বেফাকুল মাদারিস সকলের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। তাই এর সুনাম বৃদ্ধি করা সকলেরই দায়িত্ব। যোগ্যতাসম্পন্ন ও দক্ষ আলেম দ্বারা প্রেরিত কাগজগুলো পূরণ করা খুবই জরুরি।

বেফাক পরীক্ষার বিশেষ তথ্য

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার প্রতিটি মারকাযে পরীক্ষা চলাকালীন সময়ে দিবারাত্রি নেগরানে আলোর সার্বক্ষণিক অবস্থান বাধ্যতামূলক। ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষায় যারা নেগরানে আ’লা (প্রধান হল পরিচালক) হিসাবে নির্বাচিত হবেন, তাদের অবশ্যই পরীক্ষার পুরো সময় কেন্দ্রে অবস্থান করতে হবে। কোনো কারণবশত একদিন তিনি থাকতে না পারলে তাঁর আস্থাভাজন সহকারী নেগরান হতে একজনকে স্থলাভিষিক্ত করে রাখতে হবে। কোনো মারকাযে নেগরান রাতে অবস্থান না করলে মারকায কর্তৃপক্ষ বেফাকের পরীক্ষা বিভাগকে অবশ্যই তা অবহিত করতে হবে ।

কোনো মারকাযি মাদরাসায় মারকায কমিটি না থাকলে অবশ্যই তা গঠন করতে হবে। মারকায মাদরাসার মুহতামিম পরীক্ষা চলাকালীন সময়ে মাদরাসায় উপস্থিত থাকা জরুরি।

ইবতিদাইয়্যাহ মারহালার নাযিরা ক্বিরাআতের পরীক্ষা নেগরানে আ‘লা ও সহকারী নেগরান এই দুইজন মিলে গ্রহণ করবে।  পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার কোনো হলে নকলের প্রবণতা পরিলক্ষিত হলে অথবা কোনো মারকায নেগরান আ’লার নিয়ন্ত্রণে না থাকলে সাথে সাথে পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগকে তা অবহিত করতে হবে ।

পরীক্ষার্থীদের নিবন্ধন ফরম অবশ্যই হুবহু জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নির্ভুল এবং স্পষ্টভাবে পূরণ করতে হবে।  ৪৫তম পরীক্ষায় যে মাদরাসার মারকায যেখানে ছিল ৪৬তম পরীক্ষায় সেখানেই থাকবে। মারকায পরিবর্তন করতে হলে সাবেক মারকাযের অনাপত্তিপত্র এবং যে মারকাযে পরীক্ষা দিতে ইচ্ছুক সে মারকায কর্তৃপক্ষের সম্মতি স্বাক্ষর ও সীল আনতে হবে ।

ইবতিদাইয়্যাহ মারহালার নাযেরা পরীক্ষার নাম্বার মূল নাম্বারের সাথে যোগ হবে না, তবে শুধু পাশের জন্য তা বাধ্যতামূলক । অর্থাৎ নাযিরায় ফেল করলে পাশ বলে গণ্য হবে না। আসন্ন ৪৬তম পরীক্ষায় সকল মারহালার প্রশ্নপত্র অনলাইনে পাঠানো হবে ।

অনলাইনে প্রশ্নপত্র পাঠানোর জন্য সকল মারকায হতে অবশ্যই মারকাযের নাম ও ইলহাক নং দিয়ে একই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম একাউন্ট খুলে সেই নাম্বার মারহালাওয়ারি বিবরণীতে দিতে হবে। ৪৬তম পরীক্ষা থেকে ‘আল ফিরাকুল বাতিলা’-এর পরীক্ষা নেয়া হবে। ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা-১৪৪৪ হিজরি/১৪২৯ বঙ্গাব্দ/২০২৩ ঈসাব্দ এর ৪র্থ পৃষ্ঠায় দেখুন, নমুনা প্রশ্ন দেয়া আছে) ৪৬তম পরীক্ষা থেকে রওজাতুল আদব-এর পরিবর্তে মুফিদুত্ তালেবীন-এর পরীক্ষা দিতে পারবে না ।

হাইআতের পরীক্ষা ও বেফাকের খাতা দেখার কার্যক্রম একই সময়ে হওয়ার কারণে যারা হাইআতের নেগরানি করবেন তারা বেফাকের মুমতাহিন আবেদন করবেন না ।

