বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
Bangladesh Council of Scientific and Industrial Research
বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ -এর ‘সায়েন্টিফিক অফিসার’ (স্থায়ী) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করেছে বিসিএসআইআর । বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ সংক্রান্ত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়, সায়েন্টিফিক অফিসার পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি সকাল, দুপুর ও বিকেলে অনুষ্ঠিত হবে।
সেরাজবস থেকে আরও : পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরি, আবেদন ফি ৫০০
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ -এর ‘সায়েন্টিফিক অফিসার’ (স্থায়ী) পদে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮। রাজধানীর ধানমন্ডি বিসিএসআইআরের পরিষদ সচিবালয়ে এই মখিক পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীদের মূল প্রবেশপত্রের রঙিন কপি, চাকরির আবেদনের কপি, জাতীয় পরিচয়পত্রের মূলকপি, অভিজ্ঞতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), সব শিক্ষাগত যোগ্যতার সনদের মূল কপি, থিসিস পেপার (প্রযোজ্য ক্ষেত্রে) এবং মূল নম্বরপত্রসহ প্রতিটির এক সেট করে ফটোকপি সঙ্গে আনতে হবে।
প্রার্থীদের কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ /ডিএ দেওয়া হবে না।
‘সায়েন্টিফিক অফিসার’ (স্থায়ী) পদের মৌখিক পরীক্ষার সময়সূচি, কেন্দ্রের নাম নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর জানতে এখানে প্রবেশ করুন ।
সেরাজবস থেকে আরও : ফটিকছড়ি পৌরসভা কার্যালয়ে ১৬তম গ্রেডে চাকরির সুযোগ