বনশিল্প উন্নয়ন করপোরেশনের মৌখিক পরিক্ষা : বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে দেয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সহকারী মাঠ তত্ত্বাবধায়ক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ এপ্রিল শুরু হবে। এই পরিক্ষা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সদর দপ্তরের বোর্ডরুম ৭৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকায় সকাল সাড়ে নয়টা থেকে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ।
বনশিল্প উন্নয়ন করপোরেশনের মৌখিক পরিক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ মৌখিক পরীক্ষার জন্য পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের মূলকপিসহ ফটোকপি সঙ্গে আনতে হবে। নাগরিকত্ব সনদ ও বিশেষ কোটার মূল সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) সঙ্গে আনতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ বা ডিএ দেওয়া হবে না।
বনশিল্প উন্নয়ন করপোরেশনের মৌখিক পরিক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রোল নম্বর ও মৌখিক পরীক্ষার সময়সূচি এই ওয়েব লিংকে দেখা যাবে।