কৃষি উন্নয়ন করপোরেশনের দুই পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-গণপ্রজাতন্ত্রী ...
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) দুই পদের লিখিত পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েছে। বিএডিসির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রকাশিত ঐ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও সহকারী নিরীক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা ৫ মার্চ অনুষ্ঠিত হবে।
রাজধানীর চারটি কেন্দ্রে ওই দিন বেলা আড়াইটা থেকে বিকেল চারটা পর্যন্ত এ পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো সরকারি তিতুমীর কলেজ, আইপিএস স্কুল অ্যান্ড কলেজ, মহাখালী মডেল হাইস্কুল ও বাড্ডা আলাতুন্নেসা উচ্চমাধ্যমিক বিদ্যালয়।
প্রার্থীদের অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করে সংশ্লিষ্ট কেন্দ্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। বিএডিসির ওয়েবসাইটে পরীক্ষাসংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে।