বসুন্ধরা গ্রুপে চাকরি ২০২২ : শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপে ‘এজিএম/ডিজিএম’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বসুন্ধরা গ্রুপে জেলি প্ল্যান্ট প্রােডাকশন বিভাগে চাকরি
বসুন্ধরা গ্রুপে চাকরি ২০২২
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা গ্রুপ
বিভাগের নাম: আর অ্যান্ড ডি
পদের নাম: এজিএম/ডিজিএম
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমএসসি/বিএসসি ইন ফুড/এনই/টেকনোলজি
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
বেতন: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: যে কোনো স্থান
বসুন্ধরা গ্রুপে এজিএম পদে চাকরির আরও জনাতে অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন ।
আবেদন পদ্ধতি: বসুন্ধরা গ্রুপে ‘এজিএম/ডিজিএম’ পদে যোগদানে আগ্রহীদের এই hr.sector-a@bg.com.bd ঠিকানা আবেদন করতে হবে ।
আবেদনের সময়সীমা: ১৬ মার্চ ২০২২ তারিখ ।
Address: HR Division, Sector-A, BG, Bashundhara Industrial Headquarters-2, Plot # 56/A, Block # C, Bashundhara R/A, Dhaka-1229 For the People, for the Country www.bashundharagroup.com