The news is by your side.

কৃষি উন্নয়ন করপোরেশনের দুই পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-গণপ্রজাতন্ত্রী ...

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দুই পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বিএডিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রকাশিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী নিরীক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ৫ মার্চ অনুষ্ঠিত হবে।

রাজধানীর চারটি কেন্দ্রে ওই দিন বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো সরকারি তিতুমীর কলেজ, আইপিএস স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী মডেল হাইস্কুল ও বাড্ডা আলাতুন্নেসা উচ্চমাধ্যমিক বিদ্যালয়।

প্রার্থীদের অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিএডিসির ওয়েবসাইটে পরীক্ষাসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।

See also  স্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বিয়াম ফাউন্ডেশনে একাধিক পদে চাকরির সুযোগ