The news is by your side.

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এমসিকিউ পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ‘সহকারী জেনারেল ম্যানেজার’ (প্রশাসন/মানবসম্পদ) পদের এমসিকিউ পরীক্ষার কেন্দ্র অনিবার্য কারণে পরিবর্তন করা হয়েছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এইসব তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে এমসিকিউ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী শুক্রবার বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠেয় সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানবসম্পদ) পদের তিন হাজার প্রার্থীর পরীক্ষাকেন্দ্র পরিবর্তন করা হয়েছে।

১৭০২৪৫০১ থেকে ১৭০২৭৫০০ পর্যন্ত রোল নম্বরধারী প্রার্থীদের পরীক্ষা রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজে নেওয়া হবে। তাঁদের প্রবেশপত্রে কেন্দ্র উল্লেখ ছিল বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ।

পরিবর্তিত পরীক্ষাকেন্দ্রের বিপরীতে নতুন করে প্রবেশপত্র ইস্যু করা হবে না। আগের প্রবেশপত্রেই পরীক্ষা নেওয়া হবে। অন্যান্য কেন্দ্র অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড থেকেবাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড নিয়োগ পরিক্ষার সূচি প্রকাশ

See also  পুলিশ কনস্টেবল নিয়োগে যোগ্যতা ২০২২ | পুলিশ কনস্টেবল নিয়োগ টিআরসি