বগুড়া উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ : ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এর স্মারক নং পপ সিসিএসডিপি/PP-নিয়ােগ-৪৮২২০২১-২২২৫ ৪ তারিখ: ১৬/১০/২০২২খ্রি. ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পরিকল্পনা-১ শাখার ০৮/০৫/২০২২খ্রি. তারিখের। ৫৯, ০০.০০০০.১৫২.১৪,০৪৩,২০১৭-১১৮নং স্মারকে মোতাবেক বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউনিট সংশ্লিষ্ট কর্ম এলাকায় কাজ নাই ভাতা নাই ভিত্তিতে Paid Peer Volunteer নিয়োগের জন্য বগুড়া দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্দিষ্ট ইউনিট সংশ্লিষ্ট কর্ম এলাকার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে ২০২১-২০২২অর্থ বছরে নিম্নোক্ত পদে মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ও সদস্য সচিব বাছাই ও নিয়োগ কমিটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, দুপচাঁচিয়া, বড়া বরাবরে নিয়ে উল্লেখিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট দরখাস্তুের আহবান জানিয়ে বগুড়া উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশ করেছে ।
বগুড়া উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
উপজেলা পরিবার পরিকল্পনা নিয়োগ বগুড়া
আবেদন যে ঠিকানায়: আবেদন পত্র মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি)ও সদস্য সচিব Paid Peer Volunteer বাছাই ও নিয়ােগ কমিটি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, দুপচাচিয়া, বগুড়া বরাবরে লিখতে হবে এবং উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দুপচাঁচিয়া, বগুড়া এ অাগামী ২৩/১১/২০২২ খ্রি. পর্যন্ত অফিস সময়ের মধ্যে (ছুটির দিন ব্যতীত) সরাসরি ডাকযােগে/কুরিয়ারে পৌছাতে হবে ।