বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড (বিজিডিসিএল)-এ কারিগরী ক্যাডারের নিম্নোক্ত পদসমূহে সরাসরি জনবল নিয়ােগ সংক্রান্তে গত ১৯ নভেম্বর ২০২১ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যােগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা লিয়াজোঁ অফিস, বিজিডিসিএল, পেট্রোসেন্টার (লেভেল-১০), ৩ কাওরান বাজার, ঢাকায় অনুযায়ী অনুষ্ঠিত হবে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দুই পদের এমসিকিউ পরীক্ষার সূচি প্রকাশ
মৌখিক পরীক্ষার তারিখ ও পদের নাম লিখিত পরীক্ষায় উত্তীর্ণ/বাছাইকৃত প্রার্থীদের রােল নম্বর উপস্থিতির সময় জানা যাবে এই লিংকে প্রবেশ করে ।
মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীকে নতুন পৃথকভাবে কোন প্রবেশপত্র প্রেরণ করা হবে না। ইতঃপূর্বে ইস্যুকৃত (লিখিত পরীক্ষার জন্য) প্রবেশপত্র সাথে আনতে হবে।
মৌখিক পরীক্ষার সময় Applicant’s Copyসহ নিয়ােগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সনদপত্র/কাগজপত্রের ১ সেট ফটোকপি ও মূল কপি সাথে আনতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিজিডিসিএল ওয়েবসাইট (www.bgdcl.gov.bd) ভিজিট করা যেতে পারে।
খাদ্য অধিদপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের ফলাফল ও সূচি প্রকাশ