খাতা দেখার সম্মানী ভাতার হার

খাতা দেখার সম্মানী ভাতার হার (প্রতি খাতা) : ফযীলত : ২৫.০০ টাকা, সানাবিয়্যাহ উলইয়া : ২২.০০ টাকা, মুতাওয়াসসিতাহ : ১৭.০০ টাকা ইবতিদাইয়্যাহ : ১৫.০০ টাকা।

৪৬তম পরীক্ষা থেকে হিফযুল কুরআন ও ক্বিরাআতের মুমতাহিন বিল ৪০০০ টাকা ৷ নেগরান ও খাদেমের ভাতা: প্রধান নেগরান ৪৫০০ টাকা, সহকারী প্রধান নেগরান ৪০০০ টাকা, সহকারী নেগরান ৩৫০০ টাকা, স্থানীয় নেগরান ২৫০০ টাকা এবং খাদেম ১৫০০ টাকা ।

বেফাক পরীক্ষার নিবন্ধন ফরম পূরণের নিয়ম

৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ০১ শাবান, ১৪৪৪ হিজরি মোতাবেক ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ঈসাব্দ, বুধবার নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন ফরম ও আনুষঙ্গিক কাগজপত্র পাঠানো হয়েছে। সকল পরীক্ষার্থীর নিবন্ধন একসাথে করতে হবে। নিবন্ধন (রেজিস্ট্রেশন) ফি সকল মারহালার প্রতিজন পরীক্ষার্থীর জন্য ২০০/- (দুইশত) টাকা নির্ধারিত। বিলম্বের ক্ষেত্রে প্রতিজন পরীক্ষার্থীর জন্য নিবন্ধন ফি ৩০০/- (তিনশত) টাকা নির্ধারিত ।

পরীক্ষার্থী নিবন্ধন ফরমে মাদরাসার নাম ও পূর্ণ ঠিকানা (বাংলা ও আরবিতে), ইলহাক নং, মারহালার নাম, মারকাযের নাম ও ইলহাক নং পরিচ্ছন্নভাবে লিখতে হবে।‘নিবন্ধন খতিয়ান নং’ ঘরটি বেফাক দফতর পূরণ করবে।

ফরমের লেখা হুবহু অনুসরণ করে বেতাকা (প্রবেশপত্র) ও সনদ লেখা হয়। এ অবস্থায় প্রবেশপত্রে ও সনদে নাম ভুল বা অশুদ্ধ সাব্যস্ত হওয়া পরীক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেফাকের গ্রহণযোগ্যতা ও ভাবমূর্তির জন্য ক্ষতিকর।

জন্ম তারিখ লেখার ক্ষেত্রে তারিখ, মাস ও সন লিখবেন। নাম-ঠিকানা, জন্ম তারিখ ইত্যাদি তথ্য হুবহু জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র (আইডি কার্ড) অনুযায়ী লিখতে হবে। পরবর্তী সময়ে সংশোধনের সুযোগ থাকবে না । পরীক্ষার্থীদের নিবন্ধন ফরম এর সাথে জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে ।

৪৫তম পরীক্ষায় যে মাদরাসার মারকায যেখানে ছিল ৪৬তম পরীক্ষায় সেখানেই থাকবে। মারকায পরিবর্তন করতে হলে সাবেক মারকাযের অনাপত্তিপত্র এবং যে মারকাযে পরীক্ষা দিতে ইচ্ছুক সে মারকায কর্তৃপক্ষের সম্মতি স্বাক্ষর ও সীল আনতে হবে ।

০৫ রবিউল আউয়াল, ১৪৪৪ হিজরি এর মধ্যে নিবন্ধন ফরম ও ফি বেফাক দফতরে পৌঁছে যেতে হবে। এরপরে ১৫ রবিউল আউয়াল পর্যন্ত প্রতি পরীক্ষার্থীর নিবন্ধন ফি ৩০০/- টাকা নির্ধারিত। কোনো ক্রমেই ১৫ রবিউল আউয়াল এরপর নিবন্ধন ফি জমা দেয়া যাবে না ।

চেক, টিটি, অনলাইন, কুরিয়ার সার্ভিস অথবা খামের ভিতর নগদ টাকা প্রেরণ করা যাবে না। কাজেই এসব মাধ্যমে টাকা প্রেরণের কারণে ক্ষতিগ্রস্ত হলে তার দায়িত্ব বেফাক বহন করবে না ৷ যে কোনো প্রকার টাকা প্রেরণ ও আর্থিক লেন-দেন সংক্রান্ত তথ্য জানার জন্য ০১৯৭৭, ০১৮৭৭৩৮৫৯৪৯ নম্বরে যোগাযোগ করুন।

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

x