ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ : বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) (প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়) জরুরি ভিত্তিতে বোয়েসেল-এর মাধ্যমে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ প্রকাশ করেছে । ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ -এর পদের বিবরণ, আবেদন যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন এবং অন্যান্য বিষয়গুলি জেনে নিন। উক্ত ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ – এর পদের জন্য আবশ্যকীয় শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি নিম্নে প্রদত্ত হলো ।
ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
বোয়েসেল -এর মাধ্যমে ফিজি-তে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ দেয়া হবে : ১.General Manager (with Agriculture Expertise) ২. Heavy Diesel Engine Mechanic ৩. Auto Mobile Mechanics (With hybrid vehicle experience) ৪. AC & Refrigeration Technician ৫. Domestic Electrician for Lifts / Escalator & Generator ৬. Automobile Panel Beater ৭. Automotive Spray Painter ৮. Bus/Truck. পদগুলোয় আবেদনের নিয়মসহ বিস্তারিত জানতে ফিজিতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ PDF দেখতে এখানে ক্লিক করুন ।
চাকরির শর্তাবলি:
- (১) চাকুরির চুক্তি ০২ (দুই) বৎসর, নবায়নযোগ্য
- (২) প্রতি সপ্তাহে ৪০-৪৮ ঘন্টা;
- (৩) প্রয়োজনীয় আসবাবপত্রসহ থাকা এবং কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে;
- (৪) প্রাথমিক চিকিৎসার খরচ কোম্পানি বহন করবে;
- (৫) খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে;
- (৬) চাকরিতে যোগদানের বিমান ভাড়া কর্মীকে বহন করতে হবে এবং চাকরি শেষে দেশে ফেরৎ আসার বিমান ভাড়া নিয়োগকারী কোম্পানি বহন করবে
- (৭) অন্যান্য শর্তাবলি ফিজির শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে ।
বোয়েসেল নিয়োগ – নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
অন্যান্য তথ্যাবলী: নির্বাচিত প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত সার্ভিস চার্জ এবং বিধি মোতাবেক অন্যান্য সরকারি ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক (০১) কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি এবং অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বোয়েসেল হতে প্রদত্ত CV for FIJI লিংকে আগামী ০৮.০৩.২০২৩ খ্রিস্টাব্দ এর মধ্যে আবেদন করা জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
অফিস ঠিকানা: প্রবাসী কল্যাণ ভবন (৫ম তলা) ৭১-৭২ ইস্কাটন গার্ডেন রমনা, ঢাকা-১০০০, বাংলাদেশ।
সূত্র : www.boesl.gov.bd
আরও পড়ুন : বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টার্সে ৩ পদে ১৯ জনের চাকরি